বৃদ্ধ আটক
বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
বরগুনার তালতলীতে ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি জমিজমা-সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত ষড়যন্ত্রের ঘটনা।
শুক্রবার (২৪ মে) উপজেলার করমজাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে লেখা বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিশুটি গ্রামের কয়েকজন সহপাঠীর সঙ্গে জাম পাড়তে যায়। এ সময় গ্রেপ্তার সিদ্দিকুর রহমান তাকে জাম দেওয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানেই ওই ঘটনা ঘটান তিনি।
পরে সেদিন রাতে শিশুটি কান্নাকাটি করলে তার মা তাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনা জানতে পারেন। পরদিন সকালে প্রতিবেশীদের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটির পরিবার তালতলী থানায় অভিযোগ করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
তবে সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। অভিযোগকারী পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই আমাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। সঠিক তদন্ত হলে সব প্রমাণ হবে।’
তিনি আরও বলেন, ‘এই বয়সে আমি এমন ঘৃণ্য কাজ কল্পনাও করতে পারি না। আমি চাই, নিরপেক্ষ তদন্ত হোক এবং যেকোনো নির্ভরযোগ্য জায়গা থেকে (ভুক্তভোগীর) মেডিকেল পরীক্ষা করানো হোক। রিপোর্টেই প্রমাণ হবে যে অভিযোগ মিথ্যা। আর যদি সত্যিই আমাকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: নড়াইলে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান বলেন, ‘দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে, যা এলাকাবাসীর জানা। তবে যেহেতু ঘটনাটি সংবেদনশীল ও শিশু জড়িত, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’
ঘটনাটির পর করমজাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ধর্ষণের অভিযোগের তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে করা ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছেন।
সামাজিকভাবে ঘটনাটি নিয়ে বিভক্ত মত থাকলেও অধিকাংশই একমত যে সঠিক তদন্তই একমাত্র পথ, যা সত্য ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
১৯৫ দিন আগে
আদিতমারীতে স্বামীর ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, বৃদ্ধ আটক
লালমনিরহাটের আদিতমারীতে ধাক্কা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মতিয়ার রহমান কাচু (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক ১
আটক মতিয়ার রহমান কাচু তেলিটারী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। মৃত জাহানারা বেগম (৪৬) তারই স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে রাতে না খেয়ে ঘুমিয়ে যান গৃহবধূ জাহানারা বেগম। সকালেও কিছু খাননি তিনি এবং কাজকর্মও করেননি।
এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মতিয়ার রহমান কাচু স্ত্রীকে জোরে ধাক্কা মেরে ফেলে দেন। এতে উঠানের গর্তে পড়ে গেলে গুরুতর আহত হন গৃহবধূ জাহানারা। পরে পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাচুকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
আটক মতিয়ার রহমান কাচু বলেন, মেয়ের সঙ্গে অভিমান করে রাত থেকে কিছু খায়নি জাহানারা। সকালে কাজে ডাকলে সেটাও করেনি। তাই রাগের মাথায় একটা ধাক্কা দিলে গর্তে পড়ে অসুস্থ হন। তাকে মারার জন্য ধাক্কা দেইনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মৃতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
১০২৩ দিন আগে
যশোরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
যশোরে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মোজাম্মেল হোসেন (৫৬) সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোজাম্মেল ওই শিশুকে টিভি দেখানোর কথা বলে বাড়ির পাশে তার ভাতিজার বাড়িতে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে জোর করে শিশুটিকে যৌন নিপীড়ন করেন মোজাম্মেল।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মোজাম্মেল হোসেন নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পলাতক আসামিসহ আটক ৫
১৫৫৪ দিন আগে
যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
যশোরের শার্শা উপজেলার ধানতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আটক আবু ছিদ্দিক গাজী (৭০) ওই গ্রামের মৃত মনির উদ্দীন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের মফিজুর রহমানের ৬ বছর বয়সী কন্যা মঙ্গলবার বিকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন্য শিশুদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওই শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
অঅরও পড়ুন: রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
ধর্ষণের শিকার শিশুটির চাচা মিন্নু বলেন, ‘রাতেই শার্শা থানায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমাদের মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আবু ছিদ্দিক প্রাথমিক জিঞ্জাসাবাদে ধর্ষণের ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা রুজু হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ পাস হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯ (১) ধারা অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এখন ওই ধারায় ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলোর পরিবর্তে ‘মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলো প্রতিস্থাপিত করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
এর আগে, দেশে সম্প্রতি ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সংসদের অধিবেশন না থাকায় গত ১৩ অক্টোবর ঘৃণ্য এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনের (নারী ও শিশু নির্যাতন দমন) একটি সংশোধনী প্রস্তাব অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
বিশেষ করে সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির প্রতিবাদে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যেই সরকার এ পদক্ষেপ নিয়েছিল।
১৭১৭ দিন আগে
চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক বৃদ্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে সুলতান কবিরাজ (৬৫) নামে এক বৃদ্ধকে বুধবার আটক করেছে পুলিশ।
২১৭১ দিন আগে