হাজারীবাগ
পানির ট্যাংক বিস্ফোরণ: হাজারীবাগে দুই শিশুসহ দগ্ধ ৪
রাজধানীর হাজারীবাগের একটি বাসায় পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হাজারীবাগের জিগাতলা ট্যানারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন- মো. জিয়াউর রহমান (৪৫) ও তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং ট্যাংক পরিষ্কারের কাজে নিয়োজিত শ্রমিক বেলাল হোসেন (২৮)।
আরও পড়ুন: এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া শাহপরান জানান, চাচার বাসায় বেলাল হোসেন নামের এক শ্রমিক ট্যাংক পরিষ্কার করছিলেন, এ সময় চাচা জিয়াউর রহমান ট্যাংকে পর্যাপ্ত আলো না থাকায় একটি বৈদ্যুতিক বাল্ব চালু করার পরই এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকে এমনটা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৪ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ এবং রাইফার ৬ শতাংশ দগ্ধ হয়েছে।’
বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত এবং জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
১৫৯ দিন আগে
মোহাম্মদপুর ও হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর মোহাম্মদপুর এবং হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (১৭মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
নিহতরা হলেন, বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর আবুল ফকিরের ছেলে নুর ইসলাম (২৬)। পেশায় তিনি আলোকচিত্রি ছিলেন। ধানমণ্ডি থানার শংকর বাসস্ট্যান্ডের পেছনে তিনি থাকতেন। আরেকজন ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বসের শিক্ষার্থী আলভী (২৭)। তার বাবার নাম মশিউর খান পাপ্পু।
একই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তার বাবার নাম মোহাম্মদ মাসুদ। নিহত আলভী এবং আহত আশরাফুল ইসলাম উভয়ই বিজিবি ৫ নং গেট এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নুর ইসলামের ভাই ওসমান গনি বলেন, ‘শুক্রবার রাত আটটায় মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন গতিরোধ করে সাথে থাকা ক্যামেরা দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় এবং দুহাতে গুরুত্বর আহত করে। ভাই তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়াতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
আরও পড়ুন: আলীকদমে জিপ পাহাড়ি ঝিরিতে পড়ে নিহত ১, আহত ২৩
অপরদিকে হাজারীবাগ থানা এলাকায় ঘটনায় নিহত আলভীর মামি মাহী জানান, শুক্রবার রাত আটটায় জিগাতলা বাসস্ট্যান্ডে তারা আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্তরা এসে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। বাহক তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে যায়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়াতদন্তের জন্য মর্গে রাখা আছে।
আহত আশরাফুল ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
২০২ দিন আগে
হাজারীবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত চামড়ার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় এবং বিজিবি সদস্যদের সহযোগিতায় শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়াটি নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ১১ ইউনিটের চেষ্টায় ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনা সদস্যরাও কাজ করেছেন।
এদিন দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারের সাততলা একটি ভবনের পঞ্চম তলার একটি চামড়ার গুদামে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করলেও পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয় আরও ৫ ইউনিট। এর মাঝে ফায়ার ফাইটারদের সহযোগিতায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেন।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনই কিছু নিশ্চিত করেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: হাজারীবাগে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট, বিজিবি মোতায়েন
৩২২ দিন আগে
হাজারীবাগে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট, বিজিবি মোতায়েন
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত ট্যানারির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। একইসঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় বিজিবি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ (শুক্রবার) দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি চামড়ার গুদামে আগুন লাগে। ৭ তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি জানান, শুরুতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যুক্ত বর্তমানে মোট ১১ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ ঘণ্টায় ১১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৩২২ দিন আগে
হাজারীবাগে চামড়ার গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত ট্যানারির গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ (শুক্রবার) দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি চামড়ার গুদামে আগুন লেগেছে। ৭ তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে।
তবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
৩২২ দিন আগে
সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফী ৮ দিনের রিমান্ডে
রাজধানীর হাজারীবাগ থানার অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত রিমান্ডের আদেশ দেন।
এদিন সকালে কাফীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ।
শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: ফের ৫ দিনের রিমান্ডে সাবেক তথ্যমন্ত্রী ইনু
এর আগে কাফীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আব্দুল্লাহ হিল কাফী ধানমন্ডি জোনে অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব পালনকালে সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া ও মাইনুদ্দিন কাজলসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মিলে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মামলার বাদী ইঞ্জিনিয়ার আরিফ মাঈন উদ্দিনকে অপহরণ করে।
হাজারীবাগ থানাধীন অজ্ঞাত স্থানে আটকিয়ে মুক্তিপণ চেয়ে বিপুল পরিমাণ অর্থ বাদীর পরিবার থেকে আদায় করে।
আরও পড়ুন: ফের ৫ দিনের রিমান্ডে সাবেক তথ্যমন্ত্রী ইনু
৪৫৭ দিন আগে
হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
রাজধানীর হাজারীবাগের বটতলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদরাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ
আহতরা হলেন- আমির হোসেন (৬০), বাদল আহমদ (৫০), তার ছেলে তানভীর আহমেদ (৮) ও মাকসুদা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনোয়ারুল উলুম মাদরাসার সামনে দুর্বৃত্তরা দুটি দেশীয় বোমা বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন: যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার কর্মকর্তা আহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতরা সামান্য আহত হয়েছেন এবং এখন তারা আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
৬৯৮ দিন আগে
হাজারীবাগে ২০৩ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবাদান
ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য়, ডিএসসিসি, পিএ-৩ এর নগর মাতৃসদন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন বয়সী মোট ২০৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
পাশাপাশি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেবে মানুষ: তথ্যমন্ত্রী
আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার (র.) ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
নগর মাতৃসদনের শিশু-বিশেষজ্ঞ মোস্তাকিম আহমেদের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি দল শনিবার হাজারীবাগের নগর মাতৃসদন কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এর আগে স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন করেন ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি প্রফেসর ড. কাজী শরীফুল আলম।
তিনি বলেন, ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) মূলত বৈষম্যহীন সমাজেরই স্বপ্ন দেখতেন, তিনি সবসময় দরিদ্র-নিপীড়িত মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভের সাধনা করেছেন।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রূবাইয়া ও সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা. নায়লা পারভীন।
ক্যাম্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লিনিক ম্যানেজার ডা. ইশরাত শারমিন।
আরও পড়ুন: ভারতের রপ্তানি নিষেধাজ্ঞায় রাতারাতি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০০ টাকা ছাড়াল
৭২৬ দিন আগে
হাজারীবাগে গলায় লিচুর বীজ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু
হাজারীবাগে গলায় লিচুর বীজ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু। রাজধানীর হাজারীবাগে মঙ্গলবার (৬ জুন) সকালে গলায় লিচুর বীজ আটকে বাক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত অনিক (১০) নোয়াখালীর মাইজদী উপজেলার উদর হাট এলাকার মো. সাঈদের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শিশুটির মামা রাকিব জানান, লিচু খাওয়ার সময় গলায় লিচু আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
৯১৩ দিন আগে
হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
রাজধানীর হাজারীবাগে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের রায়ের বাজারের গাদিঘর এলাকার ভাড়া বাসা থেকে ওই নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান,‘আমরা সন্দেহ করছি যে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, বর্তমানে আমরা নিহতের পরিচয় ও শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
১০৯২ দিন আগে