নিহত ৩
যশোরে নির্মাণাধীন বিল্ডিং থেকে নিচে পড়ে নিহত ৩
যশোরে একটি নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে নিচে পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়া জেলার বাসিন্দা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুর জেলার বাসিন্দা ম্যানেজার আজিজুল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের মৃত রমজানের ছেলে শ্রমিক নুরু (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আটতলা বিশিষ্ট নির্মাণাধীন বিল্ডিংটির ছয়তলার ব্যালকনিতে কাজ করছিলেন তারা। হঠাৎ করে ব্যালকনিটি তাদেরসহ ভেঙে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা।
আরও পড়ুন: সিলেটে গ্রিনলাইনের বাস থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
১৫৭ দিন আগে
খুলনায় ট্যাংকলরির চাপায় থ্রি হুইলারের চালকসহ নিহত ৩
খুলনায় তেলবাহী ট্যাংকলরির চাপায় যাত্রীবাহী থ্রি হুইলার মাহিন্দ্রার চালকসহ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাহিন্দ্রাচালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ।
এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মণ্ডল জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা আদায়সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন।
২০২ দিন আগে
কুমিল্লার চান্দিনায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫
ঈদের দ্বিতীয় দিন কুমিল্লার চান্দিনায় তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সকলেই পুরুষ।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল দেবনাথ বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বাসটি ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত গতি থাকার ফলে এতসংখ্যক মানুষ হতাহত হয়েছে।’
২৪৮ দিন আগে
বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার দরগাহাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার কাহালুর ভাগদুবড়া গ্রামের বাসিন্দা ফারুক হোসেন, তার শিশু কন্যা হুমাইরা ও অটোভ্যানচালক শাহীনুর রহমান।
ফারুকের স্ত্রী জুলেখাকে আহত অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফারুক হুমাইরাকে মাদরাসায় ভর্তি করে অটোভ্যানে করে ফেরার সময় বগুড়া বেতার কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। পরে কাহালু ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত
গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর ও হুমাইরার মৃত্যু হয়। আহত জুলেখা চিকিৎসাধীন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জান শাহিন ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৪২ দিন আগে
কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন, এছাড়া আরও অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।’
৩৫৫ দিন আগে
নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৩
নওগাঁর মান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুরের ফাজিলপুর গ্রামের শাকিল হোসেন, কালুশহর গ্রামের জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম।
স্থানীয়রা জানায়, নিহতরা পেশায় রং মিস্ত্রি। তারা কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় মান্দা উপজেলার চৌবাড়িয়াহাটে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকিদের রাজশাহী মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোলায় ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
লাশগুলো বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
৩৬০ দিন আগে
শেরপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ৩
শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ভাই-বোনসহ তিনজন নিহত এবং মা-সন্তানসহ চারজন আহত হয়েছেন।
নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকায় বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০), তার ছোট ভাই শেরপুরের পলাশিয়া গ্রামের তাজেন মিয়া (১৫) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তায়েরা বেগম (১০)।
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২
আহতরা হলেন- তায়েরা বেগমের মা উম্মে সালমা (৪০), বোন তোবা বেগম (১৬) ও ভাই ছাবিদ (৩) এবং ফুলপুরের সাহাপুর গ্রামের আলাউদ্দিন (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে পাইশকা বাইপাস মোড়ে পিকআপ ও অটোরিকশার সামনাসামনি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মারা যায়।
এরপর আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়ার পথে সুবিনা নামের ওই নারীর মৃত্যু হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
৩৮৭ দিন আগে
জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে টিউবওয়েলপাড়া মোড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হচ্ছেন- জামালপুর সদর থানার মেঘা নয়াপাড়া গ্রামের মুস্তাফিজুর রহমান মোতালেব (৫৬), মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়া গ্রামের অটোরিকশার চালক রুকন মাহমুদ (৪৫) ও মেলান্দহ উপজেলার শেখসাদী গ্রামের আব্দুল মালেক (৫৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা করে ৪ জন যাত্রী সদর উপজেলার হাজীপুর যাচ্ছিল। পথে টিউবওয়েলপাড়া মোড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন নিহত হয়। আহত হন একজন।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
৪২৭ দিন আগে
কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ নিহত ৩
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, ‘ট্রাস্ট ইনস্যুরেন্স লাইফ কোম্পানির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাধাইয়ার নাওতলা এলাকায় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এছাড়া একজন আহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’
আরও পড়ুন: সাতক্ষীরায় পিকআপের চাপায় নারী শ্রমিক নিহত
কুমিল্লায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও শিশু নিহত
৪৭৫ দিন আগে
হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
সোমবার (৫ আগস্ট) স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে নিহত ১০
স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীসহ জনগণ স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়।
পরে মিছিল নিয়ে বানিয়াচং থানার কাছে এলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হয়। নিহতের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল হক গুলিবিদ্ধ হয়ে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এদের দুইজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্য এবং অপরজন মধ্য বয়সি।
আরও পড়ুন: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে হামলা, জেলা আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
৪৮৭ দিন আগে