ঢাকা-চট্টগ্রাম
ঢাকা-চট্টগ্রাম দুই বাজারেই উত্থান, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সপ্তাহের পঞ্চম কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে সূচকের উত্থান দিয়ে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ২ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির দাম বেড়েছে বেশিরভাগের। ২২৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৫ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই বেড়েছে শেয়ারের দাম। লভ্যাংশ দেয়া ভালো শেয়ারের এ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২২১ কোম্পানির মধ্যে ১৪২ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। দর কমেছে ৫৬ এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।
দাম বেড়েছে লেনদেনে অংশ নেয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের প্রায় সবকটির। ৩৫ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির ইউনিটের দাম।
২৭ কোম্পানির ২২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। ওরিয়ন ইনফিউশন লিমিটেড সর্বোচ্চ ৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ৩২৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২৯৭ কোটি টাকা।
৯.৮৫ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার লিগ্যাসি ফুটওয়্যার। অন্যদিকে ৬ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স।
চট্টগ্রামেও উত্থান
ঢাকায় মতো সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় লেনদেন শুরু উত্থান দিয়ে
লেনদেনে অংশ নেয়া ১৯৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৩, কমেছে ৫৩ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৬ কোটি ৬৫ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার লিগ্যাসি ফুটওয়্যার এবং ৯.৯৭ শতাংশ দর হারিয়ে তলানিতে মনোস্পুল বাংলাদেশ পিএলসি।
১৯৭ দিন আগে
ফের পুঁজিবাজারে পতন, কমেছে ঢাকা-চট্টগ্রামের সবকটি সূচক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পতনের পর তৃতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার। দুই পুঁজিবাজারে সবকটি সূচক কমেছে ও লেনদেনে অংশ নেয়া তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী অবস্থায় রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস কমেছে ১০ পয়েন্ট ও বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৭ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির মধ্যে বেশিরভাগের দামই নিম্নমুখী। ৬১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ ও ‘জেড’– তিন ক্যাটাগরিতেই কমেছে শেয়ারের দাম। লভ্যাংশ দেয়া ভালো শেয়ারের এ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ২১৮ কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। দর কমেছে ১৫৩টি ও অপরিবর্তিত আছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।
দাম কমেছে লেনদেনে অংশ নেয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের বেশিরভাগের। ২১ কোম্পানির দর পতনের বিপরীতে দর বেড়েছে ৩ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির।২২ কোম্পানির ১৬ টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। রেনেটা সর্বোচ্চ ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
আরও পড়ুন: অর্থবছর শেষ হওয়ার আগেই সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড
সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার বাজারে। সারাদিনে মোট ২৯৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৩৪৩ কোটি টাকা। ৯.৯১ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার সিটি ইনস্যুরেন্স। অন্যদিকে ৬.৭৭ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে এনআরবি ব্যাংক।
চট্টগ্রামেও পতন
ঢাকার মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ৭১ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১৯৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৪, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৭ কোটি ৬৭ লাখ টাকা। ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে সোনালি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার এবং ৯.৮২ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে কেডিএস এক্সেসোরিস লিমিটেড।
২০৪ দিন আগে
সূচকের উত্থানে চলছে ঢাকা-চট্টগ্রামের লেনদেন
সূচকের উত্থান দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শুরু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। দিনের শুরুতেই আজ (মঙ্গলবার) সবকটি সূচক বেড়েছে।
দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ ও বাছাইকৃত ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকায় ১৫৭টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত আছে ৯০টি কোম্পানির শেয়ারদর।
সামগ্রিকভাবে ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট শেয়ার ও ইউনিটের লেনদেন ৯০ কোটি টাকা ছাড়িয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজার: সপ্তাহজুড়ে চলল সূচক, লেনদেন ও শেয়ারের মূল্যপতন
ঢাকার মতো চট্টগ্রামেও হয়েছে সূচকের উত্থান। বন্দরনগরীর পুঁজিবাজারে সার্বিক সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।
সেখানে লেনদেনে অংশ নেওয়া ৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত আছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় চট্টগ্রামের বাজারে ২ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
২০৬ দিন আগে
ধস কাটিয়ে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে বড় উত্থান
ভারত-পাকিস্তান উত্তেজনার আতঙ্কে বড় ধসের পর সপ্তাহের শেষ কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৯ পয়েন্ট, যা গতদিনের তুলনায় ২ শতাংশ বেশি। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ২৬ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ শেয়ার ডিএস-৩০ বেড়েছে ২৭ পয়েন্ট।
একদিনের লেনদেনে ডিএসইএসের উত্থান হয়েছে ২.৫০ শতাংশ এবং ডিএস-৩০ এর উত্থান ১.৫০ শতাংশ।
ঢাকার বাজারে লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭৭ কোম্পানির এবং দাম কমেছে ১০ কোম্পানির। ৭ কোম্পানির শেয়ারের দামে আসেনি কোনো পরিবর্তন।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’— তিন ক্যাটাগরিতেই শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী। এছাড়া লেনদেন হওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে সবকটির।
ডিএসই ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। মিডল্যান্ড ব্যাংক এবং লাভেলো সর্বোচ্চ ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
আরও পড়ুন: বড় পতনের পর উত্থান দিয়ে শুরু শেষ কার্যদিবসের লেনদেন
সারাদিনে ৩৬৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫১৬ কোটি টাকা। মূলত শেয়ার বিক্রির চাপ কমায় লেনদেন কমেছে বলে জানিয়েছে ব্রোকারেজ হাউজ সংশ্লিষ্টরা।
ঢাকার বাজারে ৯.৮৬ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এনআরবিসি ব্যাংকের শেয়ার এবং ৫.৯১ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড।
চট্টগ্রামেও বড় উত্থান
ঢাকার মতোই ভালো উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ১১৩ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯, কমেছে ৪৫ এবং অপরিবর্তিত আছে ১৫ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ২১ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
১০ শতাংশ দাম বেড়ে চট্টগ্রামের বাজারে শেষ কার্যদিবসের শীর্ষ শেয়ার দেশবন্ধু পলিমার, ক্রাউন সিমেন্ট এবং এনআরবিসি ব্যাংক। অন্যদিকে ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি।
২১০ দিন আগে
পতন দিয়ে লেনদেন শুরু ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে, সূচক হারিয়েছে দুই বাজারই। সপ্তাহের শুরুতে পতন দিয়ে শুরু হওয়া পুঁজিবাজার এখনো সেই একই ধারা অব্যাহত রেখেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ এপ্রিল) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট করে।
পুঁজিবাজারের প্রথমার্ধে লেনদেন হয়েছে ১৮০ কোটি টাকা। দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
আরও পড়ুন: পতনের ধারা যেন থামছেই না পুঁজিবাজারে
২০৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫৮ কোম্পানির শেয়ারের দাম।
একই দশা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), লেনদেনের শুরুতেই সার্বিক সূচক কমেছে ৭০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১৬৩ কোম্পানির মধ্যে ৪১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
দিনের প্রথমার্ধে সিএসইতে ২ কোটি ৭৫ লাখ টাকার ওপর লেনদেন হয়েছে।
২২৭ দিন আগে
আবারও সূচক কমলো ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও সূচকের পতন ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে। দুই পুঁজিবাজারে সবকটি সূচক কমলেও বেড়েছে সামগ্রিক লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসএস ১ পয়েন্ট এবং ডিএস-৩০ কমেছে আধা পয়েন্টের বেশি।
সূচক কমলেও গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসইতে মোট ৪৮২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ৪৫১ কোটি টাকা।
দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের। ৩৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০, বিপরীতে দাম কমেছে ১৮৬ কোম্পানির। সারাদিনের লেনদনে দাম অপরিবর্তিত ছিল ৫৯ কোম্পানির শেয়ারের।
ক্যাটাগরির হিসাবে এ এবং জেড ক্যাটাগরির বেশিরভাগ শেয়ারেরই দাম ছিল নিম্নমুখী। বি ক্যাটাগরিতে দাম বেড়েছে অধিকাংশ শেয়ারের। মধ্যম মানের শেয়ারের এই ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯, কমেছে ৩৩ এবং অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম।
মিউচুয়াল ফান্ডের মধ্যে তালিকাভুক্ত ৩৬ কোম্পানির ২৪টিরই দাম ছিল উর্ধ্বমুখী। দাম কমেছে ৪ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
ব্লক মার্কেটে লেনদেন হওয়া ২৬ কোম্পানির ২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। এরমধ্যে ব্যাংক এশিয়া সর্বোচ্চ ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করেছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে ৩ দশমিক ৩৯ শতাংশ দাম হারিয়ে তলানিতে তাল্লু স্পিনিং মিলস।
চট্টগ্রামেও পতন
ঢাকার মতো পতন হয়েছে চট্টগ্রামের সূচকেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১ পয়েন্টের বেশি।
তবে সূচক কমলেও লেনদেন বেড়েছে সিএসই'র বাজারে। সারাদিনে সিএসইতে মোট ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩ কোটি ৮৩ লাখ টাকা।
লেনদেনে অংশ নেয়া ১৯৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬, কমেছে ৭৯ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ৯ দশমিক ৯৭ শতাংশ দাম কমে তলানিতে বিচ হ্যাচারি লিমিটেড।
২৬০ দিন আগে
সূচকের উত্থানের ধারা বজায় আছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে
ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সারাদিনের লেনদেনে বেড়েছে সূচক। গত দুই দিনের উত্থানের ধারা বজায় রেখে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ২ এবং বাছাইকৃত ব্লু-চিপ কোম্পানি ডিএস-৩০ এর সূচক বেড়েছে ৪ পয়েন্ট।
ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়ে গেছে সাড়ে ৪০০ কোটি টাকা, যা এ সপ্তাহে সর্বোচ্চ। গতদিনের ৪১২ কোটি টাকার লেনদেন বেড়ে হয়েছে ৪৫২ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১, কমেছে ১৪০ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী। ‘জেড’ ক্যাটাগরিতে দরবৃদ্ধি এবং দরপতনের কোম্পানির সংখ্যা সমান সমান।
জেড ক্যাটাগরির মোট ৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছ ৩৯, কমেছে ৩৯ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরেই দাম ছিল অপরিবর্তিত। বিপরীতে দাম বেড়েছে ১৩ এবং কমেছে ৫ কোম্পানির।
আরও পড়ুন: সূচকের উত্থানের ধারা বজায় রেখে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ৩৭ লাখ শেয়ার ১৭ কোটি ৯৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ ৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে আছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। অন্যদিকে ৫ দশমিক ৭৮ শতাংশ দাম কমে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।
চট্টগ্রামেও উত্থান
ঢাকার মতো সূচক বেড়েছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮, কমেছে ৬৪ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।
সূচক এবং বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও গতদিনের তুলনায় লেনদেন কমেছে সিএসইতে। সারাদিনের লেনদেনের মোট ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১১ কোটি ৯২ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে হামি ইন্ডাস্ট্রিস পিএলসি এবং ৯ দশমিক ৬৩ শতাংশ দাম কমে তলানিতে দ্য পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি।
২৬৭ দিন আগে
পুঁজিবাজারে উত্থান, ফের লেনদেন ছাড়াল ৫০০ কোটি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের উত্থান হয়েছে। চট্টগ্রামের বাজারে লেনদেন বাড়ার পাশাপাশি ঢাকায় লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ ফেব্রুয়ারি) সারাদিনের লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
ডিএসইতে মোট ৫৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৮৭ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩, কমেছে ১৫৪ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরিরভিত্তিতে বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৭৫ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ৯৫ কোম্পানির।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। ৫ মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি এবং ১৩ ফান্ডের দরপতনের বিপরীতে দাম বাড়েনি কিংবা কমেনি এমন কোম্পানির সংখ্যা ১৯।
আরও পড়ুন: পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির ৪০ লাখ শেয়ার ১৫ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি লিমিটেড সর্বোচ্চ ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে একদিনে ৯ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে কাত্তালি টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে ৩ দশমিক ৮০ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
চট্টগ্রামেও উত্থান
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। লেনদেন হওয়া ২০৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯, কমেছে ৭১ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে সিএসইতে মোট ৩১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১০ কোটি টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৯ দশমিক ৮৯ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। অন্যদিকে ৭ দশমিক ৭৭ শতাংশ দাম কমে তলানিতে রানার অটোমোবাইলস পিএলসি।
২৮৩ দিন আগে
উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১১ পয়েন্ট।
সারাদিনের ক্রয়-বিক্রয়ে মোট ৪৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৬৫ কোটি টাকা।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৭, কমেছে ১২৪ এবং অপরিবর্তিত আছে ৫৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও, দাম কমেছে ‘জেড’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির।
জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫, কমেছে ৪৪ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে সিংহভাগের। ৩৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে এক এবং অপরিবর্তিত আছে ৩ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির ৩৯ লাখ শেয়ার ৮ কোটি ২৩ লাখ টাকায় বেচাকেনা হয়েছে। এরমধ্যে যমুনা ব্যাংক সর্বোচ্চ ৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার ১ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেছে।
ডিএসইতে রবিবার লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড। একদিনের লেনদেনে বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।
অন্যদিকে সাড়ে পাঁচ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে নেমে এসেছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।
চট্টগ্রামের পুঁজিবাজার
ঢাকার মতো সূচকের উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারে উত্থানের জোয়ারেও কমেনি মন্দ শেয়ারের দৌরাত্ম্য
সিএসইতে লেনদেন হওয়া ২১২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯, কমেছে ৭৮ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়লেও গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে সিএসইতে। সারাদিনে সিএসইতে মোট ১০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১৩ কোটি টাকা।
ঢাকার বাজারের মতো চট্টগ্রামেও ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড। অন্যদিকে ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে আইসিবি ইমপ্লোয়িস প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান।
২৮৪ দিন আগে
সূচকের পতন হলেও বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে
ঢাকা-চট্টগ্রামে সূচকের উত্থান দিয়ে দিন শুরু হলেও শেষটা ভালো হয়নি পুঁজিবাজারে। সারাদিনের লেনদেন শেষে সূচক কমেছে দুই বাজারেই। তবে সূচকের পতন হলেও রাজধানীর পুঁজিবাজারের লেনদেন ছাড়িয়ে গেছে এ বছর সব রেকর্ড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএসের সূচক নেমেছে দশমিকের নিচে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট।
সূচক কমেছে ক্ষুদ্র এবং মাঝারি কোম্পানির এসএমই শেয়ারেও। ডিএসএমইর সূচক কমেছে তিনি পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগেরই। ১৩৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দরপতন হয়েছে ২০৩ এবং অপরিবর্তিত আছে ৫৯ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির দাম ছিল নিম্নমুখী। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮, কমেছে ৬ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ৬৭ লাখ শেয়ার ৩৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি সর্বোচ্চ ৮ লাখ ৭০ হাজার শেয়ার ৯ কোটি টাকায় বিক্রি করেছে।
আরও পড়ুন: উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
শীর্ষ কোম্পানির তালিকায় ৯ দশমিক ৪০ শতাংশ দাম বেড়ে জায়গা করে নিয়েছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। অন্যদিকে ৫ শতাংশের ওপর দাম হারিয়ে তলানিতে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস।
সর্বোচ্চ লেনদেন
চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইর বাজারে। মঙ্গলবার ডিএসইর লেনদেন বেড়ে হয়েছে ৫৯৯ কোটি টাকা, যা গতদিন ছিল ৪৪৩ কোটি টাকা।
এর আগে ১১ ফেব্রুয়ারি ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছিল, যা ছিল এ বছরে সর্বোচ্চ। এ নিয়ে ফেব্রুয়ারি মাসে দুইবার লেনদেন ৫০০ কোটি ছাড়িয়ে গেল।
ব্রোকারেজ হাউজগুলো বলছে, সূচক কমতে থাকায় অনেকেই হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এজন্যই লেনদেন এতটা বেড়েছে।
লভ্যাংশ ঘোষণা
দুই কোম্পানি মঙ্গলবার শেয়ারবাজারে ২০২৪ সালের লভ্যাংশ ঘোষণা দিয়েছে। টেলিকম কোম্পানি রবি গত বছরের আয়ের ওপর প্রতি শেয়ারের ফেস ভ্যালুর ভিত্তিতে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে সামিট পাওয়ার বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশ ঘোষণা করায় নিয়মানুযায়ী কোম্পানি দুটির শেয়ারের দামের সার্কিট ব্রেকার তুলে দিয়ে প্রাইস লিমিট ওপেন করে দিয়েছে ডিএসই।
আরও পড়ুন: পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
চট্টগ্রামেও পতন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একদিনের লেনদেনে সার্বিক সূচক কমেছে ৩২ পয়েন্ট। লেনদেন হওয়া ২১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমলেও ঢাকার মতো লেনদেন বেড়েছে চট্টগ্রামেও। একদিনে সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২ কোটি ৯১ লাখ টাকা।
সর্বোচ্চ ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে স্কয়ার নিট কোম্পোজাইট পিএলসি এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে আইসিবি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড।
২৮৯ দিন আগে