দুই শিশুর মৃত্যু
পুকুরে ফুটবল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহতরা হলেন বেহাকৈর নয়াপাড়া এলাকার হাবিবুর (৮) ও একই এলাকার জুনায়েদ (৬)।
বুধবার (২৮ মে) বেলা দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেলাধুলার সময় তাদের ফুটবল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ফুটবল তুলতে গিয়ে তারা পুকুরে নেমে যায় এবং ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কাঁচপুর মর্ডান হাসপাতাল নিয়ে যান।
অবস্থার অবনতি দেখে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে এ ধরনের কোনো খবর দেওয়া হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
১৯১ দিন আগে
সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো— মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৭)।
স্থানীয়রা জানান, শনিবার বিকালের দিকে সামাদ ও আল আমিন বিকালে নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এক পর্যায় ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পরে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
২০১ দিন আগে
বাগেরহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় পুকুর ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বড় রাজাপুর সাভারের পাড় গ্রামের একটি পুকুর ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আরজি গ্রামের এনামুল হাওলাদারের ছেলে মাহিম (৮) এবং একই জেলার ইন্দুরকানি উপজেলার পশ্চিম বালিয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহান (৮)। সম্পর্কে তারা দুজন মামতো-ফুফাতো ভাই।
নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে সোহান তার মায়ের সাথে শরণখোলা উপজেলার বড় রাজাপুর সাভারের পাড় গ্রামে দাদা মিন্টু হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। আর মাহিম তার মায়ের সাথে একই গ্রামে নানা সৈয়দ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। পাশাপাশি এবং দুজন আত্মীয় হওয়ায় ওই দুই শিশু মিন্টু হাওলাদারের পুকুর পাড়ে দুপুরে খেলা করছিল। হঠাৎ তারা দুজন নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোঁজি করে ভাসমান অবস্থায় পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।
পড়ুন: পানিতে ডুবে শিশুসহ ৫ মৃত্যু, নিখোঁজ ৭
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমি আক্তার জানান, হাসপাতালে আসার আগেই দুই শিশু মারা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৫২৫ দিন আগে