নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহতরা হলেন বেহাকৈর নয়াপাড়া এলাকার হাবিবুর (৮) ও একই এলাকার জুনায়েদ (৬)।
বুধবার (২৮ মে) বেলা দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেলাধুলার সময় তাদের ফুটবল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ফুটবল তুলতে গিয়ে তারা পুকুরে নেমে যায় এবং ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কাঁচপুর মর্ডান হাসপাতাল নিয়ে যান।
অবস্থার অবনতি দেখে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে এ ধরনের কোনো খবর দেওয়া হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।