পুকুর
অবশেষে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠলো নিখোঁজ শিশুর লাশ
অবশেষে চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠলো নিখোঁজ আড়াই বছরের এক শিশুর লাশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু মো. আব্দুল আজিজ ওই বাড়ির মো. আব্দুল কুদ্দুসের ছোট ছেলে।
আরও পড়ুন: পূর্বধলায় রাস্তার পাশ থেকে শিশুর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, এদিন বিকালে বাড়ির ওঠানেই খেলাধূলা করছিল শিশু মো. আব্দুল আজিজ। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন নিহত শিশুর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, আমরা শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পিছনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুর শহরে দম্পতির লাশ উদ্ধার
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় ও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে বিল থেকে হ্যান্ডকাপ লাগানো যুবকের লাশ উদ্ধার
আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো-ওই গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল আলীমের মেয়ে আয়েশা ছিদ্দিকা (৪) এবং পিস্তা মিয়ার ছেলে আহসান হাবীব (৪)।
আরও পড়ুন: ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল আয়শা ও আহসান। এ সময় পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন।
তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভেসে ওঠতে দেখে পরিবারের লোকজন।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার নন্দগাঁও (নার্সারিপাড়া) গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুবেল হোসেন (২৯) ওই গ্রামের মৃত আলমের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, রুবেল বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল৷ তাকে অনেক খোঁজাখুজির পরেও কোথাও পাওয়া যায়নি৷
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তখন পুলিশে খবর দিলে তারা তাৎক্ষণিকভাবে এসে লাশ উদ্ধার করে।
এছাড়া রুবেল হোসেন একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে জানান এলাকাবাসী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। রুরেল মানসিক ভারসাম্যহীন রোগী হওয়ায় তার লাশ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিত্রাংয়ের প্রভাবে সাগরে ড্রেজারডুবি: ৮ শ্রমিকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মৌমিতা আক্তার ছোঁয়া মনি (১৩) ওই গ্রামের সৌদি প্রবাসী ছক্কু মিয়ার মেয়ে এবং স্থানীয় এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় ছোঁয়া মনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পরও খুঁজে পায়না। এক পর্যায়ে তারা ছোঁয়াকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
খুলনায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
খুলনার কয়রা উপজেলায় পুকুরে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার মহেশবরীপুর ইউনিয়নের খোদোলকাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিয়া মাঝি(১৬) একই গ্রামের নীতিশ মাঝির মেয়ে। সে এ বছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনি রায় বলেন,‘ প্রিয়াপুকুরে ডুবে যায়। স্নান করার সময় সে সম্ভবত মৃগী রোগে আক্রান্ত হয়েছিল। ’
তিনি আরও বলেন,‘পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।’
আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
কন্যা দিবসে ঘুমন্ত শিশুকন্যাকে পুকুরে ডুবিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে ১৪ মাস বয়সী ঘুমন্ত শিশুকে পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে হত্যা করেছে বাবা। সোমবার উপজেলার কুসুম্বী ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হুমায়রা খাতুন। বাবা জাকির হোসেন (৪৫) ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে জাকিরের সঙ্গে পাশ্ব^বর্তী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নামা সিংড়াপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়।
বিয়ের এক বছরের মাথায় প্রথম মেয়ে সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় মোছা. জান্নাতি খাতুন। বর্তমানে বয়স ৬ বছর।
আরও পড়ুন: কক্সবাজারে সুপারি গাছে বেঁধে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
এরপর বাবা জাকিরের প্রত্যাশা ছিল ছেলে সন্তানের। কিন্তু দ্বিতীয় সন্তানও মেয়ে হয়। এতে ক্ষুব্ধ হয় সে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।
এরই জের ধরে সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোনো এক সময় ঘুমন্ত শিশুকন্যা হুমায়রাকে পুকুরে ফেলে দেয় বাবা।
নিহত শিশুটির মা রাবেয়া খাতুন বলেন, মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখি আমার মেয়ে খাটের ওপর নেই। পরে পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানাই। সেই সঙ্গে আমার বোন ও তার স্বামীকে খবর দেই। এরপর সবাই এসে খোঁজাখুঁজি শুরু করেন। সন্তানকে না পেয়ে একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলি। একপর্যায়ে আমার স্বামীকে চাপ দেয় সবাই। পরে মেয়েকে পুকুরে ফেলে দেয়ার কথা স্বীকার করেন তিনি।
জাকিরের ভায়রা সাইফুল ইসলাম বলেন, জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী ভোররাতে ওই পুকুরে নেমে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এরপর জাকিরকে আটক করে থানায় খবর দেয়া হয় ।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া ঘুমন্ত শিশুটিকে পুকুরে ফেলে হত্যার কথা স্বীকার করায় ঘাতক বাবা জাকিরকে আটক করা হয়েছে বলেও ওসি জানান।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: খুলনায় শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় চাচাসহ ২ জনের যাবজ্জীবন
খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান (২) মুসলিম পাড়া এলাকার কামাল হোসেনের ছেলে এবং নুসরাত জাহান (দেড় বছর) একই এলাকার নুর আলমের মেয়ে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো.আবদুল আলিম জানান, ‘সকালে পুকুরপাড়ে খেলার সময় এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের খোঁজ শুরু হলে পুকুর থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা.প্রমেশ চাকমা জানান,‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: পুকুরে ডুবে কিশোরগঞ্জে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
হিলিতে পুকুরের ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হিলির বোয়ালদাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু রাহি মনি (৮) ওই গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
আরও পড়ুন: পুকুরে ডুবে কিশোরগঞ্জে ২ শিশুর মৃত্যু
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদরুল ইসলাম জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় রাহি পানিতে ডুবে যায়। পুকুরে তল্লাশি করে তাকে উদ্ধার করা হয়। এরপর হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
চিকিৎসক ডা.আসমা বেগম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে পানিতে ডুবে মৃত্যু বাড়ছে, এবারের বন্যায় প্রাণ গেছে ১৫ শিশুর
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
বগুড়ার কাহালুতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাউরাস গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সেলিম হোসেন (২৮) ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। তার দেড় বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে সেলিমকে ওই পুকুর পাড়ে সবজির বাগানে কাজ করতে দেখেছে স্থানীয় লোকজন। কৈতারা পুকুরটি সরকারি খাস। পুকুরটি সমিতির নামে লিজ নেয়া হলেও সেটি ওই গ্রামের জনৈক হাসান মাস্টার সাব-লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। ওই পুকুরে বিদ্যুৎ সংযোগ নেয়া আছে।
আরও পড়ুন: থানার পাশে থেকে যুবকের লাশ উদ্ধার!
সম্ভবত বিদ্যুতায়িত হয়ে সেলিমের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, গ্রামবাসী রাতে পুকুরে সেলিমের ভাসমান লাশ দেখতে পেয়ে কাহালু থানা পুলিশকে সংবাদ দিলে রাতেই থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।
আরও পড়ুন: নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
ফরিদপুরে পৃথক স্থান থেকে ২জনের লাশ উদ্ধার