বুদ্ধি প্রতিবন্ধী
বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
বরগুনার তালতলীতে ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি জমিজমা-সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত ষড়যন্ত্রের ঘটনা।
শুক্রবার (২৪ মে) উপজেলার করমজাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে লেখা বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিশুটি গ্রামের কয়েকজন সহপাঠীর সঙ্গে জাম পাড়তে যায়। এ সময় গ্রেপ্তার সিদ্দিকুর রহমান তাকে জাম দেওয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানেই ওই ঘটনা ঘটান তিনি।
পরে সেদিন রাতে শিশুটি কান্নাকাটি করলে তার মা তাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনা জানতে পারেন। পরদিন সকালে প্রতিবেশীদের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটির পরিবার তালতলী থানায় অভিযোগ করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
তবে সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। অভিযোগকারী পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই আমাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। সঠিক তদন্ত হলে সব প্রমাণ হবে।’
তিনি আরও বলেন, ‘এই বয়সে আমি এমন ঘৃণ্য কাজ কল্পনাও করতে পারি না। আমি চাই, নিরপেক্ষ তদন্ত হোক এবং যেকোনো নির্ভরযোগ্য জায়গা থেকে (ভুক্তভোগীর) মেডিকেল পরীক্ষা করানো হোক। রিপোর্টেই প্রমাণ হবে যে অভিযোগ মিথ্যা। আর যদি সত্যিই আমাকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: নড়াইলে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান বলেন, ‘দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে, যা এলাকাবাসীর জানা। তবে যেহেতু ঘটনাটি সংবেদনশীল ও শিশু জড়িত, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’
ঘটনাটির পর করমজাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ধর্ষণের অভিযোগের তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে করা ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছেন।
সামাজিকভাবে ঘটনাটি নিয়ে বিভক্ত মত থাকলেও অধিকাংশই একমত যে সঠিক তদন্তই একমাত্র পথ, যা সত্য ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
১৯৫ দিন আগে
আশুলিয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
সাভারের আশুলিয়ায় কোনাপাড়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। মঙ্গলবার ভোরে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরু মন্ডল (৭০) কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশি আনোয়ার হোসেন জানান, গতকাল সোমবার রাতে নুরু মন্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশিরা আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে বুদ্ধি প্রতিবন্ধী ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, প্রাথমিকভাবে অনেকটা নিশ্চিত হওয়া গেছে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতেই খুন হয়েছেন বাবা। খুনিকে আটক করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পাবনায় ভাইয়ের হাতে বোন খুন!
১৫০৮ দিন আগে