রুহুল কুদ্দুস তালুকদার দুলু
কর ফাঁকির মামলায় বিএনপির নেতা দুলু খালাস
কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ সংসদে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন থেকে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলম খালাস দেন।
রায় ঘোষণার সময় দুলু আদালতে হাজির ছিলেন বলে জানান তার আইনজীবী মো. উদ্দিন। তিনি বলেন, এ মামলায় এনবিআরের ৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক দুলুকে মামলা থেকে খালাস দেন।
২০০৮ সালের ৩ অগাস্ট দুলুর বিরুদ্ধে এ মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ।
মামলায় বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছে, এছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন দুলু।
মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতে যান। দীর্ঘ দিন মামলাটি উচ্চ আদালত স্থগিত ছিল। পরবর্তী সময়ে উচ্চ আদালত দুলুর বিপক্ষে সিদ্ধান্ত দেন। ২০২৩ সালের ৯ এপ্রিল আদালত দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালীন আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।
৯ দিন আগে
আগামী নির্বাচন নিয়ে সংকটের সমাধান দিয়েছেন তারেক রহমান: দুলু
আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, তা সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পথ দিখিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘জাতির প্রতিটি সংকটকালে জিয়া পরিবার ঝুঁকি নিয়ে বারবার এদেশের হাল ধরেছে।’
শনিবার (২১ জুন) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক মাধ্যমিক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান এ দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সফল হয়েছে এই পরিবারের নেতৃত্বেই।’
দুলু আরও বলেন, ‘গত ১৫ বছরে স্বৈরাচারী সরকার শিক্ষকদের ব্যবহার করে বারবার নির্বাচনে কারচুপি করেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর কোনো সরকার জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সে লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন।’
তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সেখানেও তারেক রহমান সমাধানের পথ দেখিয়েছেন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং জেলা বিএনপির নেতারা।
আরও পড়ুন: হাসিনা মার্কা কোনো নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে: রফিকুল ইসলাম খান
২১৩ দিন আগে
বিএনপি নেতা রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী ও দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর সেশন জজ কেএম ইমরুল কায়েস তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করেন। এছাড়া এ মামলার অভিযোগপত্রও গ্রহণ করেছেন আদালত।
২০১৮ সালে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তাদের দোসররা: ওবায়দুল কাদের
বিএনপি-জামায়াত ও তাদের দোসররা কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্যমন্ত্রী
১৫৪৮ দিন আগে