আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, তা সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পথ দিখিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘জাতির প্রতিটি সংকটকালে জিয়া পরিবার ঝুঁকি নিয়ে বারবার এদেশের হাল ধরেছে।’
শনিবার (২১ জুন) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক মাধ্যমিক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান এ দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সফল হয়েছে এই পরিবারের নেতৃত্বেই।’
দুলু আরও বলেন, ‘গত ১৫ বছরে স্বৈরাচারী সরকার শিক্ষকদের ব্যবহার করে বারবার নির্বাচনে কারচুপি করেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর কোনো সরকার জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সে লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন।’
তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সেখানেও তারেক রহমান সমাধানের পথ দেখিয়েছেন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং জেলা বিএনপির নেতারা।
আরও পড়ুন: হাসিনা মার্কা কোনো নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে: রফিকুল ইসলাম খান