গুলিস্তান
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন।
তিনি আরও বলেন, শুরুতে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে।
তিনি আরও জানান, পুলিশের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ নাগরিক সেজে মিছিলটি হঠাৎ করে শুরু হওয়ায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: কুমিল্লা-৯ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বিএনপির মশাল মিছিল
মিজানুর রহমান আরও জানান, আটক ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত—এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১০২ দিন আগে
গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী খায়রুল ইসলাম।
রবিবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামের মোশারফের মেয়ে।
আরও পড়ুন: কামরাঙ্গীর চরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
আয়েশার এক আত্মীয় জহিরুল ইসলাম বলেন, কর্মস্থলে যোগ দিতে রবিবার ভোরে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছালে অপর একটি গাড়ি আজমেরি পরিবহনের বাসটিতে ধাক্কা দেয়।
সে সময়ে বাসে থাকা আয়েশা ও তার স্বামী খায়রুলসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ১৮ মাসের ইয়াসিন বাবার পর মাকে হারালো, মৃত্যু বেড়ে ১৫
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ত্রাণের টিন আনতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
৫৯২ দিন আগে
রাজধানীর গুলিস্তানে আজ সকাল থেকে ২টি বাসে আগুন
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার গুলিস্তান এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। গুলিস্তান পুলিশ বক্সের সামনে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আজ দুপুর ১২টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তান এলাকায় বাহন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: অবরোধ: রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
৭২৪ দিন আগে
দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকার গুলিস্তানে বাসে আগুন
১৫ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতালের আগেই শনিবার (১৮ নভেম্বর) ঢাকার গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জাশিম জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে ‘কমল পরিবহন’ বাসে হামলার খবর পাওয়া গেছে।
তিনি বলেন, কলে সাড়া দিয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে।
বৃহস্পতিবার দেশব্যাপী অবরোধের পঞ্চম স্পেল শেষ হওয়ার পর বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো ভোটের তফসিল প্রত্যাখ্যান করে রবিবার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।
রবিবার সকাল ৬টায় শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে হরতাল।
আরও পড়ুন: রবিবার থেকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু
তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির
৭৪৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী ও গুলিস্তানে আরও দুটি বাসে আগুন
বিএনপি ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় আরও দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণেরর একটি বাসে আগুন দেওয়া হয়।
তিনি জানান, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন
এদিকে রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ীর একটি ফলের বাজারের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাজধানীর নটরডেম কলেজ ও গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন:৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই ঢাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন
৭৫৪ দিন আগে
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ২টা ৫ মিনিটে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে মোট ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: অবরোধ: চট্টগ্রামে চলছে পিকেটিং, দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৭৫৯ দিন আগে
গুলিস্তানে বিস্ফোরণ: বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পুরস্কার পেল র্যাবের কুকুর
রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানিয়েছেন, বাংলাদেশে প্রথমবারের মতো র্যাবের ডগ স্কোয়াডের সদস্য ‘চিতা’ তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য র্যাব মহাপরিচালক পুরস্কার পেয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
তিনি বলেন, এর আগে গত ৭ মার্চ ভয়াবহ বিস্ফোরণের পর র্যাবের ডগ স্কোয়াডের তিনটি দল এলিট ফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।
ইমরান খান আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে তিনটি লাশ উদ্ধারে কুকুরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এর আগে, ৭ মার্চ রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে আহত ২০
পরিবেশের ভারসাম্য রক্ষায় সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসনের উদ্যোগ, প্রাণিবান্ধব সংগঠনের বাধা
৯৯০ দিন আগে
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ভবন মালিকদের ৩ জন গ্রেপ্তার
সিদ্দিক বাজারের ৫ তলা ভবনের মালিকসহ তিন জনকে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ভবনে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- ভবনের মালিক ওয়াহিদুর রহমান(৪৬), ওয়াহিদুরের ভাই মতিউর রহমান(৩৬) ও মোতালেব মিন্টু (৩৬)।
মঙ্গলবার দুই ভাইকে রাজধানীর ফুলবড়িয়া এলাকা থেকে আটক করা হয় এবং একই রাতে মোতালেবকে জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) ড. কে. মহিউদ্দিন বলেন, ভবন মালিকের অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-উর-রশিদ বলেন, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুইন্স স্যানিটারি মার্কেটের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে। রাজউকের নিয়মানুযায়ী বেজমেন্টটি যথেষ্ট প্রশস্ত হলে তাৎক্ষণিকভাবে যেকোনো সমস্যা সমাধান করা সহজ হতো।’
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
ডিএমপি কর্মকর্তা আরও বলেন, ভবন মালিকরা একসময় বেজমেন্টটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করে। তারপর রান্নাঘরের গ্যাস লাইন ঠিকমতো না সরিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত নির্মাণ সামগ্রীর বাজার তৈরি করে শ্রমিক ও গ্রাহকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে।
এর আগে রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।
বিস্ফোরণের তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২১
১০০১ দিন আগে
সিদ্দিক বাজারে চা খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই খালাতো ভাই
গুলিস্তানের সিদ্দিক বাজারের ভয়াবহ বিস্ফোরণে মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুই যুবকও মারা যায়। নিহত দুইজন সমবয়সী এবং উভয় সম্পর্কে খালাতো ভাই।
এরা হলেন- মতলব উত্তরের পশ্চিম লালপুর গ্রামের মো. বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে মো. আল-আমিন (২৩) এবং ছেংগারচর গ্রামের মোশারফ হোসেন মিয়াজির ছেলে মনসুর হোসেন (২৪)।
আরও পড়ুন : গুলিস্তান বিস্ফোরণ: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে
আলাপকালে মনসুরের ছোট ভাই কাওছার জানান, ফুলবাড়িয়া সুপার মাকের্টে তাদের বেডিং এর দোকান রয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকালে সোয়া ৪টার দিকে খালাতো ভাই আল-আমিন আমাদের সঙ্গে দেখা করতে আসে।
ছোট ভাই কাওছারকে দোকানে রেখে ২০ মিনিটের জন্য বাইরে যান আল-আমিন ও মনসুর। এ সময় তারা বললেন, ‘সিদ্দিক বাজারের দিকে যাই, দু’জনে চা খেয়ে আসি।’ এই কথা বলে তাদের আর আসা হলো না। ২০ মিনিট আর শেষ হয়নি তাদের- এই কথা বলে অঝোরে কাঁদতে থাকেন কাওছার।
পরে এ বিস্ফোরণের খবর শুনে ফোনে তাদের পাচ্ছিলেন না কাওছার। হতাশ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে যান। সেখানে সারি সারি রাখা অগ্নিদগ্ধ ১৬টি মৃতদেহ দেখতে পান।
এই ১৬ জনের মধ্যে আপন ভাই মানসুর ও খালাতো ভাই আল-আমিন দুইজনকে খুঁজে পান তিনি।
আল-আমিন একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন ইউএনবিকে জানান, আজ (বুধবার) সকালে দু’জনের লাশ বাড়িতে আনা হয়। পরে দাফন করা হয়। বাড়িতে চলছে শোকের মাতম। কিছুতেই থামানো যাচ্ছে না দুই বাড়ির স্বজনদের আহাজারি।
তিনি আরও বলেন, আজ দুজনের বাড়িতে গেলে মানসুরের ছোট ভাই কাওছার এ সব তথ্য জানান। কাওছারসহ নিহত দুজনের স্বজনরা এ বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত করার দাবি জানান।
আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে
১০০২ দিন আগে
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আরও ২টি লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৯
ঢাকার সিদ্দিক বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের একদিন পর বুধবার ধ্বংসস্তূপ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।
নিহতরা হলেন- স্যানিটারি দোকানের মালিক মমিন উদ্দিন সুমন (৪৪) এবং তার কর্মচারী রবিন হোসেন শান্ত (২০)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান সাংবাদিকদের জানান, তারা ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্ট থেকে দুটি লাশ উদ্ধার করেছেন।
তিনি বলেন, ‘একটি ডগ স্কোয়াড লাশের অস্তিত্ব শনাক্ত করার পর বিকালে ভবনের ভেতরে উদ্ধার অভিযান শুরু হয়। ভারী সরঞ্জাম দিয়ে অভিযান চালানো হয়েছিল।’
আহতদের মধ্যে ১১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণের কারণ নমুনা পরীক্ষা করে জানা যাবে: র্যাবের পরিচালক
সিকদার আরও বলেন, ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, অন্য তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং পাশের একটি ৭ তলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন বলেন, ‘পাঁচতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং এতে চাপ সৃষ্টি হলে পুরো ভবনটি ধসে পড়তে পারে। তাই স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বেসমেন্টে উদ্ধার অভিযান শুরু করা উচিত।’
বিস্ফোরণের তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: সিদ্দিক বাজারে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকে হয়নি: তিতাস গ্যাস
গুলিস্তানে বিস্ফোরণের কারণ নমুনা পরীক্ষা করে জানা যাবে: র্যাবের পরিচালক
১০০২ দিন আগে