নার্সিং কলেজ
গাজীপুরে নার্সিং কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নার্সিং কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মের সঙ্গে জড়িতের অভিযোগে ইন্সট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে মানববন্ধন করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাসিম বিল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি জমা দেয়।
কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ফারিহা আলম, মোসাম্মৎ শারমিন আক্তার,মেহেদী হাসান চয়ন, হৃদয় খান, লুৎফুন নাহার লিজা, তুহিন মোর্শেদ, রাফিউল আলম সরকার প্রমুখ বক্তব্য দেন।
১০৫ দিন আগে
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের দাবিতে শাহবাগ অবরোধ
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের স্বীকৃতির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) বিকাল ৪টার পর শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘর-সংলগ্ন এলাকায় শতাধিক শিক্ষার্থীকে স্লোগান দিতে দেখা যায়। দুপুর থেকেই সেখানে জড়ো হয়েছেন বলে জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের শিক্ষার্থী আফরোজা বলেন, ‘এইচএসসি পাস করে তিন বছর ডিপ্লোমা করেছি, এরপর তিন মাস ইন্টার্নশিপ করেছি। তারপরও আমাদের এই শিক্ষাকে এইচএসসি সমমান করে রাখা হয়েছে। আমরা ডিগ্রির সমমান চাই। এটিকে ডিগ্রি সমমানের সার্টিফিকেট যেন করা হয়।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
আরেক শিক্ষার্থী আশিক মাহমুদ বলেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে এই দাবি নিয়ে আন্দোলন করছি, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
শিক্ষার্থীরা জানান, তীব্র গরমের মধ্যে দুপুর থেকে টানা স্লোগান দেওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে রাস্তায় শুয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।
এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২০৪ দিন আগে
সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় বিষপানে নার্সিং কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নর্থ ইস্ট নার্সিং কলেজের ডিপ্লেমা বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের বানিয়াচংয়ের মৃত কালীবাসী বৈষ্ণবের মেয়ে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বদিকোনাস্থ একটি হোস্টেলে ভাড়া থাকতেন সমাপ্তি রাণী। রাত সাড়ে ১০টার দিকে সমাপ্তি রাসায়নিক দ্রব্য (বিষ) পান করে। তাকে মুমূর্ষ অবস্থায় অন্যান্যরা উদ্ধার করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি ঘটলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শাফি মাহমুদ রাসেল বলেন, তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
পিরোজপুরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
৯৮০ দিন আগে
লালমনিহাটে নার্সিং কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাটে নার্সিং হল থেকে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার লালমনিরহাট নার্সিং কলেজ ক্যাম্পাসের ৮০০ বর্গফুট নামক আবাসিক ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন সরকার আবির (২০) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর (আষারিয়া চালা) গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় ভালোবাসা দিবসে কিশোরীর ‘আত্মহত্যা’
আল আমিন সরকার আবিরের রুম মেট রনি আহমেদ বলেন, দুপুরের খবারের সময় হলে আমরা আমাদের হলের সব শিক্ষার্থী খেতে যাই। খাবার শেষে ফিরে তার কক্ষ ভিতর থেকে আটকানো দেখি। পরে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি অধ্যক্ষ ছাহেবা বোগমকে অবগত করি।
পরবর্তীতে অধ্যক্ষ আরও কয়েকজন শিক্ষক ও ওই হলের শিক্ষার্থীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রুমের সিলিং ফ্যানের সঙ্গে আল আমিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা!
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’
১৩৮৮ দিন আগে