মহেশপুর উপজেলা
ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে 'গরু চোর' সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
নিহত যুবক লিটন হোসেন (৩৮) ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই খেত তছরূপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে দুজনের বাগবিতণ্ডা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সঙ্গে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গিয়ে বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনার পর থেকে পলাতক মালেক ও তার পরিবারের লোকজন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
গাইবান্ধায় শিশু হত্যার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ
৮০০ দিন আগে
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়ায় বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২২০১ দিন আগে