বাম জোট
বাম জোটের অর্ধদিবস হরতাল চলছে
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানি ও সারের পাশাপাশি পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ হরতাল শুরু হয়, শেষ হবে দুপুর ১২টায়।
হাসপাতাল, হোটেল, ফার্মেসি এবং জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।
বুধবার রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এলডিএর সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রাজপথে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান।
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হরতালের পর সরকার তাদের দাবি না মানলে এলডিএ আগামীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে ১৬ আগস্ট এলডিএ ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেয়।
গত ৫ আগস্ট সরকার ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪২.৫ শতাংশ, ৫১.৭ শতাংশ এবং ৫১ শতাংশ বাড়িয়েছে।
বর্তমানে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে।
১৭ আগস্ট দেশের প্রধান বিরোধী দল বিএনপি এলডিএ-র হরতালে সমর্থন জানায়। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
পড়ুন: বাম জোটের হরতালে বিএনপির সমর্থন
বাম জোটের হরতাল: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল পালনকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে দলটির ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার জেলার চাষাড়া গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ইউটিলিটি সার্ভিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়। সোমবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী ডাকা তাদের এ হরতাল শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে মিছিল বের করে এলডিএর নেতা-কর্মীরা।
আরও পড়ুন: বাম জোটের হরতাল: খুলনায় মিছিলের প্রস্তুতিকালে আটক ৬
মিছিলটি চাষাঢ়া গোলচত্বরের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, বিক্ষোভকারীরা অপরিশোধিত বোমা বিস্ফোরণ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়।
আরও পড়ুন: বাম জোটের হরতালে নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
বাম জোটের হরতাল: খুলনায় মিছিলের প্রস্তুতিকালে আটক ৬
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় হরতালের সমর্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে ছয় জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
তবে বাম জোটের ডাকা অর্ধদিবসের হরতাল খুলনায় তেমন কোন প্রভাব পড়েনি। সকাল ৯টার দিকে নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে। এমনকি অফিস আদালতও স্বাভাবিক নিয়মেই চলছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, রাস্তায় যান চলাচল বিঘ্নসৃষ্টি করে মিছিল করার প্রস্তুতিকালে কয়েকজনকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে ১৩ মোবাইল চোর আটক
প্রসঙ্গত, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। সিপিবি বলেছে এ হরতাল কোন দলের নয় এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষে হরতাল।