অর্থনৈতিক সম্পর্ক
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানে আমন্ত্রণ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠক অুনষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকের শুরুতে পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন অধ্যাপক ইউনূস।
আরও পড়ুন: বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টা-মেলোনি বৈঠক
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, এই বন্যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বিষয়।
এর আগে, এ বছরের আগস্টে বাংলাদেশ ও পাকিস্তান তাদের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সে সময় পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছিল বাংলাদেশ।
৭১ দিন আগে
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা-রিয়াদ
ব্যবসা, বিনিয়োগ এবং চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ যোগাযোগের ক্ষেত্রে উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও সৌদি আরব।
সোমবার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করেন এবং দু’দেশের সম্পর্ক আরও প্রসারিত করার উপায় নিয়ে আলোচনা করেন।
পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের জন্য প্রি-ইমিগ্রেশন সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত ও সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আগ্রহের বিষয়ে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ব্রিফ করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে চমৎকার সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন দ. এশীয় নেতারা
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।
সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও তারা আলোচনা করেন।
১২৫৬ দিন আগে