ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
গাজীপুরে দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক। সে শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ওমর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় গুরুতর আহত হয় ওমর। তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
আজ (রবিবার) স্কুলে পৌঁছে ওমরের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
শিক্ষার্থীরা জানায়, বেপরোয়া গতির গাড়ির চাপায় প্রায়ই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। এজন্য তারা বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে।
এদিকে, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৯৪ দিন আগে
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাঁপাড়া সিজন ড্রেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি শুরু করে।
শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
আরও পড়ুন: শনিবার আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানা খুলেছে
শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সোয়া ১০টা) অবরোধ চলছিল।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: পোশাক খাতে অস্থিরতায় আ. লীগ নেতা ও তার লোকজনের হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জামায়াতের
৪৪৪ দিন আগে
গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার দক্ষিণ পাশ থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা।
তারা জানান, সিআইডির ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। এছাড়া হাতির দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে।
আরও পড়ুন: হাতি তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
তবে এটি চলতি তাপপ্রবাহে গরমের কারণে নাকি অন্য কোনো কারণে মারা গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোষা ওই হাতিটি অন্য কোনো জায়গা থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পুলিশের ফরেনসিক দল তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, কেউ এটিকে এখানে ফেলে রেখে গেছে। এর ময়নাতদন্ত করা হচ্ছে। তবে কী কারণে মারা গেল তা ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।
আরও পড়ুন: মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
অগ্রণী ব্যাংক থেকে রেমিট্যান্সের টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য আটক
৫৯০ দিন আগে
ঘরমুখো মানুষের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ধীরগতি
ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন।
বৃহস্পতিবার মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা মোড় পর্যন্ত সবচেয়ে বেশি যানজট দেখা গিয়েছে।
গাজীপুর জেলার মহাসড়কে ভোগড়া বাইপাস পয়েন্ট, বোর্ড বাজার, টঙ্গী বাজার ও স্টেশন রোডে যানজট দেখেছেন ইউএনবি প্রতিনিধি।
আরও পড়ুন: ঈদ: লঞ্চে মোটরসাইকেল ১০ দিনের জন্য নিষিদ্ধ
আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর পর্যন্ত যানজট একই ছিল।
মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর চৌরাস্তায় পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগছে বলেও দাবি করেছেন যাত্রী ও গাড়িচালকরা। কোথাও কোথাও গণপরিবহন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মানুষকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে। ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
১২৪৬ দিন আগে