সহপাঠী
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে সহপাঠীদের মারধরে আহত হওয়ার আট দিন পর ইমন হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ইমন।
ইমন হোসেন (১৬) ওই গ্রামের এমদাদুল মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা চলাকালে সহপাঠীদের কয়েকজন ইমনের খাতা দেখতে চায়। তবে এতে রাজি হয়নি সে। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল বিকালে তাকে সহপাঠীরা পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল (শুক্রবার) তার মাথায় প্রচণ্ড ব্যাথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আরও পড়ুন: গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, ‘পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি পাশ্ববর্তী থানা সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘটেছে। এজন্য বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।’
২২২ দিন আগে
সহপাঠীর মৃত্যুতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ
নিরাপদ সড়ক এবং গতকাল তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন:কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ইউএনবির ফটোগ্রাফার জানিয়েছেন, ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনে রাস্তায় নেমে আসে।
তারা স্লোগান দিতে থাকে: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’
একপর্যায়ে বিজয় সরণি থেকে বিক্ষোভ মিছিল বের করে ফার্মগেট এলাকায় এসে থামে।
রবিবার তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকারি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় সরকারি বিজ্ঞান বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন (১৬) নিহত হয়।
আরও পড়ুন:সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
১১৮০ দিন আগে
ঢামেক ইন্টার্নের ওপর হামলা: সহপাঠীদের মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
বুধবার সকাল ১১টার দিকে করা এই মানববন্ধনে ওই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।
ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা.মহিউদ্দিন জিলানী বলেন, ‘এই ঘটনা নতুন নয়, কারণ আমরা প্রায়ই এই ধরনের হামলার সম্মুখীন হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি দোষীদের চিহ্নিত করে শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) মধ্যে হামলাকারীদের চিহ্নিত করার জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি। অন্যথায় আমরা ধর্মঘটে যাব।’
সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ডা. সাজ্জাদ হোসেনকে মারধর করে।
ডা. সাজ্জাদ হোসেনতার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘৮ আগস্ট রাত ৯টার দিকে আমি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসেছিলাম। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট পরা) কয়েকজন শিক্ষার্থী এসে আমাকে আমার পরিচয় ও প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে তাদের জানালে তারা আমার আইডি কার্ড পরীক্ষা করতে চায়। ওই মুহূর্তে আমি আমার পরিচয়পত্র দেখাতে না পারায় তারা আমাকে মারধর শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: ইন্টার্নদের ওপর হামলা: ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত, প্রধান আসামি গ্রেপ্তার
ইন্টার্নদের ওপর হামলা: ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত
১২১৩ দিন আগে