নানাকে হত্যা
নাতনিকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির পড়ুয়া একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার জেরে তার নানা আলী আজগরকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামে এক যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার আলী আজগর (৬০) রায়দক্ষিণ এলাকার মৃত. আব্দুর রশিদ খানের ছেলে। অভিযুক্ত আল আমিন (৩৮) একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে ওই শিশুকে উত্ত্যক্ত করত। সোমবার (২৮ এপ্রিল) স্কুল থেকে ফেরার পথে তাকে ধর্ষণচেষ্টা করেন। এরপর ওই শিশু পালিয়ে বাড়ি ফিরে পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
মৃত আলী আজগরের ভাতিজা আবুল কালাম বলেন, ‘পুলিশ তদন্ত করতে এসেছিল। কিন্ত এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আলী আজগরকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে আল আমিন। এ সময় আল আমিনের সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী ছিল। খবর পেয়ে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম এগিয়ে গেলে তাদেরও মারধর করে আল আমিন ও তার সহযোগীরা।’ তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কজেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক জানান, শিশুটির মা উত্ত্যক্ত করার কথা উল্লেখ করে অভিযোগ দেওয়ার পর মঙ্গলবার দুপুরে মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘মামলা রুজুর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্ত পুলিশে আসামীকে পায়নি। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।’
২১৯ দিন আগে
নেশার টাকা না পেয়ে শিল দিয়ে মাথা থেতলিয়ে নানাকে হত্যা!
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে শিল দিয়ে মাথা থেতলিয়ে নানাকে হত্যা অভিযোগে নাতিকে আটক করা হয়েছে। শুক্রবার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নানা আব্দুল হক মাতবর (৮০) ওই গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত নাতি আবু সালেক হানিক (২৬) একই এলাকার জামাল শিকদার এবং নিহত আব্দুল হকের মেয়ে হুসনে আরা'র ছেলে।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, আটক ২
জানা যায়, আবু সালেক নেশাগ্রস্ত। সালেক প্রায়ই তার নানার কাছ থেকে টাকা নিতো নেশা করার জন্য।
কিন্তু শুক্রবার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে শীল দিয়ে পিছন থেকে মাথায় আঘাত করে।
এসময় চিৎকার শুনে ছেলে এগিয়ে এলে মামাকেও পিটিয়ে আহত করে সালেক। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাজীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন তিনি।
সকালে আঘাত করা শিল খুঁজতে গিয়ে মেঝেতে রক্ত দেখে তিনি তার বাবার লাশের সন্ধান পান।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পাঁচ হাজার টাকা চেয়ে না পেয়ে মশলা বাটার শিল দিয়ে মাথা থেতলিয়ে নানা আব্দুল হক মাতবরকে হত্যা করে কার্টুন দিয়ে লাশ ডেকে রাখে আবু সালেক হানিক।
এই ঘটনায় নাতি সালেক আহমেদকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
ইউরোপে মানব পাচার: কুমিল্লায় মূলহোতাসহ আটক ৩
১১৬৭ দিন আগে