কোন্দল
অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল রয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উদযাপনে অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল রয়ে গেছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, পূজার ক্ষেত্রে যত ধরনের প্রস্তুতি আছে আমাদের নিতে হবে। পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কে কোন ধর্মের আমরা সেটা দেখবো না, আমাদের সবার দায়িত্ব তারা যেন পূজাটা ভালোভাবে করতে পারে। এজন্য সবার সাহায্য-সহযোগিতা দরকার।
তিনি বলেন, পূজার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমাদের যা যা করার আমরা সবই করব। পূজাটা যেন নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি মেনে করতে পারে সেজন্য আমরা সব ব্যবস্থা করে দেব। এটার পবিত্রতা যেন রক্ষা হয় আমরা সব ব্যবস্থা করবো।
আরও পড়ুন: দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে অ্যাপ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক জায়গায় একটু সমস্যা আছে। কমিটির নিজেদের মধ্যে একটা কোন্দল রয়ে গেছে। আমরা অনুরোধ করব, তাদের নিজেদের কোন্দলটা মিটিয়ে পূজাটা যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আপনারা (সাংবাদিক) লোকজনকে বলবেন, আমরাও বলব। আমরা আশা করি পূজাটা খুব ভালোভাবে ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে।'
এ সময় লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে।
জাতীয় নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে খুব ভালো থাকে, এ ব্যাপারে আলোচনা হয়েছে।
ডাকসু-জাকসু নির্বাচন হলো। এ নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এগুলোর মধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু দায়িত্ব ছিল, আমরা মনে হয় সেটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কারো কোনো অভিযোগ নেই। আমাদের প্রস্তুতিরও কোনো অভাব ছিল না।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে। এটার জন্য আমরা ট্রেনিং শুরু করে দিয়েছি। প্রস্তুতি শুরু হয়ে গেছে।
৮২ দিন আগে
ইডেন কলেজে ছাত্রলীগের কোন্দল: সহ-সভাপতি আহত
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের হামলায় সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কলেজ শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজে চাঁদাবাজি ও আসন বাণিজ্য নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় বেগম রাজিয়া ডরমেটরিতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনার পর বিক্ষোভ মিছিল ও পাল্টা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তিনি নানা অনিয়ম, চাঁদাবাজি, আসন বাণিজ্য ও হল দখলের অভিযোগ তোলেন।
সাক্ষাৎকারের দু’দিন পর শনিবার রাত ১১টার দিকে তাকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীরা।
জান্নাতুল ফেরদৌসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি হলের বাইরে ছিলাম। রাজিয়ার অনুসারীরা আমার রুমে ঢুকে ঝামেলা তৈরি করে। পরে আমার রুমমেটরা আমাকে ডাকলে আমি হলে ফিরে এসে কিছু মেয়েদের সাথে কথা বলি। আমি হলে আসতেই রাজিয়ার অনুসারীরা আমাকে মারধর করে ও আমার ফোন কেড়ে নেয়।’
এ ব্যাপারে কথা বলতে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে ফোন দেয়া হলে তারা ইউএনবি প্রতিনিধির ফোন ধরেননি।
তবে ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ।
আরও পড়ুন: যাত্রীবাহী জাহাজে তামাকজাত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধের দাবি
সড়ক দুর্ঘটনায় নানীর কোলে নাতনীর মৃত্যু!
পুলিশ-বিএনপির সহিংসতায় দুই মামলায় সহস্রাধিক আসামি, গ্রেপ্তার ২৪
১১৬৭ দিন আগে