স্বর্ণের বার জব্দ
যশোরে পাঁচটি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
যশোরে বিশেষ অভিযান চালিয়ে ৫৮৫ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে। এ সময় মো. রুবেল (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল।
আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের বাসিন্দা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, রুবেলের কোমরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানান, আটক রুবেলের কাছ থেকে ৫৮৫ গ্রাম ওজনের স্বর্ণের বার ছাড়াও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। মোবাইলের মূল্য ধরা হয়েছে ৩৪ হাজার টাকা। সর্বমোট জব্দ হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা।
আটক রুবেলকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, হুন্ডি, অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
১০৬ দিন আগে
যশোরে ৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১
যশোরে স্বর্ণের বার পাচারের অভিযোগে ময়নাল মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা পাঁচটি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ জুন) ভোরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ময়নাল মোল্লা ঢাকার মিরপুরের উত্তর সিটি করপোরেশনে ৯ নম্বর কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল মোল্লা জানিয়েছেন, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওইসব স্বর্ণ।
আরও পড়ুন: জয়পুরহাট সীমান্তে ১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৫৮৫.৫৪ গ্রাম, যার আনুমানিক মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা। এ ছাড়া মোবাইলসহ মোট জব্দ করা সম্পদের মূল্য প্রায় ৮৭ লাখ ৭ হাজার ৭০২ টাকা।
আটক করা যশোর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
১৬৩ দিন আগে
ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা দুইজন হলেন- পালিয়ানপুর গ্রামের আছানুর (৪৮) ও নবিছদ্দি মণ্ডল (৫৮)।
শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানার নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন গত রাতে অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে।
রাত সোয়া ১০টার দিকে বিজিবির টহল দল মাঠের ভেতর দিয়ে সীমান্তের জিরো লাইনের দিকে দুই ব্যক্তিকে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের কাছ থেকে দুই কেজি ৩৩১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ কেজি হেরোইন উদ্ধার: বিজিবি
কক্সবাজারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিস্টাল মেথের চালান জব্দ: বিজিবি
৯৪৫ দিন আগে
শার্শায় ৮৫ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১
যশোরের শার্শা সীমান্তে শনিবার দুপুরে এক কেজি ওজনের দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা।
আটক মো. সাইদুল ইসলাম (২৫) শার্শা থানার পাঁচ ভূলট গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে ওই শার্শা উপজেলার পাঁচ ভূলাট এলাকায় অভিযান চালিয়ে সাইদুরকে আটক করা হয়। আটকের পর তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করা স্বর্ণসহ অভিযুক্ত সাইদুরকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণ যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্র্মকর্তা।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার জব্দ, বিমানযাত্রী আটক
চুয়াডাঙ্গায় ২২টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
৯৭১ দিন আগে
চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গার জীবননগর থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে উপজেলার মোল্লাবাড়ির মোড় থেকে বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক জুয়েল হোসেন(৩৮) জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভুষির বস্তা থেকে ১০টি স্বর্ণের বার জব্দ
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিওপির একটি টহল দল অবস্থান নেয় জীবননগর মোল্লাবাড়ি মোড়ে। এসময় স্বর্ণের বার পাচারকারী সন্দেহে জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছোট বড় সাতটি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৮২৯ দশমিক ২৭ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে স্বর্ণ পাচারের একটি মামলা করা হয়েছে।
আটক স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক
৯৮৬ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে তিন কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩টি স্বর্ণের বার (দুই দশমিক সাত কেজি প্রায়) জব্দ করা হয়।
আটক মোহাম্মদ জিয়া উদ্দিন হাটহাজারী থানার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, মোহাম্মদ জিয়া উদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরও স্বর্ণের বার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।
সংবাদ সসেম্মলনে স্বর্ণ আটকের বিষয়ে বিস্তারিত জানাবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ২
ঢাকা বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ
৯৮৮ দিন আগে
সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুইজনকে গ্রেপ্তার ও ২০টি স্বর্ণের বার জব্দ করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আনোয়ারা উপজেলার সুনীল পালের ছেলে বাসু পাল (৩৫) ও বাশখালী উপজেলার শশাঙ্ক পালের ছেলে রতন পাল (৬০)।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, বুধবার সকালে শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে দুই জনের গতিবিধি সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। পরে পুলিশ তাদের জুতা থেকে দুই কেজি ৩৩২ দশমিক ১১ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা সোনার বার বিক্রি করতে ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। জব্দ স্বর্ণের বারগুলোর বাজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ
রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
১০৫১ দিন আগে
হিলি সীমান্তে আটক পাঁচ, ২৪টি স্বর্ণের বার জব্দ
দিনাজপুরের হিলি সীমান্তে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার বিকালে আটকের সময় তাদের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট শোয়েব রায়হান।
আরও পড়ুন: মহেশপুরে একজন আটক, ৪টি স্বর্ণের বার জব্দ
আটক পাঁচজন হলেন- মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট শোয়েব রায়হান বলেন, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনের দেহ তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি চার গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৬৮ লাখ কোটি টাকা বলে তিনি জানান।
এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক১
ভারতে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪টি স্বর্ণের বার জব্দ
১১৪২ দিন আগে
রাজশাহীতে ৭ স্বর্ণের বার জব্দ, আটক ১
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটকের কথা জানিয়েছে তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়া ঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক মুক্তার হোসেন (৪০) চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লার ছেলে।
আরও পড়ুন: যশোরে ২০ স্বর্ণের বার জব্দ, ২ পাচারকারী আটক
গোদাগাড়ী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আইনুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তার হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৭টি স্বর্ণেরবারে ৭০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
১৩৮০ দিন আগে
ঢাকা বিমানবন্দরে ৭৩ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ৭৩ লাখ টাকা মূল্যের এক কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।
সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের এ বারগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে ৫০ স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২
ঢাকা কাস্টমস হাউসের এক কর্মকর্তা জানান, বগুড়ার সাদ্দাম হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৪০ ফ্লাইটে বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরে নামেন।
ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজ স্ক্যান করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা জানান, স্ক্যানিংয়ের সময় তার লাগেজের ভেতরে স্বর্ণের বারগুলো ধরা পড়ে।
আরও পড়ুন: দুবাইফেরত যাত্রীর কাছে থেকে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার
১৪৫০ দিন আগে