জনতা ব্যাংক
নওগাঁয় সড়কে প্রাণ গেল ব্যাংক নিরাপত্তা কর্মীর
নওগাঁয় ট্রাকের ধাক্কায় ব্যাংকের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া বাজার সংলগ্ন তেতুলতলি নামক স্থান এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন (৪৩) মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের খোশালবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংক নওগাঁ শহরের কাজীর মোড় শাখায় নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিলেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, শাহাদত হোসেন তার গ্রামের বাড়ি থেকে বাইসাইকেল যোগে নওগাঁ শহরে তার কর্মস্থলের আসার জন্য রওনা দেয়। পথে হাঁপানিয়ার তেতুলতলি নামক স্থানে পোঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা আহত শাহাদত হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
১৩২৩ দিন আগে
পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মিলটন হোসাইন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
মিলটন হোসাইনের বাড়ি পাবনা পৌর চকছাতিয়ানিতে। তার বাবার নাম মোজাম্মেল হোসাইন। তিনি পাবনা পৌর এলাকার জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন মিলটন। কিন্তু ঈশ্বরদী বাইপাস স্টেশনে এই ট্রেনটির যাত্রাবিরতি করে। তবে স্টেশনটি অতিক্রমকালে ট্রেনের গতি কম থাকে। এ সময় স্টেশন অতিক্রম করতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দেন। কিন্তু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আরও পড়ুন: খুলনায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু
ঈশ্বরদী রেলওয়ের জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নিহতের পকেটে একটি জিডির কপির পরিচয়ের ওপর ভিত্তি করে পরিবারকে খুঁজে বের করা হয়। তার পকেটে লালমনি এক্সেপ্রেস ট্রেনের একটি টিকিট পাওয়া গেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনার পরই জিআরপি পুলিশের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুসহ নিহত ৩
১৪৮০ দিন আগে
জনতা ব্যাংক থেকে গৃহনির্মাণ ঋণ পাবেন ইউজিসির কর্মকর্তারা
সরকারের গৃহনির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালার আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন শাখার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
১৯৩৭ দিন আগে
করোনা: বগুড়ায় জনতা ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে বগুড়ায় জনতা ব্যাংকের আরেক কর্মকর্তা মারা গেছেন।
১৯৪৬ দিন আগে
সোনালী ও জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ
ঢাকা, ২১ আগস্ট (ইউএনবি)- রাষ্ট্রীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান সোনালী ও জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
২২৯৭ দিন আগে