দুই বোনের মৃত্যু
মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে পানিতে ডুবে দুই বোন আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নিহত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া ও সাথিয়া একই গ্রামের শফিকুল ও খায়রুল ইসলামের কন্যা। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং একে অপরের চাচাতো বোন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, দুই বোন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’
১৯১ দিন আগে
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নুসরাত ওই গ্রামের দুলাল দেওয়ানের ও মিথিলা মো. রিপন দেওয়ানের মেয়ে। শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। তারা দুজনই উপজেলার চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, বিদ্যালয় ছুটির পর নুসরাত ও মিথিলা বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে নামে। হঠাৎ দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে দুজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সন্ধায় ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
মো. রিপন দেওয়ান বলেন, ‘আমার মেয়ে ও ভাতিজি সাঁতার জানত না। সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে নামে। তাদের মৃত্যুতে পরিবারের সদস্যরা ভাষা হারিয়ে ফেলেছে।’
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৪২ দিন আগে
ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালের দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজিবপুরে পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু!
নিহতরা হলো- ওই এলাকার ওসমান গনির মেয়ে আছিয়া আক্তার (৪) ও সাইদুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার (৪)। তারা দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে নিহত পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুরপাড়ে তিন চারজন শিশু খেলা করছিল। এসময় শিশু আছিয়া ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়।
তখন ওই দুই শিশুর চাচাতো ভাই জুবায়ের (৪) দৌড়ে বাড়িতে গিয়ে খবরটি জানায়। পরে তাদের পরিবারের লোকজন পুকুরে গিয়ে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহত শিশুদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
১০৯১ দিন আগে