দাফন সম্পন্ন
জ্যোতির মরদেহ পৌঁছতেই আহাজারি, চুয়াডাঙ্গায় দাফন সম্পন্ন
ঘরের দরজায় দাঁড়িয়ে ছিল দুটি ছোট্ট শিশু। মায়ের জন্য অপেক্ষা। তারা জানে না যে তাদের মা সকালবেলায় কাজে বেরিয়েছিলেন, তিনি আর কখনো ফিরে আসবেন না।
গাজীপুরের একটি খোলা ড্রেনে পড়ে প্রাণ হারানো ফারিয়া তাসনিম জ্যোতির (৩২)। তার নিথর দেহ যখন গতরাতে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছে, তখন আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জমজ দুই সন্তান মায়ের কফিন জড়িয়ে শুধু বলছিল, ‘আম্মু, ওঠো!’
ফারিয়া তাসনিম জ্যোতি ছিলেন ঢাকায় একটি ওষুধ কোম্পানির কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার। চাকরির প্রয়োজনে গিয়েছিলেন টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে। রোববার (২৭ জুলাই) রাতে হাসপাতাল থেকে বের হয়ে ফিরছিলেন, পথেই পা পিছলে খোলা ড্রেনে (হাসপাতালের সামনে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা স্ল্যাববিহীন ম্যানহোলে) পড়ে যান। তখন থেকেই নিখোঁজ হন। তিন দিন পর টানা ৩৭ ঘণ্টার অভিযান শেষে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাঁশপট্টি এলাকার বিলে তার মরদেহটির সন্ধান পায় ফায়ার সার্ভিস। পরে শালিকচূড়া বিল থেকে উদ্ধার হয় তার মরদেহ।
আরও পড়ুন: গাজীপুরে ড্রেনে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার
দুর্ঘটনায় নিহত ফারিয়া তাসনিম জ্যোতির আট বছর বয়সী যমজ সন্তানের মা। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।
মঙ্গলবার রাত ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া-সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জ্যোতিকে। তাকে শেষবারের মতো দেখতে হাজির হন এলাকাবাসী, সহকর্মী, আত্মীয়-পরিজনসহ শত শত মানুষ।
জ্যোতির বড় ভাই মো. শোভন জানান, ‘আমার বোন সারা জীবন সংগ্রাম করে সংসার চালিয়েছে। দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন ছিল তার। এখন ওরা শুধু মায়ের মুখ খুঁজছে।’
তিনি আরও বলেন, ‘এটা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যার নামান্তর। খোলা নালা দিয়ে কারও জীবন যেন এভাবে নিভে না যায়, এমন মৃত্যুর যেন আর পুনরাবৃত্তি না হয়।’
১২৮ দিন আগে
মাগুরায় ধর্ষণে মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন
এক সপ্তাহ আগে ধর্ষণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটিকে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে হেলিকপ্টারে করে মেয়েটির লাশ মাগুরা স্টেডিয়ামে আনার কয়েক ঘণ্টা পর তাকে দাফন করা হয়।
আজ সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।
পরে তাকে জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তার বাড়ির পাশে দাফন করা হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই
গত ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণেরি শিকার হয় শিশুটি।
তিনি রাতে তার বোনের সঙ্গে বিছানায় ঘুমিয়েছিলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ তার বোন তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তার সন্ধান শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কয়েক গজ দূরে মেয়েটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
মেয়েটিকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আসামিদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
আরও পড়ুন: মাগুরার শিশু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফখরুলের
২৬৭ দিন আগে
কুমিল্লায় পারিবারিক কবরস্থানে জবি ছাত্রী অবন্তিকার দাফন সম্পন্ন
শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে ফেইসবুকে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় কুমিল্লা সরকারি কলেজে জানাজা শেষে শহরতলীর শাসনগাছা মাহাজন বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান, সহযোগী অধ্যাপক নুরুন নাহার মজুমদার, মুনিরা জাহান,কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আনোয়ারুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরুর রহমানসহ নিহতের স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা অংশ নেন।
এদিকে, এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবন্তিকার নিজ জেলা কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। তাৎক্ষণিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকায় দূতাবাসে কর্মরত স্প্যানিশ নাগরিকের আত্মহত্যা
স্ত্রী ও ২ মেয়েকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা
৬২৮ দিন আগে
জাবির সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমানের দাফন সম্পন্ন
করোনায় প্রাণ হারানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান জানান, জাবি ক্যাম্পাসে দ্বিতীয় নামাজে জানাজা শেষে শনিবার দুপুর ২টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার এশার নামাজের পর সাবেক জাবি উপাচার্যের প্রথম নামাজের জানাজা রাজধানীর শান্তিনগর এলাকার আমিনবাগ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাহিদুর রহমান মারা যান।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এর আগে ৪ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুস্তাহিদুর রহমান হাসপাতালে ভর্তি হন।
খন্দকার মুস্তাহিদুর রহমান ‘জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন’এর সদস্য ছিলেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শোক জানিয়েছেন।
আরও পড়ুন: জাবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আক্তার
জাবিতে বরাদ্দ বেড়েছে গবেষণায়, কমেছে চিকিৎসায়
১৫৬৭ দিন আগে
সারিয়াকান্দিতে এমপি মান্নানের দাফন সম্পন্ন
কয়েক দফা জানাজা শেষে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।
২১৪৬ দিন আগে