প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
‘বিমানের আগাম সিট বুকিং ও টিকিট ব্লকিং শূন্যের কোটায়’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগাম সিট বুকিং ও টিকিট ব্লকিং শূন্যের কোটায় নেমেছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান।
টিকেটিং নিয়ে কারসাজিতে অভিযুক্তদের বিষয়ে তথ্য পেলেই তাদের সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয় বলে এ সময় মন্তব্য করেন তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিমানের বলাকা কার্যালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের প্লেনের টিকিট ব্লকিং ও কৃত্রিম মজুতের বিষয়ে সাফিকুর রহমান বলেন, বিমানের বর্তমানে আগাম সিট বুকিং বা টিকিট ব্লকিং শূন্যের কোটায়। বিষয়টি আমি নিজে মনিটরিং করি। এটা নিয়ে আগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযুক্তদের টিকেটিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, আমরা ব্যাগেজ ব্যবস্থাপনা আরও উন্নত করার চেষ্টা করছি। ব্যাগেজের বিষয়ে কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তা আমলে নিয়ে কাজ করি। তবে আমাদের অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। আশা করি, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন শুরু হলে ব্যাগেজ ব্যবস্থাপনা আরও ভালো হবে।
বিমানের এমডি বলেন, ব্যাগেজ ব্যবস্থাপনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট বিভাগের বিমানকর্মীদের শরীরে বডিওর্ন ক্যামেরা থাকে। ব্যাগেজ হ্যান্ডেলিংয়ের ডিউটিতে প্রবেশে সময় তারা ক্যামেরা লাগান। ডিউটি শেষে ফেরার সময় আবার ক্যামেরা ফেরত দেন।
আরও পড়ুন: বিমানের এমডি ও সিইও হলেন ড. সাফিকুর
নজরদারি বাড়াতে নতুন আরও ১৫০টি ক্যামেরা কেনা হয়েছে বলে জানান তিনি।
বিমানের হজ ফ্লাইটের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, বর্তমানে বিমানের বহরে যতগুলো এয়ারক্রাফট রয়েছে তা নিয়ে নির্বিঘ্নে শিডিউল ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে। তবে হজ মৌসুমে এয়ারক্রাফটের চাহিদা বেশি থাকবে। সেক্ষেত্রে ২/১টি রুটের ফ্লাইট সংখ্যা কমিয়ে সেই এয়ারক্রাফটগুলো দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আমরা আশা করছি, বরাবরের মতো এবারও হাজিরা নির্বিঘ্নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চড়ে পবিত্র হজ পালন করবেন।
৩১০ দিন আগে
ইউটিউবের সিইও পদে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভূত নীল মোহনকে
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি বৃহস্পতিবার প্ল্যাটফর্মটির বর্তমান দায়িত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই পদে ৯ বছর ছিলেন। তার স্থলাভিষিক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
৫৪ বছর বয়সী সুসান ওজস্কি অ্যালফাবেটের মালিকানাধীন ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যমটি ছাড়ার ঘোষণা এক ব্লগ পোস্টে দেন। কারণ হিসেবে তিনি মূলত পরিবার ও নিজেকে সময় দেয়ার কথা উল্লেখ করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক ৪৯ বছর বয়সী নীল মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: টুইটারের বহিষ্কৃত সিইও পরাগ আগরওয়াল পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার
নীল মোহন ১৯৯৬ সালে অ্যাকসেঞ্চার-এ তার কর্মজীবন শুরু করেন এবং তারপরে নেটগ্রাভিটি নামে একটি স্টার্টআপে যোগ দেন। যা পরবর্তীকালে অনলাইন বিজ্ঞাপন সংস্থা ডাবলক্লিক অধিগ্রহণ করে নেয়।
২০০৭ সালে ডাবলক্লিক কিনে নেয় গুগল। নীল মোহন অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স এবং ডাবলক্লিকসহ গুগলের বিজ্ঞাপন পণ্যগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মোহনের মাইক্রোসফটের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি কর্পোরেট কৌশল ব্যবস্থাপক ছিলেন।
আরও পড়ুন: রোমাঞ্চকর রহস্য ও ভৌতিক গল্প শোনার কিছু বাংলা ইউটিউব চ্যানেল
১০২২ দিন আগে