কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
ইসরাইলকে এআই সরবরাহের প্রতিবাদ: মাইক্রোসফটের ২ প্রকৌশলী বরখাস্ত
ইসরাইলি সামরিক বাহিনীর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি সরবরাহের প্রতিবাদ করায় দুই কর্মীকে বরখাস্ত করেছে আমেরিকান বহুজাতিক কোম্পানি মাইক্রোসফট।
গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ড ক্যাম্পাসে কোম্পানিটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান চলাকালে এই প্রতিবাদ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) চাকরিচ্যুতির একটি চিঠিতে একজন কর্মীর বিরুদ্ধে মাইক্রোসফট অভিযোগ করেছে, ‘তার অসদাচরণের কারণে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে বহুল প্রত্যাশিত একটি অনুষ্ঠান সর্বোচ্চ বাধাগ্রস্ত হয়েছে।’
আরেকজন কর্মী এরইমধ্যে তার পদত্যাগের ঘোষণা দিলেও পাঁচদিন আগেই তাকে চাকরি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
গেল শুক্রবার মাইক্রোসফটের এআই প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফা সুলেমান যখন নতুন পণ্য বাজারে নিয়ে আসার ঘোষণা দিচ্ছিলেন, তখন ইবতিহাল আবুসাদ নামের একজন সফটওয়্যার প্রকৌশলী মঞ্চের দিকে গিয়ে প্রতিবাদ শুরু করেন। অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাইক্রোসফটের দীর্ঘমিয়াদি উচ্চাভিলাষের কথাও তুলে ধরা হচ্ছিল।
এ সময়ে তাকে উদ্দেশ্য করে চিৎকার করে আবুসাদ বলতে থাকেন, ‘মানুষের কল্যাণের জন্য আপনি এআই ব্যবহারের কথা বলে আসছিলেন। কিন্তু মাইক্রোসফট তার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অস্ত্র ইসরাইলি সামরিক বাহিনীর কাছে বিক্রি করছে।’
তিনি যখন প্রতিবাদ করছিলেন, তখন রেডমন্ডে মাইক্রোসফটের ক্যাম্পাস থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছিল।
‘এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হচ্ছে। আমাদের অঞ্চলে গণহত্যায় মাইক্রোসফট মদত দিচ্ছে,’ বলেন এই সফটওয়্যার প্রকৌশলী।
তার প্রতিবাদের মুখে নিজের বক্তব্য কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন মুস্তাফা সুলেমান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তঅ স্টিফ বলমার।
মাইক্রোসফটের দাবি, ‘খুবই শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন সুলেমান।’ ওই নারীকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার প্রতিবাদের জন্য ধন্যবাদ। আমি আপনার কথা শুনেছি।’
এ সময়ে আবুসাদ তার প্রতিবাদ অব্যাহত রাখেন। তিনি বলেন, ‘মাইক্রোসফটের সবার হাতে রক্ত লেগে আছে।’ মঞ্চের দিকে একটি কুফিয়া ছুড়ে মারেন তিনি। ফিলিস্তিনিদের সমর্থনের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে কুফিয়াকে। পরে তাকে অনুষ্ঠান থেকে ধরে বাইরে নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রতিবাদ করেন বন্যা আগরওয়াল নামের এক নারী। পরে সোমবার মাইক্রোসফটের মানবসম্পদ বিভাগ থেকে ফোন করে ডেকে নিয়ে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।
টরোন্টোতে মাইক্রোসফটের কানাডীয় প্রধান কার্যালয়ে কাজ করতেন আবুসাদ। সোমবার কোম্পানির মানবসম্পদ বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক বরখাস্তের কথা জানানো হয়েছে।
নো অ্যাজুর ফর অ্যাপার্টহাইড নামের একটি অ্যাডভোকেসি গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে। মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ইসরাইলের কাছে বিক্রির প্রতিবাদ জানিয়ে আসছে এই গোষ্ঠীটি।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধান থেকে জানা গেছে, গাজা ও লেবাননে সাম্প্রতিক যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাতে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মডেল ব্যবহার করেছে আইডিএফ।
আবুসাদকে বরখাস্তের চিঠিতে মাইক্রোসফট জানিয়েছে, ‘গোপনে ব্যবস্থাপকের কাছে নিজের উদ্বেগের বিষয়টি জানাতে পারতেন তিনি। কিন্তু তার বদলে সুলেমান ও মাইক্রোসফটের বিরুদ্ধে বৈরী ও খুবই অযাচিত অভিযোগ তুলেছেন তিনি। তার আচরণ এতটাই আগ্রাসী ও বিশৃঙ্খল ছিল যে তাকে জোর করে অনুষ্ঠান থেকে বাইরে নিয়ে যেতে হয়েছে।’
এদিকে চাকরি ছাড়তে দুই সপ্তাহের নোটিস দিয়েছিলেন বন্যা আগারওয়াল। আগামী ১১ এপ্রিল কোম্পানি থেকে তার বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার এক ইমেইল বার্তায় মাইক্রোসফট তাকে জানিয়ে দিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে তার পদত্যাগপত্র কার্যকর করা হয়েছে।’
মাইক্রোসফটের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নিয়ে এরআগেও কয়েকবার প্রতিবাদ করা হয়েছে। কিন্তু এটি ছিল খুবই প্রকাশ্য কোনো প্রতিবাদ, যা আগে কখনো হয়নি।
এরআগে গেল ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি নিয়ে প্রতিবাদ করা হলে তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার সঙ্গে বৈঠক থেকে পাঁচকর্মীকে বের করে দেওয়া হয়েছিল।
শুক্রবার এই বহুজাতিক কোম্পানি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা সব ধরনের মতামত শুনতে অনেক পথ খোলা রেখেছি। কিন্তু সেগুলো এমনভাবে করতে বলা হয়েছে, যাতে কোনো ব্যবসায়িক বাধা তৈরি না হয়।’
ইসরাইল সরকারকে এআই প্রযুক্তি সরবরাহে ‘নিমবা প্রকল্প’ নামে ১২০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির প্রতিবাদ করায় গেল বছরে কয়েক ডজন গুগলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল।
২৪১ দিন আগে
দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক 'অপরাজিতা'
বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপক 'অপরাজিতা' বুধবার রাতে চ্যানেল ২৪-এ আত্মপ্রকাশ করে ইতিহাস সৃষ্টি করেছে।
যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গত বেশ কয়েক মাস ধরে চ্যাটজিপিটি ও মিডজার্নির মতো উন্নত এআই মাধ্যমগুলোর সঙ্গে অনেক সেক্টরে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করছে, তাই এটি কয়েকটি দেশে সংবাদ শিল্পকেও দখল করছে।
সম্প্রতি, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) নামে ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৯ জুলাই 'লিসা' নামে এআই সংবাদপাঠককে সামনে নিয়ে এসেছে, যা ভারতের প্রথম আঞ্চলিক এআই সংবাদ উপস্থাপক।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
এর পরেই ভারতের পাওয়ার টিভি নামে কন্নড়ের একটি চ্যানেল, যা সম্প্রতি নিজস্ব এআই উপস্থাপক ‘সৌন্দর্য’ শুরু করে একই রকম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
যদিও চীনা সংবাদ সংস্থা সিনহুয়া ২০১৮ সালে বিশ্বের প্রথম এআই সংবাদ উপস্থাপক শুরু করেছিল, তবে ভারত এই বছরের এপ্রিলে দেশের আজতক নিউজ চ্যানেল দক্ষিণ এশিয়ার প্রথম এআই সংবাদ উপস্থাপক হিসেবে তাদের প্রথম এআই নিউজ উপস্থাপক 'সানা' চালু করেছিল।
এছাড়া চীন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কুয়েতসহ এশিয়ার কয়েকটি দেশ তাদের নিউজরুমের অংশ হিসেবে এআই নিউজ উপস্থাপকদের প্রদর্শন করেছে।
আরও পড়ুন: মেটার থ্রেডস'র বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি টুইটারের: রিপোর্ট
এই ডিজিটাল জগতে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ সন্ধ্যা ৭টার বুলেটিনে 'অপরাজিতা' সামনে নিয়ে আসেন, যা একটি প্রতিবেদন উপস্থাপন করে।
নেভিব্লু শার্টের ওপর ঘি রঙের ব্লেজার পরে 'অপরাজিতা' প্রথমে তার সহ-উপস্থাপকদের অভিবাদন জানায় এবং তারপরে তার প্রতিবেদন উপস্থাপনের আগে দর্শকদের স্বাগত জানায়। তিনি রাত ১১টায় টিভি চ্যানেলে আধা ঘণ্টা ব্যাপী প্রযুক্তিবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন।
দলে 'অপরাজিতা'র অন্তর্ভুক্তি প্রসঙ্গে চ্যানেল ২৪-এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক আবদুল কাইয়ুম তুহিন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ইতিবাচক সুবিধা নিয়ে এসেছে। আমরা প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি এআই প্রযুক্তি আমাদের দেশের ইতিহাসে একটি পরিবর্তন আনবে।’
আরও পড়ুন: মোবাইল ফোন হ্যাকিং প্রতিরোধে করণীয়
৮৬৯ দিন আগে
২০৩৩ সালের মধ্যে গৃহস্থালির ৩৯ শতাংশ কাজ স্বয়ংক্রিয় হতে পারে: বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক দশকের মধ্যে গৃহস্থালির ও প্রিয়জনদের দেখাশোনার কাজের প্রায় ৩৯ শতাংশই স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে।
যুক্তরাজ্য ও জাপানের গবেষকরা ৬৫ জন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞকে ১০ বছরের মধ্যে সাধারণ গৃহস্থালির কাজে অটোমেশনের (স্বয়ংক্রিয়তা) পরিমাণ অনুমান করতে বলেন।
বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেন যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সর্বাধিক অটোমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিশু ও বয়স্কদের দেখাশোনা বা যত্ন নেয়ার কাজ এআই দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম।
গবেষণাটি পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও জাপানের ওচানোমিজু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানতে চেয়েছিলেন যে অবৈতনিক গৃহকর্মে রোবটের কী প্রভাব থাকতে পারে।
তারা প্রশ্ন করেন, ‘রোবট যদি আমাদের কাজ কেড়ে নেয়, তাহলে তারা কি আমাদের আবর্জনার মতো বাইরে ছুঁড়ে ফেলবে?’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গবেষকরা পর্যবেক্ষণ করে বলেন যে গৃহস্থালি কাজের জন্য ভ্যাকুয়াম ক্লিনার রোবট বিশ্বে সর্বাধিক উৎপাদিত ও বিক্রিত হয়।
আরও পড়ুন: অ্যামেকা: বিশ্বের সর্বাধুনিক মানবিক রোবট
দলটি যুক্তরাজ্যের ২৯ জন ও জাপানের ৩৬ জন এআই বিশেষজ্ঞকে বাড়িতে রোবটের ব্যবহার সম্পর্কে তাদের পূর্বাভাসের জন্য জিজ্ঞাসা করে।
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের পোস্ট-ডক্টরাল গবেষক ড. লুলু শি বলেন, ‘আপনার শিশুকে শেখানো, আপনার সন্তানের সঙ্গে থাকা বা পরিবারের কোনও বয়স্ক সদস্যের যত্ন নেয়ার মতো কাজগুলোসহ দেখাশোনার কাজের মাত্র ২৮ শতাংশ স্বয়ংক্রিয় হওয়ার পূর্বাভাস এসেছে।’
বিশেষজ্ঞদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় যে সময় ব্যয় করা হয়, প্রযুক্তি তার ৬০ শতাংশ কমাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা আরও বলেছেন যে আগামী দশ বছরে রোবট গৃহস্থালির কাজ থেকে মানুষকে মুক্তি দিবে এমন ভবিষ্যদ্বাণী করার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এতে বেশ কিছু সংশয়ও রয়েছে।
আরও পড়ুন: টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
জাপানে ছোট দোকানগুলোতে ব্যবহার করা হচ্ছে বুদ্ধিমান রোবট
১০১৬ দিন আগে