ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) সকালে জৈন্তাপুর ইউনিয়নের ১২৮৬ ঘিলাতৈল এলাকা দিয়ে এই পুশইন করা হয়। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও চারটি শিশু রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন
বিজিবি জানায়, ১৯ বিজিবির জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। আটক সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি আরও জানায়, আটকদের বর্তমানে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তারা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
১৯২ দিন আগে
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ১৭ দিন পর হস্তান্তর
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে ১৭ দিন পর হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার বিকালে শ্যামকুড় সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ঘটনার ১৭ দিন পর মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দেয়া হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম (২৮) শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর
বিএসএফ ও ভারতের হাঁসখালী থানা পুলিশ লাশ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্থান্তর করেন ভারতীয় পুলিশ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাঁসখালী থানার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০১৪ দিন আগে