সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) সকালে জৈন্তাপুর ইউনিয়নের ১২৮৬ ঘিলাতৈল এলাকা দিয়ে এই পুশইন করা হয়। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও চারটি শিশু রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন
বিজিবি জানায়, ১৯ বিজিবির জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। আটক সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি আরও জানায়, আটকদের বর্তমানে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তারা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।