সিলেটে
সিলেটে বাসের চাপায় বৃদ্ধ নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মুহিবুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুহিবুল ইসলাম (৬০) দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মুহিবুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় সিলেট-শেরপুর রুটের একটি মিনিবাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
১৮৮ দিন আগে
সিলেটে যুবলীগ নেতা রাহুল দেবনাথ গ্রেপ্তার
সিলেটে বিস্ফোরক মামলার আসামি সিলেট মহানগর যুবলীগ নেতা রাহুল দেবনাথকে (৩৫) গ্রেপ্তার করেছে এসএমপি কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার রাহুল দেবনাথ নগরীর জিন্দাবাজার গোবিন্দ জিউর আখড়া এলাকার জিতেন দেবনাথের ছেলে। তিনি মহানগর যুবলীগের সক্রিয় নেতা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার
এদিকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন। এছাড়াও গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা রয়েছে তার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘রাহুল দেবনাথকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠান।’ এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
২২৪ দিন আগে
সিলেটে সিএনজি ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ভাড়া নিতো তারা। পরে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো। অবশেষে এই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলেন- উপশহর এলাকার বাসিন্দা এবং কানাইঘাট তালবাড়ী খারপাড় এলাকার বাবুল আহমেদের ছেলে মো. সাইফুল (২৮), কিশোরগঞ্জের অষ্টগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. নাঈম (২৪), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ গ্রামের সামান আলীর ছেলে মো. শওকত (২৮), সিলেট নগরীর বালুচর এলাকার কাদির মিয়ার ছেলে আলী হোসেন ওরফে মাইল্লা (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার শ্রীঘর গ্রামের সালেক উদ্দিনের ছেলে সাদিউর রহমান সোহেল (২৮), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শুভ মিয়া (২২), হবিগঞ্জের লাখাইয়ের হরিনাকোনা গ্রামের নুরুল হকের ছেলে মোবাশ্বির আহমদ (২৪) এবং বুল্লা গ্রামের টিটু মিয়ার ছেলে এখলাছ (২৫)।
আরও পড়ুন: সিলেটে যুবককে খুন করে টাকা ও মোটরসাইকেল ‘ছিনতাই’
এতে বলা হয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ওই অটোরিকশার মালিক এয়ারপোর্ট থানার মেঘালয় চা বাগান এলাকার আব্দুল করিমের ছেলে তজন মিয়া।
পুলিশ জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর মেজরটিলা বাজার এলাকা হতে যাত্রীবেশে ৫ জন তজন মিয়ার সিএনজি অটোরিকশা ভাড়া করে দলদলি চা-বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে তারা ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে অটোরিকশা, একটি বাটন ফোন, নগদ ২ হাজার টাকা, রুপার চেইন, গাড়ির মূল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় মামলা করেন তজন মিয়া।
মামলার পর চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। তবে ঘটনার পর আসামিরা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একের পর এক আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ২০ মার্চ প্রথমে গ্রেপ্তার করা হয় সাইফুলকে। পরে তার মোবাইল ফোনের সূত্র ধরে দীর্ঘ একমাস দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
২৩০ দিন আগে
সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন
সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
আরও পড়ুন: মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট
তিনি জানান, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমার ও ইন্ডিয়ার সীমান্ত এলাকায়। তবে, ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
২৭৫ দিন আগে
সিলেটে ১৫১২ ক্যান ভারতীয় কোমল পানীয় জব্দ, আটক ১
সিলেটে রেডবুল নামে ভারতীয় কোমল পানীয়ের ক্যান পাওয়ার অভিযোগে মো. ছরোয়ার আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ক্যান জব্দের দাবি করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকের সময় তার কাছ থেকে ৩ লাখ ২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ হাজার ৫১২ ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।
পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
৪১১ দিন আগে
সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসার মাঠ থেকে রাশেদ আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্রা এলাকার আলিয়া মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে রাশেদ মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনও পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
৬২৫ দিন আগে
সিলেটে সুরমা নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরীর সুরমা নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকার সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়েজ আহমদ (২০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে। সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি কলোনিতে ভাড়া থাকতেন ফয়েজ। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে খুনের ঘটনা বলেই মনে হচ্ছে।
তিনি বলেন, সত্যতা উদঘাটনে কাজ চলছে। লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় চাচাতো ভাইয়ের ঘরে বাক্স থেকে শিশুর লাশ উদ্ধার
ঝালকাঠিতে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার
৬৮৭ দিন আগে
সিলেটের জাফলং ভ্রমণ: যাওয়ার উপায় ও যাবতীয় খরচ
বিচিত্রতার কষ্ঠিপাথরে বাংলাদেশকে যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশটির উত্তর-পূর্বের সিলেট বিভাগ। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক দিক থেকে এর সমৃদ্ধ জেলাগুলো দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র এক জাফলং ভ্রমণ যে কোনও জাতীয়তার পরিব্রাজকের মনে এক টুকরো বাংলাদেশকে গেঁথে দিতে যথেষ্ট। প্রকৃতি কন্যা হিসেবে খ্যাত এই পর্যটনস্থল ভ্রমণের নানা দিক নিয়েই সাজানো হয়েছে আজকের নিবন্ধ। চলুন, পাহাড়, নদী ও বনের এই অনিন্দ্য সমারোহকে খুব কাছ থেকে দেখার উপায়টি জেনে নেয়া যাক।
জাফলং-এর নামকরণের ইতিহাস
জাফলং-এর নামের সঙ্গে জড়িয়ে আছে খাসি জনগোষ্ঠীর হাজার বছরের ইতিহাস। সংক্ষেপে বলতে গেলে খাসিদের মালনিয়াং রাজ্য থাকাকালে এর রাজধানীগুলোর একটি ছিলো বল্লাপুঞ্জি। এই বল্লাপুঞ্জি মূলত জাফলয়েরই একটি এলাকা।
প্রাচীন এই মালনিয়াং রাজ্যেই উৎপত্তি হয়েছিলো জাফলং নামটির, যার মাধ্যমে আনন্দের হাট বোঝানো হতো।
আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
জাফলং-এর ভৌগলিক অবস্থান
এই দর্শনীয় জায়গাটির অবস্থান সিলেট বিভাগীয় শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে। পাহাড়টি মেঘালয় সীমান্তে আলাদা করেছে বাংলাদেশ ও ভারতকে। সীমান্তবর্তী জায়গাটি পড়েছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর অববাহিকায়।
ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাওকি নদী এই জাফলং হয়ে প্রবেশ করেছে বাংলাদেশে।
জাফলং ভ্রমণের সেরা সময়
এটি এমন এক জায়গা যা প্রতি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে। তবে বৃষ্টির মৌসুমে এই প্রকৃতি কন্যা নিজের সকল সৌন্দর্য্য যেন উজাড় করে দেয়। স্বচ্ছ স্রোতস্বিনীর নিচে পাথরের ছোঁয়াছুয়ি খেলা, আর সংগ্রামপুঞ্জীর মায়া দৃষ্টি ভরে নিতে চাইলে আসতে হবে বর্ষাকালে। তাছাড়া জুন থেকে অক্টোবরের এই সময়টাতে; এমনকি নভেম্বরেও পাহাড়ের সবুজটা যেন আরও বেশি করে ফুটে ওঠে।
আরও পড়ুন: মনপুরা দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় এবং আনুষঙ্গিক খরচ
৭৮১ দিন আগে
সিলেটে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ খুন
সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধে জেরে ভাসুরের ছুরিকাঘাতে খুন হয়েছেন গৃহবধূ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাসুর শফিক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
নিহত স্বপ্নারা বেগম (৪২) শফিকের ছোট ভাই আরব আমিরাত প্রবাসী মলিক মিয়ার স্ত্রী। তার বাবারবাড়ি পার্শ্ববর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বাবা আরব আলী।
আরও পড়ুন: চাঁদপুরে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শফিক মিয়া ঘর নির্মাণের জন্য ছোট ভাই মলিক মিয়ার ঘরে একটি লিন্টল ভেঙে ফেললে গৃহবধূ স্বপ্নারা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে শফিক ছুরি দিয়ে আঘাত করলে স্বপ্নারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ মারা যান।
পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
৯৬৮ দিন আগে
সিলেটে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেটে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে সদর উপজেলার খাদিমপাড়া জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালক সাইদুর রহমান (২৮)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ মলাইটিলার আয়াছ আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টর চালকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, গাড়ি দু’টি পুলিশের হেফাজতে আছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত মিলনের মৃত্যু
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১০০৭ দিন আগে