কেরাণীগঞ্জ
কেরাণীগঞ্জে বুড়িগঙ্গার পাড়ের নসরুলের অবৈধ বাংলোবাড়ি উচ্ছেদ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ পোস্তগোলা থেকে কাউটাইল এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি-উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় অভিযানে নদী সীমানায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদীর সীমানা পিলার ধরে নদী সংরক্ষণে ধারাবাহিক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি বলেন, যতই শক্তিশালী বা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তাদের প্রতিষ্ঠান অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান পূর্ণতা পাবে না।
তিনি বলেন, অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থা সহায়তা করেছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, র্যাব, আনসার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: গোমতী নদীর জায়গায় থাকা ৫০৮ অবৈধ দখল-স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
মোস্তাফিজুর রহমান বলেন, আজকের উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। যৌথভাবে উচ্ছেদ কর্মসূচির উদ্দেশ্য ছিল মহামান্য হাইকোর্টের রিটের আদেশ বাস্তবায়ন করা। কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন সেই আদেশ বাস্তবায়ন করে বুড়িগঙ্গা নদীর সম্পদ ও স্বার্থ রক্ষায় দখলমুক্ত করেছে।
তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ পোস্তগোলা সেতু থেকে কাটুরাইল খেয়াঘাট অবৈধভাবে দখল করা হয়। এসময় বিভিন্ন স্থাপনা ও নদীর পাড় দখলে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান তৈরি করে ভাড়া দেওয়া স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে অন্যান্য স্থাপনার মধ্যে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি বাংলোবাড়ি ছিল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আরও একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।
১০৬ দিন আগে
কেরাণীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
তিন বছর আগে রাজধানীর কেরাণীগঞ্জে মারিয়া নামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডিতরা হলেন— কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া গ্রামের মো. সজিব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের মো. রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ওরফে ভ্যালকা শাওন।
আরও পড়ুন: এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার
এছাড়াও লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম বলেন, ‘আসামিদের স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদণ্ডের টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিকে, আলী আকবর (২২) এবং মো. রিয়াজ (২২) নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।
রায় ঘোষণার আগে কারাগারে থাকা তিন আসামি রাকিব, রিয়াজ এবং শাওনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে দণ্ডিত রাকিব এবং শাওনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত সজিব পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ জুন কেরাণীগঞ্জ মডেল থানার আঁটিবাজার এলাকায় পুলিশ টহল দিচ্ছিল।
ডিউটি চলাকালে সকাল পৌনে ৮টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পায়, কেরাণীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর জামে মসজিদের সামনে পুকুরের পানিতে একজনের লাশ পানিতে ভাসছে। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে কেরাণীগঞ্জ মডেল থানায় পুলিশ মামলা দায়ের করে। তদন্ত শুরু করে।
প্রথমে তার পরিচয় শনাক্ত করা হয়। ভুক্তভোগীর বান্ধবী বৃষ্টি আক্তার সাক্ষী হিসেবে আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, এটা তার বান্ধবী মারিয়ার লাশ। পরে পুলিশ শাওনকে গ্রেপ্তার করে।
দোষ স্বীকার করে আদালতে শাওন জবানবন্দি দেয়। শাওন জানায়, তিনিসহ মো. রাকিব, মো. সজিব, মো. আলী আকবর মিলে ভুক্তভোগী মারিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে পশ্চিম বামনসুর জামে মসজিদের পানিতে ফেলে রাখে।
আরও পড়ুন: আইন সংশোধনসহ শিশু ধর্ষণের বিচারে ট্রাইব্যুনাল গঠন করবে সরকার
পরে রাকিব এবং সজিব গ্রেপ্তার হয়। তারাও একই কথা বলে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলাটি তদন্ত করে কেরাণীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অলক কুমার দে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
২৫৫ দিন আগে
কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংক শাখায় ঢুকে পড়া তিন ডাকাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ডাকাতরা আত্মসমর্পণ করলে তাদের র্যাব- ১০ এর হেডকোয়ার্টারে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রাহক সেজে ১০-১২ জন ডাকাত ব্যাংকে ঢুকে ম্যানেজার শেখর মন্ডলসহ কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে লকার থেকে টাকার বস্তুা দিতে বলে।
এসময় কৌশলে এক কর্মচারী গ্রহক সেজে নিচের লোকজন নিয়ে ব্যাংকের গেটে তালা লাগিয়ে দেয়। এ সময় এলাকাবাসী পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন দিয়ে ডাকাতির ঘটনা জানান। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, ঘিরে ফেলেছে পুলিশ
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলন করে মিডিয়া কর্মীদের সব তথ্য জানানো হবে।
তিনি বলেন, শেখর মন্ডল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র্যাবের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করে।
এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র্যাবের সদস্যরা রুপালী ব্যাংকটি ঘেরাও করে রাখে।
৩৫০ দিন আগে
অস্বাভাবিক বেশি দাম, ক্রেতা নেই কেরাণীগঞ্জের পাইকারি কাপড় বাজারে
ক্রেতা খরায় ভুগছে কেরাণীগঞ্জের কাপড়ের পাইকারি মার্কেট। সাধারণত শবে-বরাতের আগে থেকেই ঈদ বাজারের ব্যস্ততা শুরু হয় বিক্রেতাদের। কিন্তু এ বছর বেচাকেনা জমেনি এখনো। ব্যবসায়ীদের দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদ বাজারেও। কাপড়ের দাম বেড়ে যাওয়ায় কমেছে খুচরা ক্রেতা। যারা আসছেন তারাও কিনছেন প্রয়োজনের তুলনায় কম কাপড়।
এদিকে পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, গেঞ্জি, শার্ট, প্যান্ট, শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, থ্রি পিস, বোরকা ও থান কাপড় মান ভেদে পাইকারি বিক্রিতে ২০ টাকা থেকে শুরু করে ৩০০-৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, মানভেদে প্রতিটি শার্ট ও প্যান্টে দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। সাধারণ গেঞ্জিতে দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা এবং চায়না গেঞ্জিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এদিকে প্রতিটি শাড়িতে গজপ্রতি দাম বেড়েছে ১৫-২০ টাকা করে। অর্থাৎ প্রতিটি শাড়িতে ১০০ থেকে ১৫০ টাকা করে দাম বেড়েছে। আবার পাঞ্জাবি ও পায়জামাতে পিস প্রতি ৫০ থেকে ৮০ টাকা করে দাম বেড়েছে।
থান কাপড় ও থ্রি পিসে গজ প্রতি দাম বেড়েছে ১২-১৫ টাকা করে। বোরকায় প্রতি পিসে দাম বেড়েছে ১৫০-৩০০ টাকা।
আরও পড়ুন: রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায় শহরাঞ্চলে 'সঙ্কুচিত মধ্যবিত্ত'
৬২৬ দিন আগে
কেরাণীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
কেরাণীগঞ্জের ইকুরিয়া এলাকায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় অপর একজন পথচারী গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম মনিরুল ইসলাম (৩০)।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম জানান, আহত ব্যক্তি এবং নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা এখনও আহতের নাম-ঠিকানা উদ্ধার করতে পারেনি। পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিসিএস ক্যাডারসহ নিহত ৩
৭২১ দিন আগে
বিএনপি-জামায়াত জোট কেরাণীগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট কেরাণীগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। বিএনপির সময় কেরাণীগঞ্জে তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করেছিল।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, কেরাণীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরাণীগঞ্জে বিএনপি-জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোনো উন্নয়ন করেনি। একারণে কেরাণীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার।
তিনি বলেন, বিগত সরকারগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও অর্থায়ন প্রয়োজন: নসরুল হামিদ
তিনি আরও বলেন, আমানউল্লাহ আমানের সময় এ এলাকায় মিথ্যা ও বানোয়াট মামলা ছিল সাধারণ ব্যাপার। আমাদের নেতা-কর্মীদের উপর প্রায় সাড়ে চারশ’র বেশি মিথ্যা ও বানোয়াট মামলা ছিল। সেখানে হাজার হাজার নেতা-কর্মীরা ছিল সেই মামলার আসামি।
নসরুল হামিদ অভিযোগ করে বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বা স্বৈরাচারী সরকারগুলোর সময়ে দেশের জনসংস্কৃতি, কৃষ্টি ও খেলাধুলা হারিয়ে যেতে বসেছিল। মাদক ও জঙ্গিবাদের মতো ভয়াল সংস্কৃতি দেশে শেকড় গেড়ে বসেছিল। আমরা সেগুলো থেকে উত্তোরণ পেতে কাজ করেছি। আমরা মাদকমুক্ত সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতির চর্চা ও খেলাধুলার উপর জোর দিয়েছি।
কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরোজ সোহাগের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান চৌধুরী ফারুকসহ জেলা ও স্থানীয় নেতারা।
আরও পড়ুন: আন্তর্জাতিক সৌর জোটকে কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান নসরুলের
নিরাপত্তা নিশ্চিত করতে এলপিজি ব্যবহারের জন্য সময়োপযোগী নীতি প্রয়োজন: নসরুল
৭৮৩ দিন আগে
কেরাণীগঞ্জে হেরোইন তৈরির কারখানা আবিষ্কার, আটক ৬
ঢাকার কেরাণীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় এটির সন্ধান পায় পুলিশ।
এসময় কারখানা থেকে ২ কোটি ১০ লাখ টাকার মূল্যের হেরোইন, হেরোইন তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন- হেলাল (৪৫), বিপ্লব (২২), বিল্লাল (২৩), শরিফুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৬) ও হাবিবুর রহমান রানা (৩০)।
আরও পড়ুন:রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘাটারচর লেক সিটি ও সুজন আবাসিক হাউজিং এ টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানা আবিষ্কার করেন। এসময় হেরোইন তৈরির মেশিনপত্র ও বিভিন্ন কাঁচামাল সহ ৬ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম হেরোইনও জব্দ করা হয় বলে জানান তিনি।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল মালিক ও মাদক কারবারির হোতা আরিফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। আরিফকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
ঢাকা জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামমের নেতৃত্বে মাদক তৈরির কারখানা আবিষ্কার ও মাদক কারবারিদের ধরতে পুলিশ অভিযান চালায়।
আরও পড়ুন: নাটোরে পৌনে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
৮৩৫ দিন আগে
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার
কেরাণীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে রবিবার (১৬ জুলাই) রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকালে নদীর তলদেশ থেকে ওয়াটার বাসটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবে নিহত ৪
তিনি জানান, উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওয়াটার বাসটিকে টেনে তুলেছে।
এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে- দুইজন পুরুষ এবং একজন ছেলেশিশু। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এছাড়া নদী থেকে ৮জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে তিনজন অচেতন অবস্থায় চিকিৎসাধীন এবং বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার রাত সোয়া ৮টার দিকে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় প্রায় ১০০ যাত্রী নিয়ে ওয়াটারবাসটি ডুবে যায়।
খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে ছুটে যায়।
এছাড়াও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে কোস্টগার্ডের ডুবুরিরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেন।
জানা যায়, নদীর তীরের কাছে তলিয়ে যাওয়ায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এছাড়া ইউএনবি’র কেরাণীগঞ্জ প্রতিনিধি বলেন, ওয়াটারবাসটি দিনের শেষ যাত্রার জন্য ওয়াইজঘাট থেকে কেরাণীগঞ্জের নগরমহলের দিকে যাচ্ছিল।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে তাদের ধারণা।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
৮৭১ দিন আগে
কেরাণীগঞ্জে রাসায়নিক ড্রাম বিস্ফারণে শ্রমিক নিহত, দগ্ধ ২
ঢাকার কেরাণীগঞ্জ দক্ষিণ থানার বনগ্রাম এলাকায় পিকআপ থেকে রাসায়নিক ভর্তি ড্রাম নামাতে গিয়ে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুই শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫
শনিবার (৮ জুলাই) রাত ৮টায় বনগ্রাম মোস্ট ডিজাইন ম্যানুফ্যাকচার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ইয়াসিন (২০) বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা।
দগ্ধরা হলেন- রাব্বি (২৫) ও বিপ্লব (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, শনিবার রাত আটটায় বনগ্রাম মোস্ট ডিজাইন ম্যানুফ্যাকচার কারখানা কেমিকেল ভর্তি ড্রাম বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, পুলিশ রাত ১০টায় ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপার কেরাণীগঞ্জ দক্ষিণ থানা পুলিশে রাত ১১টায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত
পাবনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
৮৮০ দিন আগে
১৯৭১ সালে আটকা পড়া অবাঙালিদের কেরাণীগঞ্জে পুনর্বাসন করা হবে
রাজধানীর মোহাম্মদপুরে তথাকথিত 'বিহারি ক্যাম্পে' বসবাসকারী অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরাণীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।
মঙ্গলবার সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বরিশাল থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মো. শাহে আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
এসময় মন্ত্রী আরও বলেন, দেশের সব শহরে ধীরে ধীরে দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক অংশকে টেকসই উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: রাজউক অধিক্ষেত্র সম্প্রসারণের পরিকল্পনা করছে: সংসদকে জানান প্রতিমন্ত্রী
সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক: সংসদে হাছান মাহমুদ
বিএফআইইউ-এর কার্যক্রম সম্পর্কে সংসদে অর্থমন্ত্রীর ব্রিফিং
৮৯৮ দিন আগে