কুকুরের তাড়া
গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে পড়ে প্রাণ গেল শিশুর
গোপালগঞ্জ সদর উপজেলায় কুকুরের তাড়া খেয়ে কাঁদাপানিতে পড়ে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগী চৌধুরী (১২) মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে। সে মৌলভীপাড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের ফুফু সাবিনা আক্তার জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় থাকা কুকুর সোহাগীকে তাড়া করে। এ সময় সে আতঙ্কিত হয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাঁদাপানিতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
জরুরি বিভাগের চিকিৎসক অমিত সরকার বলেন, দুপুরের দিকে সোহাগী নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন জানিয়েছেন, খবর পেয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৯৯ দিন আগে
নাটোরে কুকুরের তাড়া খেয়ে দিঘিতে ঝাঁপ, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
নাটোর শহরে কুকুরের তাড়া খেয়ে দিঘিতে ঝাঁপ দেওয়া নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে কালিবাড়ি দিঘি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিহাব (১৬) শহরের বড়হরিশপুর এলাকার খোকন আলীর ছেলে এবং নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, শিহাব শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে শহরের চৌকিরপাড় এলাকায় ঘুরছিল। এ সময় কুকুরের দল তাদের তাড়া করে। তাড়া খেয়ে যে যার মতো পালিয়ে গেলেও শিহাব পাশের কালিবাড়ি দিঘিতে ঝাঁপ দেয় এবং এরপর থেকে নিখোঁজ ছিল।
তিনি আরও জানান, শিহাবের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জামালপুরে পুকুর থেকে ২ শিশু লাশ উদ্ধার
সিলেটে চা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
৮৯৪ দিন আগে