চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য চুয়েটের অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হযরত আলী।
বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের আগপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অধ্যাপক ড. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্যসহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখিত শর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।আরও পড়ুন: কুয়েটের উপাচার্যের অব্যাহতি, অনশন ভেঙে শিক্ষার্থীদের আনন্দ মিছিল
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
ওই দিন দুপুরে সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়। ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এরপর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এর প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহাম্মদ মাছুদ ও সহ–উপাচার্য শেখ শরীফুল আলমকে সরিয়ে দেওয়া হয়। তাঁদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
২১৮ দিন আগে
চুয়েট গেটের সামনে থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনের সড়কের পাশে গলাকাটা এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লাশটি পাওয়া যায়।
পুলিশ বলছে এটি হত্যাকাণ্ড। কিন্তু কে বা কারা, কী কারণে এই হত্যা করেছে তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
রাউজান উপজেলার পাহাড়তলীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দীন জানান, রাউজান-রাঙ্গুনিয়া সীমানার সেলিনা কাদের কলেজের সামনে রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গেঞ্জি পরিহিত আনুমানিক ৩২-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক আহত অবস্থায় পড়েছিল।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে নারীর লাশ উদ্ধার
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে সিএনজিতে করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে চুয়েট পুলিশ ও রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানায় যে নিহত যুবক রক্তাক্ত অবস্থায় ছিল। তার গলায় ছুরিকাঘাত বা লোহার রডের আঘাত রয়েছে। এটা কোনো সড়ক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড বলে তারা ধারণা করছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এটা রাঙ্গুনিয়া থানার ঘটনা। ওই ব্যক্তিকে কেউ হয়তো হত্যা করেছে। চুয়েট গেটে তার লাশ রয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।
আরও পড়ুন: খুলনায় ৬ মাস বয়সী অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
ইটনা হাওরে নিখোঁজের ২২ ঘন্টা পরও উদ্ধার হয়নি মাঝি
৮৭৭ দিন আগে