মাসুদা ভাট্টি
তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তার বিরুদ্ধে ‘গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত’ হওয়ায় রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন বলে চিঠিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে তথ্য কমিশনার মাসুদা ভাটির ‘গুরুতর অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ১৬ দফা (৬) তদসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে ২০২৩ সালের আগাস্টে অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুকের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মাসুদা ভাট্টির বিষয়ে কিছুদিন আগে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তার ১০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো তাকে।
৩১৮ দিন আগে
মাসুদা ভাট্টি ও শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার
সাংবাদিক মাসুদা ভাট্টি ও অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক, নিবন্ধন (সিনিয়র জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন সাংবাদিক মাসুদা ভাট্টি।
চলতি বছরের ২১ মার্চ তথ্য কমিশনার ড. আবদুল মালেক প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন। এরপর তথ্য কমিশনারের পদ শূন্য হয়। আর বর্তমানে এ পদে নিযুক্ত হলেন শহীদুল আলম ঝিনুক।
বিধি অনুযায়ী, তথ্য কমিশনার পদে নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত। তবে এর মধ্যে যেটি আগে হবে সেটিই কার্যকর হবে।
নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মহাপরিদর্শক, নিবন্ধন পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান।
এদিকে বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করেছেন মাসুদা ভাট্টি। বেশ কিছুদিন ধরেই দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার হিসেবেও পরিচিত তিনি।
৮৩৩ দিন আগে