যাত্রাবিরতি
যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটে ট্রেন থামিয়ে মানববন্ধন
বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়। কালীগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকে এই অবরোধ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
স্থানীয়রা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। এরপর তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন থামিয়ে নিজেদের দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। পরে লালমনিরহাট রেলওয়ের কর্মকর্তা যাত্রাবিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।
অবরোধকারীদের মধ্যে সাব্বির আহমেদ লাভলু বলেন, ‘তুষভাণ্ডারে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ কী কারণে এখানে যাত্রাবিরতি দেওয়া হবে না বলে আমরা জানতে পারি। এ কারণে আজকে এখানে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনে যেন যাত্রাবিরতি দেয়, সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’
২৯৫ দিন আগে
ভুটানের ‘কুইন মাদার’র ঢাকায় যাত্রাবিরতি
ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধি দল শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় যাত্রাবিরতি করেছেন।
ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং ভুটানের রাজকীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং এমপি নাহিদ এজাহের খান।
আরও পড়ুন: ট্রেনে অগ্নিসংযোগে মা-শিশুসহ ৪ জনের প্রাণহানির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ
৭১৩ দিন আগে
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের ঢাকা বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বুধবার রাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী উড়োজাহাজ।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, রিফুয়েলিংয়ের জন্যই মূলত এই যাত্রাবিরতি।
এদিকে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিমানবন্দরে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
চিলির প্রেসিডেন্ট বেইজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনে যোগ দেন।
চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ।
আরও পড়ুন: চিলির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০ বছর মেয়াদি সোলার রোডম্যাপ প্রণয়নে বাংলাদেশকে সহায়তা করছে আইএসএ
৭৭৮ দিন আগে