রাজনৈতিক পরিস্থিতি
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন ছিল না: পরিবেশ উপদেষ্টা
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো টানাপোড়েন ছিল না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ ছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বস্তি এসেছে বলেও মনে করেন তিনি।
রবিবার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন রিজওয়ানা হাসান।
আরও পড়ুন: বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার
সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলোর যদি কোনো কথা থাকে, সেটি ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।’
নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন— প্রতিক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। সংলাপটা হচ্ছে, তাই এটাকেই একটা সুসংবাদ মনে করি।’
১৭৩ দিন আগে
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে মার্কিন তহবিল বাতিল
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরও উন্নত করতে দেওয়া মার্কিন সহায়তা বাতিল করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছে ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)।
এতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেওয়া ২ কোটি ৯০ লাখ ডলারের বরাদ্দ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: নতুন এয়ারফোর্স ওয়ান পেতে দেরি, বোয়িং বিমান পরিদর্শন করলেন ট্রাম্প
২৯২ দিন আগে
দিল্লিভিত্তিক কূটনীতিকদের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নয়া দিল্লিভিত্তিক মিশন প্রধানদের (প্রায় ৯০ জন) জানিয়েছে বাংলাদেশ।
নির্বাচন একটি ‘উৎসবের উপলক্ষ যেমন আমরা অনেক গণতান্ত্রিক দেশে দেখি’ উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোট দিতে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মাসুদ দিল্লিতে কূটনীতিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: এফওসি: বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা
শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বাংলাদেশে একযোগে কূটনীতিকদের এসব জানান।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনে যোগ দিতে তিনি নয়া দিল্লি সফর করেন।
সন্ধ্যায় তিনি নয়া দিল্লির বঙ্গবন্ধু হলে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও গতিশীলতা তুলে ধরেন।
তিনি বিভিন্ন ভূ-রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন।
ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
মাসুদ এ অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য শরণার্থীদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।
ব্রিফিং সেশনে রাষ্ট্রদূতদের ২০২৪-২০২৫ মেয়াদের জন্য 'সি' ক্যাটাগরির আওতায় ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের সদস্যপদের জন্য নিজ নিজ সরকারের সমর্থন কামনা করা হয়। চলতি বছরের ১ ডিসেম্বর লন্ডনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক প্লাটফর্মে অব্যাহত স্থিতিশীলতা ও ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততার প্রেক্ষাপটে পররাষ্ট্র সচিব মাসুদ রাষ্ট্রদূতদের ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার জন্য নিজ নিজ সরকারকে অনুরোধ করার আহ্বান জানান।
তিনি এ প্রক্রিয়া সহজীকরণে বাংলাদেশ সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্র সচিব একযোগে স্বীকৃত রাষ্ট্রদূতদের উত্থাপিত প্রশ্নের জবাব দেন।
পররাষ্ট্র সচিবের আজ (২৫ নভেম্বর) বিকালে ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি অব্যাহত থাকবে: পররাষ্ট্র সচিব
৭৪১ দিন আগে
পূর্বশর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার আহ্বান পিটার হাসের
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ রয়েছে বলে জানিয়েছে দেশটি। একই সঙ্গে সব রাজনৈতিক দলগুলোকে উত্তেজনা কমিয়ে ও সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ নির্বাচনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের বলেন, 'আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’
সব পক্ষকে উত্তেজনা প্রশমিত করতে, সহিংসতা পরিহার করতে এবং নির্বাচনের পরিবেশ উন্নত করতে পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পিটার হাসকে হত্যার হুমকি: ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত এ কথা বলেন।
তিনি বলেন, তারা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে একই বার্তা দিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে।
এর আগে রাষ্ট্রদূত হাস আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানান।
এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উন্মুক্ত এবং সহিংসতামুক্ত হওয়া উচিত।’
আরও পড়ুন: ৩ প্রধান দলের জ্যেষ্ঠ নেতাদের একসঙ্গে বৈঠকের অনুরোধ পিটার হাসের
৭৫১ দিন আগে
রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: র্যাব
রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে নৈরাজ্য বা নাশকতার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) কমান্ডার খন্দকার আল মঈন।
বুধবার(২৫ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: র্যাব হেফাজতে নওগাঁর জেসমিনের মৃত্যু: তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নয় হাইকোর্ট
কমান্ডার মঈন বলেন, 'স্বার্থান্বেষী কিছু গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী, নাশকতার চেষ্টা ব্যর্থ করতে আমাদের গোয়েন্দা দল কাজ করছে।
নিয়মিত মনিটরিং কার্যক্রম চলছে এবং ২৮ অক্টোবরকে সামনে রেখে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
তিনি বলেন, সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।
খন্দকার মঈন আরও বলেন, ‘আমরা মনে করি র্যাবের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমরা আমাদের দায়িত্ব পালন করবো।’
আরও পড়ুন: দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত র্যাব: কমান্ডার মঈন
৭৭২ দিন আগে