এলডিপি
জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিল এনসিপি
জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ৮ দলের ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে এতদিন ধরে আটটি দল একসঙ্গে কাজ করে আসছিল। আজ আরও দুটি দল আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এনসিপি।’
তিনি বলেন, একটু আগে আমাদের সঙ্গে এনসিপির বৈঠক সমাপ্ত হয়েছে। তারা বৈঠকে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। এনসিপির নাহিদ ইসলাম আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। তারা আলাদা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সিদ্ধান্ত ও আমাদের ঐক্যের ভিত্তি আপনাদের জানিয়ে দেবেন।
তিনি আরও বলেন, এটি আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের ৩০০ আসনে আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে আসন বণ্টন নির্ধারণ করেছি। যেহেতু দুটি দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাই কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে।
তিনি জানান, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে তাদের সম্পৃক্ত করা সম্ভব হয়নি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
জামায়াত আমীর বলেন, আমাদের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। যেসব বিষয় সামান্য বাকি রয়েছে, মনোনয়নপত্র দাখিলের পর আলোচনার মাধ্যমে সেগুলোও সুন্দরভাবে সমাধান করা হবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, জামায়াতসহ আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিল। জামায়াতে ইসলামী ছাড়া জোটের অন্যান্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
২২ দিন আগে
এলডিপিকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন
রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাথে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলকে পাঠানো হয়।
এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে। দলগুলো হল- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।
আরও পড়ুন: গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল আরও সাড়ে ৩ মাস
বিএনপি-জামায়াতসহ ২৩টি রাজনৈতিক দল এখনো তাদের পূর্ণাঙ্গ মতামত দেয়নি। দলগুলো এজন্য আরও সময় চেয়েছে। ১৩ মার্চের মধ্যে দলগুলোকে সুনির্দিষ্ট মতামত পাঠাতে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। নির্ধারিত তারিখের মধ্যে কেবল ৭টি দল তাদের মতামত জানিয়েছিল।
এর বাইরে সংস্কার কমিশনের অন্যান্য সুপারিশের বিষয়ে দলের মতামত থাকলে কমিশন সেটাও গ্রহণ করবে বলে চিঠিতে বলা হয়েছিল।
৩০৭ দিন আগে
কুমিল্লায় বিএনপি ও এলডিপির ২৬ নেতাকর্মী কারাগারে
কুমিল্লার চান্দিনায় বিএনপির পদযাত্রায় ‘পুলিশের ওপর হামলার ঘটনায়’ বিএনপির সভাপতিসহ বিএনপি ও এলডিপির ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তাদেরকে কারাগারে পাঠান।
তাদের মধ্যে ১৮ জন বিএনপি ও আটজন এলডিপি নেতাকর্মী।
আটকরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূইয়া ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ জন।
আরও পড়ুন: প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জন অজ্ঞাতামা আসামি করে মামলা করে পুলিশ।
ওই মামলায় তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। ছয় সপ্তাহ শেষে মঙ্গলবার কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি ও এলডিপি নেতাকর্মীরা। এ সময় জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী আতিকুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমরা উচ্চ আদালতের নির্দেশক্রমে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকৃতপক্ষে ওই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত ছিল না।
আরও পড়ুন: সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর থেকে কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর
নেত্রকোণায় কারাগারে হাজতির মৃত্যু
১০১৪ দিন আগে
ঢাকায় বিএনপিসহ ৩২টি দলের বিশাল শোডাউন সম্মিলিত আন্দোলনে রূপ নেয়
বিএনপিসহ ৩২টি সমমনা বিরোধী দল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে শোডাউনের মিছিল করেছে। প্রথম যৌথ কর্মসূচির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটিকে বর্তমান সরকারকে পতনের একটি সম্মিলিত আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ তাদের ১০ দফা দাবিতে চাপ দেয়ার জন্য তারা তাদের পরবর্তী পদক্ষেপ হিসাবে ১১ জানুয়ারি সারাদেশে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একযোগে আন্দোলনের অংশ হিসেবে মিছিল বের করার চেষ্টা করলে নগরীর মালিবাগ, পল্টন ও মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপ করে জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়, এতে অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ইসলামী দলটির কয়েকজন নেতাকর্মীকে আটকও করেছে।
বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনের সামনে থেকে বিশাল মিছিল বের করে বিএনপি। এটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজারে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আগামী ১১ জানুয়ারি সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
৯ ডিসেম্বর মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে গ্রেপ্তারের পর থেকে দলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আরও পড়ুন: বিএনপির আন্দোলনকে সমর্থন করতে ১২ দলীয় জোট গঠন
১১১৬ দিন আগে
যুগপৎ আন্দোলন: বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন
যুগপৎ সরকারবিরোধী আন্দোলনে জড়িত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করতে সাত সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন- দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গত ২৪ ডিসেম্বর ঢাকা ও রংপুর ছাড়া সারাদেশে গণ-মিছিলের মাধ্যমে একযোগে আন্দোলন শুরু করে বিএনপি।
এর আগে ১০ ডিসেম্বর দলটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১০ দফা দাবি ঘোষণা করে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১
এদিকে, যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপির সঙ্গে সমন্বয় করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পাঁচ সদস্যের একটি লিয়াজোঁ কমিটিও গঠন করেছে।
এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদকে আহ্বায়ক এবং দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন- নিয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল ও মাহবুব মোর্শেদ।
আরও পড়ুন: রাজনৈতিক, অর্থনৈতিক সংকট মোকাবিলায় আ.লীগ সরকারকে 'অবশ্যই' ক্ষমতাচ্যুত করতে হবে: মোশাররফ
১১২০ দিন আগে
কুমিল্লায় ছাত্রলীগ ও এলডিপির সংঘর্ষে গুলিবিদ্ধ ২, এলডিপি মহাসচিব আটক
কুমিল্লায় ছাত্রলীগ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার চান্দিনা উপজেলার রেদওয়ান আহমেদ কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহমুদুল হাসান জনি ও নাজমুল হাসান উভয়েই ছাত্রলীগ কর্মী।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানিয়েছেন,সোমবার দুপুরে এলডিপি কর্মীরা পূর্বনির্ধারিত ঈদের অনুষ্ঠানের জন্য কলেজ প্রাঙ্গণে আসলে সেখানে আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
উত্তেজনার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী এলডিপি মহাসচিব ও কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদ ঘটনাস্থলে পৌঁছালে তার ব্যক্তিগত গাড়িকে ধাওয়া দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তিনি গাড়ির জানালা দিয়ে গুলি করেন। এ ঘটনায় গুলি করার অভিযোগে রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে।
ফয়েজ ইকবাল বলেন, রেদওয়ান সাহেব পুলিশ হেফাজতে আছে। ঘটনার সত্যতা জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা উত্তর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার ঘটনার বিচার দাবি করে জানান, গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: কুমিল্লায় ঈদের জামাতে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১
১৩৫১ দিন আগে
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম আর নেই
সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহানারা বেগম আর নেই। শনিবার সকালে নগরীর এভায়কেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, সকাল ৭টার দিকে শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জাহানারাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
জাহানারা দুই পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী ইঞ্জিনিয়ার আহমেদ মোস্তফা ১৯৮৬ সালে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে তাঁর বড় ছেলে দেশে আসার পর তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে। তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: করোনায় প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুসের মৃত্যু
জাহানারা বিএনপির যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে তাকে এমপি করা হয়েছিল।
জাহানারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির টিকিট নিয়ে রাজবাড়ী -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার সময় তাকে খালেদা জিয়ার মন্ত্রিসভায় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০০১ সালে তাকে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন: আ‘লীগ নেতা মোহাম্মদ উল্যাহ মারা গেছেন
অলি আহমেদের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে জাহানারা ২০০৬ সালে বিএনপি ত্যাগ করেছিলেন। পরে তাঁরা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন। তাকে এলডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব করা হয়েছিল।
তিনি এলডিপি ত্যাগ করেন এবং ব্যারিস্টার নাজমুল হুদা নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)-এর কো-চেয়ারম্যান হিসেবে যোগ দেন ২০১২ সালে। এরপর তিনি অসুস্থতার কারণে ধীরে ধীরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এলডিপির সভাপতি অলি আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম এবং ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: সড়কে যুব ও ছাত্রলীগের ৫ নেতার মৃত্যু: শোকে স্তব্ধ গোপালগঞ্জ
১৬৪০ দিন আগে
জরুরি অবস্থা বা কারফিউ ঘোষণা করুন: অলি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে জরুরি অবস্থা বা কারফিউ ঘোষণা করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
২১১২ দিন আগে
কেউ এলডিপি ছিনিয়ে নিতে পারবে না, বললেন অলি আহমেদ
এলডিপি সভাপতি অলি আহমেদকে বাদ দিয়ে দলের একাংশের নেতাদের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর সোমবার তিনি বলেছেন, দল তার নামে নিবন্ধিত হওয়ায় এর কর্তৃত্ব অন্য কারও নেয়ার আইনগত কোনো সুযোগ নেই।
২২৫৪ দিন আগে
অভ্যন্তরীণ কোন্দলে ভেঙে গেল এলডিপি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের নেতারা সোমবার দলটির সভাপতি অলি আহমদকে বাদ দিয়ে সাত সদস্যের পৃথক সমন্বয় কমিটির ঘোষণা করেছে।
২২৫৪ দিন আগে