নতুন সময়সূচি
এইসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
উচ্চ মাধ্যমিক ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো। বুধবার (২৩ জুলাই) দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড পরীক্ষাগুলো নিতে পরিবর্তিত নতুন সময়সূচি ঘোষণা করেছে।
৯টি সাধারণ শিক্ষাবোর্ডের সময়সূচি
১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট(মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। একইভাবে ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের পরীক্ষাটি ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষাটি ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ডগুলো।
পড়ুন: ‘চোখের সামনেই মারা গেল আমার বন্ধু’
মাদরাসা শিক্ষাবোর্ডের নতুন সময় সূচি
গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইভাবে ১৫ জুলাইয়ের পরীক্ষা ১৩ আগস্ট(বুধবার) অনুষ্ঠিত হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট(রবিবার) অনুষ্ঠিত হবে। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। আর ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষাবোর্ড
কারিগরি দ্বাদশ শ্রেণির ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩০ জুলাই, ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
একাদশ শ্রেণির ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩০ জুলাই, ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট(শুধুমাত্র গোপালগঞ্জ জেলা), ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ আগস্ট থেকে ১৩ আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৩৪ দিন আগে
সিলেট বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষাবোর্ড। আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
রবিবার (৩০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনিবোঝাই ট্রাক আটক
রবিবার (৩০ জুন) থেকে দেশের অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মতো সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে গত ২০ জুন সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
তবে ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বলেন, স্থগিত করা চারটি বিষয়ের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। ১৩ আগস্ট থেকে এই চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই থেকে রুটিন মোতাবেক পরীক্ষা শুরুর লক্ষ্যে সব প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থগিত করা চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখ পরিবর্তন হলেও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা
৫২২ দিন আগে
রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ
পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ইজতেমা উপলক্ষে সড়ক ও পার্কিং নির্ধারণ করল ডিএমপি-জিএমপি
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
মাহবুব হোসেন আরও বলেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন: সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের দাবির সঙ্গে সরকার একমত: তথ্য প্রতিমন্ত্রী
এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও জানান তিনি।
এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইলের মূল্য নির্ধারণ করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান
৬৪৬ দিন আগে