বিমসটেক মহাসচিব
তরুণদের সম্পৃক্ততা বাড়াতে বিমসটেক ইয়ুথ ফেস্টিভ্যালের পরামর্শ ড. ইউনূসের
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলোর তরুণ-তরুণীদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি ইয়ুথ ফেস্টিভ্যাল (যুব উৎসব) আয়োজনের জন্য জোটের সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষে ব্যাংককে জোটের মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এদিন সম্মেলনের শেষে বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। এ সময় দুই বছর পর ঢাকায় অনুষ্ঠেয় পরবর্তী বিমসটেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলনের আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: মোদি-ইউনূস বৈঠক: হাসিনাকে প্রত্যর্পণসহ সীমান্ত হত্যা নিয়ে আলোচনা
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ইউএনবিকে এ তথ্য জানান। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর জোটের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিমসটেক মহাসচিব।
এ সময় ড. ইউনূস তাকে বলেন, ‘বিমসটেক নেতারা যখন মিলিত হবেন, তখন আলাদাভাবে তরুণদের জন্য একটি সভা হওয়া উচিত। এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘একটি যৌথ ইয়ুথ ফেস্টিভ্যাল হওয়া উচিত। যেখানে প্রতিটি দেশ নিজেদের মতো অংশ নেবে এবং একটি দেশ নেতৃত্ব দেবে। এ উৎসব তরুণ-তরুণীদের একত্রিত করবে।’
এই প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে মহাসচিব পান্ডে বলেন, ‘এ ধারণাগুলো অসাধারণ। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো বাস্তবায়নে কাজ করব।’
এ সময় বিমসটেক মহাসচিবের কাছ থেকে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। জবাবে বিমসটেক মহাসচিব জানান, সদস্য দেশগুলোর বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে, যা গত ২১ বছরে অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব: প্রধান উপদেষ্টা
বিমসটেক সচিবালয়কে সংস্থার কার্যক্রমের ফলপ্রসূ বাস্তবায়নের জন্য একটি বার্ষিক বৈঠকের ক্যালেন্ডার তৈরিরও আহ্বান জানান ড. ইউনূস।
শুক্রবার ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা নতুন চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
২৪৪ দিন আগে
বিমসটেক মহাসচিবের শ্রীলঙ্কা সফর: আঞ্চলিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আঞ্চলিক সংস্থা বিমসটেকের মহাসচিব ও এর প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্র মণি পান্ডে শ্রীলঙ্কায় সরকারি সফর করে আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সাম্প্রতিক সফরকালে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিনি আমারাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বিমসটেকের প্রতি শ্রীলঙ্কার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড. হরিনি। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পাশাপাশি স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদার করার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমসটেক ফ্রেমওয়ার্কের আওতায় এসব খাতে আঞ্চলিক সহযোগিতার নেতৃত্ব দিচ্ছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিদেশ সফর শুরু হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
মহাসচিব পান্ডে শ্রীলঙ্কা সরকারের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শ্রীলঙ্কা কেবল তাদের নেতৃত্বাধীন খাতগুলোতেই নয়, অন্যান্য ক্ষেত্রেও আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে।’
সফরকালে তিনি শ্রীলঙ্কার বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: নয়াদিল্লিতে বিমসটেক রিট্রিটে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে বিমসটেক গঠিত।
এটি সাতটি বিস্তৃত খাতে আঞ্চলিক সহযোগিতা দিয়ে থাকে। খাতগুলো হলো— কৃষি এবং খাদ্য সুরক্ষা, কানেক্টিভিটি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, মানুষের পারস্পরিক যোগাযোগ, বিজ্ঞান-প্রযুক্তি এবং উদ্ভাবন, নিরাপত্তা এবং বাণিজ্য-বিনিয়োগ এবং উন্নয়ন।
সুনীল অর্থনীতি, পাহাড় কেন্দ্রিক অর্থনীতি, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নসহ আটটি উপখাতে সহযোগিতাকে অন্তর্ভুক্ত করে।
আরও পড়ুন: ১৬-১৯ জুলাই ঢাকায় বিমসটেকের ৫ম বৈঠক
২৯৭ দিন আগে
শ্রীলঙ্কা সফরে ষষ্ঠ সামিটের প্রত্যাশা তুলে ধরলেন বিমসটেক মহাসচিব
সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।
চলতি বছরের ৪ জানুয়ারি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম শ্রীলঙ্কা সফর।
সফরকালে মহাসচিব শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, পররাষ্ট্রমন্ত্রী এম ইউ এম আলী সাবরি এবং স্বাস্থ্যমন্ত্রী রমেশ পাথিরানার সঙ্গে সাক্ষাৎ করেন বিমসটেক মহাসচিব।
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অরুনি বিজয়বর্ধন, প্রধানমন্ত্রীর সচিব অনুরা দিসানায়েকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ডা. পলিথা মাহিপালা ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব থিলাকা জয়সুন্দরার সঙ্গে বৈঠক করেন তিনি।
আরও পড়ুন: ১২-১৩ মে ঢাকায় বিমসটেকের বৈঠক
প্রেসিডেন্ট বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎকালে ২০২২ সালের মার্চে কলম্বোতে অনুষ্ঠিত পঞ্চম শীর্ষ সম্মেলনের পর থেকে বিমসটেকের অগ্রগতি এবং ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা তুলে ধরেন মহাসচিব।
এ সময় প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বিমসটেকের প্রতি শ্রীলঙ্কার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে শ্রীলঙ্কার অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।
বিমসটেক মহাসচিবের সঙ্গে বৈঠকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি ২০২৩ সালের জুলাই মাসে ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বিমসটেকের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের কথা স্মরণ করেন।
বঙ্গোপসাগর অঞ্চলের জনগণ যাতে আঞ্চলিক সহযোগিতার সুফল পায় এজন্য বিমসটেকের গতিশীলতা বাড়াতে ও সাফল্য নিশ্চিত করতে সব স্তরে ঘন ঘন ও নিয়মিত বৈঠকের গুরুত্বের ওপর জোর দেন তিনি।
মানবসম্পদ উন্নয়নে শ্রীলঙ্কার বিমসটেকের শীর্ষস্থানীয় সদস্য রাষ্ট্র হওয়ার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সচিব অনুরা দিসানায়েকের সঙ্গে মহাসচিবের বৈঠক হয়।
তারা বিমসটেকের মানবসম্পদ উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মানবসম্পদ উন্নয়ন বিষয়ে বিমসটেকের কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করতে বিমসটেক বিশেষজ্ঞ গ্রুপের (এইচআরডি) প্রথম বৈঠকের সময়সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: সহযোগিতা জোরদারে পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত করার অঙ্গীকার বিমসটেক প্রধানের
বিমসটেকের স্বাস্থ্যবিষয়ক পরিকল্পনায় শীর্ষস্থানীয় সদস্য রাষ্ট্র হিসেবে বিমসটেক স্বাস্থ্য এজেন্ডা নিয়ে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে আলোচনা করেন ইন্দ্র মণি। এ সময় বিমসটেকের স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম বৈঠক আহ্বান নিয়েও আলোচনা করেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে শ্রীলঙ্কায় বিমসটেক প্রযুক্তি স্থানান্তর সুবিধা স্থাপনের বিষয়ে আলোচনা করেন বিমসটেক মহাসচিব। ২০২২ সালে কলম্বোতে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় এ নিয়ে অ্যাসোসিয়েশনের স্মারক সই হয়েছিল। এর পরিচালনা পর্ষদের প্রথম সভা আহ্বানের বিষয়েও আলোচনা হয়।
আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বিমসটেক মহাসচিব লক্ষ্মণ কাদিরগামার ইনস্টিটিউট (এলকেআই) আয়োজিত 'বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা' শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা কর্মসূচি এবং অ্যাডভোকাটা ইনস্টিটিউট ও বন্দরনায়েকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (বিসিআইএস) আয়োজিত দুটি গোলটেবিল অধিবেশনে অংশ নেন।
এই কর্মসূচিগুলোর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে বিভিন্ন কর্মকর্তা, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, চিন্তাবিদ, গবেষক এবং শিক্ষার্থীদের মতামত ও ধারণা জানার সুযোগ পান মহাসচিব। বঙ্গোপসাগর অঞ্চলে বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে অনেকের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ পান তিনি।
এছাড়াও শ্রীলঙ্কার সানডে মর্নিং সংবাদপত্রে সাক্ষাৎকার এবং টেলিভিশন মাধ্যমে আদা ডেরানার 'অ্যাট হাইড পার্ক' অনুষ্ঠানে একটি সাক্ষাৎকার দেন বিমসটেক মহাসচিব।
আরও পড়ুন: বাংলাদেশ ও বিমসটেক একসঙ্গে কাজ করবে: প্রধানমন্ত্রী
৫৯৮ দিন আগে