সমালোচনা
ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় শিক্ষার্থীর ৮ বছরের কারাদণ্ড
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য এক ছাত্র অ্যাক্টিভিস্টকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত।
ক্রেমলিনের প্রকাশিত ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউনের সর্বশেষ পদক্ষেপ এটি।
২৩ বছর বয়সী দিমিত্রি ইভানভকে রাশিয়ান সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়। একটি নতুন আইনে তার পোস্টকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল যা রাশিয়ান আইন প্রণেতারা মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর এক সপ্তাহ পরে পাস করেছিলেন।
এই আইনটি এমন ব্যক্তিদের বিচারের জন্য ব্যবহার করা হয়েছে যারা ক্রেমলিন সরকারের ‘একটি বিশেষ সামরিক অভিযান’ বলে জোর দেয়া সরকারি বিবরণ থেকে দ্বন্দ্বে বিচ্যুত হন।
বিশিষ্ট বিরোধী রাজনীতিবিদইলিয়া ইয়াশিন সাড়ে আট বছর জেল খেটেছেন। ভ্লাদিমির কারা-মুর্জা, যিনি বিচারের অপেক্ষায় কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধেও সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।
ইভানভকে তার টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য অভিযুক্ত করা হয়েছিল। তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানকে একটি ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছিল। রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো, বুচা, কিয়েভ শহরতলির ইরপিন এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করার বিষয়ে কথা বলেছিল। যার বেশিরভাগই অন্যান্য উৎস থেকে সংগ্রহ করে পুনঃপোস্ট ছিল।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় গণমাধ্যমকে মোমেন
২০২২ সালের এপ্রিলে গ্রেপ্তারের সময় ইভানভ এমএসইউ নামে পরিচিত রাশিয়ার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি প্রোটেস্ট এমএসইউ নামে একটি জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল চালাতেন, যা রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ফ্যান জোনের পাশে নির্মাণের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ কভার করার জন্য ২০১৮ সালে চালু করা হয়েছিল।
ইভানভকে প্রথমে একটি অননুমোদিত সমাবেশ আয়োজনের অভিযোগে ১০ দিনের জন্য জেলে রাখা হয়েছিল। কর্তৃপক্ষ তাকে ২৫ দিনের জন্য একই অভিযোগে আবার জেলে দেয় এবং তারপরে তাকে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়।
হেফাজতে থাকাকালীন ছাত্রটি তার চূড়ান্ত পরীক্ষা মিস করে এবং তার চূড়ান্ত গবেষণাপত্র জমা দিতে ব্যর্থ হয়।এরপর তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
ইভানভের বিচার চলাকালীন, একটি অস্বাভাবিক মোড়কে আদালত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এবং জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজ্যাকে সাবমিন করার প্রতিরক্ষা অনুরোধ অনুমোদন করে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ নিয়ে মতৈক্য ছাড়াই ভারতে জি-২০ বৈঠক শেষ
ইভানভের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে যেহেতু কর্তৃপক্ষ ইভানভের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মিথ্যা তথ্য রয়েছে তা প্রমাণ করার জন্য কর্মকর্তাদের বিবৃতি ব্যবহার করেছে। তাই তাদের আদালতে জবানবন্দি দেয়া উচিত।
তবে, তিনজনের কেউই আদালতে হাজির হওয়ার সমন মেনে চলেননি।
গত সপ্তাহে আদালতে তার চূড়ান্ত ভাষণে, ইভানভ তার বিরুদ্ধে অভিযোগগুলোকে ‘অযৌক্তিক দেখাচ্ছে’ বলে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে অপরাধের জন্য তাকে বিচার করা হয়েছিল ‘কোনও অস্তিত্ব থাকা উচিত নয়।’
ইভানভ বলেছিলেন, ‘তদন্তের মাধ্যমে আমাকে ভুয়া তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করার চেষ্টা করে একটি বড় ষড়যন্ত্র করেছে (নিজেই)। আক্ষরিক অর্থে প্রথম থেকে একেবারে শেষ শব্দ পর্যন্ত সম্পূর্ণ অভিযুক্ত বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।’ ‘ইতোমধ্যে এক বছর আগে লেখা প্রতিটি শব্দের বিষয়ে অনড় আমি।’
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান চীনের
গণতন্ত্রে যুক্তরাষ্ট্রেরও দুর্বলতা আছে: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার ‘বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিদেশিরা কথা বলছে’ প্রসঙ্গ টেনে তীব্র সমালোচনা করে বলেন, গণতন্ত্রে ‘দুর্বলতা’ সর্বত্রই আছে, এমনকি যুক্তরাষ্ট্রেরও।
তিনি বলেন, সব দেশেই গণতন্ত্রের ভালো-মন্দ দিক রয়েছে। এটি একটি নিখুঁত পরিস্থিতি নয়। বরং এটি একটি গতিশীল ও বিকশিত প্রক্রিয়া। নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র পরিপক্ক হয়।
বাংলাদেশে গণতন্ত্র ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বারবার মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মোমেন এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিদেশিরা তখনই মন্তব্য করে যখন গণমাধ্যম তাদের কাছে যায়। তাদের কাছে না গিয়ে আপনাদের উচিত আমাদের কাছে আসা (প্রশ্ন করে)।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের ‘দুর্বলতা’ আছে কিন্তু সরকার সেই দুর্বলতাগুলো কিভাবে সংশোধন করা যায় তা দেখার চেষ্টা করছে।
আরও পড়ুন: বাংলাদেশের বাইরের পরামর্শের প্রয়োজন নেই: মোমেন
তিনি বলেন, ‘আমাদের দুর্বলতা আছে। কিন্তু তার মানে এই নয় যে তাদের (যুক্তরাষ্ট্র) সেরাটা আছে। তাদের নিজস্ব দুর্বলতা আছে।’
আব্দুল মোমেন বলেন, ‘আমরা বড় শক্তিধর নই। তারপরও এদেশে আমাদের নীতি ও মূল্যবোধ আছে। যেখানে অন্যায় দেখি সেখানে আমরা সোচ্চার থাকি। এই হল বাংলাদেশ।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, এদেশে যখন গণহত্যা চলছিল তখন তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের ধারে কাছেও আসেনি এবং মিয়ানমারে যখন গণহত্যা চলছিল তখন কেউ তাদের আশ্রয় দেয়নি। কে দিয়েছিল? দিয়েছিল বাংলা। এই হল বাংলাদেশ। মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দেয়ার সাহস আছে শেখ হাসিনার।
মোমেন বলেন, বাংলাদেশ গণতন্ত্রে নেতৃস্থানীয় এবং এদেশের মানুষ একাত্তরে রক্ত দিয়েছে।
তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা রক্ত দিয়েছি। পৃথিবীর কোথাও কি এরকম দেখেছেন? যখন জনগণের কণ্ঠস্বর ও গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা হয়েছিল, তখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি।’
আরও পড়ুন: সরকারের সম্পত্তি ও জীবন রক্ষার অধিকার আছে: মোমেন
মোমেন বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল। তাহলে, অন্যরা আমাদের কতটা শেখাবে? আমরা এখনও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পাশে আছি।
নির্বাচন প্রসঙ্গে মোমেন বলেন, সরকার নির্বাচনের সময় একটি মৃত্যুও দেখতে চায় না।
তিনি বলেন, ‘সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সরকার এতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছে।’
তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করব। বিদেশিদের কাছে না যাওয়াই ভালো।
মোমেন আরও বলেন, শেখ হাসিনা সহজে দায়িত্ব হস্তান্তরের প্রমাণ দিয়েছেন।
মোমেন মার্কিন নির্বাচনে তুলনামূলকভাবে খুব কম ভোট দেয়ার ও তরুণদের রাজনীতিতে আসার আগ্রহের অভাব বর্ণনা করেন। তিনি বলেন, তারা কি তাদের (যুক্তরাষ্ট্র) গণতন্ত্র পছন্দ করে না? কেন তরুণরা (সামনে) আসছে না... আপনাদেরর (সাংবাদিকদের) উচিত তাদের সেসব প্রশ্ন করা।
আরও পড়ুন: ব্রুনাইয়ের সুলতান আসছেন ১৫ অক্টোবর: মোমেন
বিএনপির শাসনামলে প্রতিটি ধাপে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপিকে কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) নির্বাচন ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু তাদের শাসনামলে প্রতিটি ধাপে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
প্রধানমন্ত্রী শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভোট কারচুপিতে তারা (বিএনপি) চ্যাম্পিয়ন। এক কোটি ২৩ লাখ জাল ভোটারদের অন্তর্ভুক্ত করা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে এবং সেই অধিকার রক্ষা করে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে বন্দী অবস্থা থেকে জনগণের ভোটাধিকারের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশ বিরোধী অপপ্রচারের উপযুক্ত জবাব দিন: প্রবাসীদের প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার কারণে বাংলাদেশে সামাজিক উন্নয়ন ঘটেছে।
তিনি বলেন, বিএনপি বারবার অগ্নিসংযোগ, হত্যা, অবরোধ আরোপের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করেছে।
জিয়ার পরিবারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমদের তহবিল অপব্যবহারের জন্য দুর্নীতির মামলায় এবং তার ছেলে তারেক রহমান মানি লন্ডারিং ও ১০ ট্রাক অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
তিনি জানান, জিয়ার অপর ছেলে প্রয়াত কোকোর অবৈধভাবে লুটপাট করা অর্থও বাংলাদেশ সরকার ফেরত এনেছে।
তিনি বলেন, তার সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রবাসীদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তারা সব সময় বাংলাদেশের দুঃসময়ে পাশে থাকে।
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নিউইয়র্কে প্রধানমন্ত্রী
ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সাফ জেতার মধ্য দিয়ে মেয়েদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা জয় করেছি: সাবিনা
সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় সাবিনা ও তার মাকে সংবর্ধনা দেয়া হয় এবং তাদের হাতে নগদ ১ লাখ টাকা ও ক্রেস তুলে দেয়া হয়।
শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই উঞ্চ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় সাবিনা বলেন, ‘আমি আপ্লুত ও আন্দোলিত। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আমি মহাখুশি। ’
ফুটবল মাঠের ১২ বছরের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন,‘এত সহজ ছিল না। নানা সমালোচনা সহ্য করে আজ নারীদের এই জায়গা তৈরি করতে হয়েছে। ’
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শুরুতে যখন ফুটবল খেলতে শুরু করেছি তখন আমার পরিবার সাপোর্ট করলও পাড়া-প্রতিবেশিরা মেনে নেয়নি। নানা সমালোচনা করেছে তারা। আমরা যখন সাতক্ষীরা পিটিআই মাঠে অনুশীলন করতে যেতাম, তখন প্রায় নানা সমালোচনার মুখে পড়তাম। কিন্তু আজ সেই সমালোচনাকে জয় করতে পেরেছি। নারী ফুটবলকে দেশের মানুষ যে এতো ভালোবাসে তা বুঝতে পারিনি।’
সাবিনা সাতক্ষীরা জজ কোর্ট সংলগ্ন মেইন সড়ক থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানান জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক সাবিনার দাবি পুরণের আশ্বাস প্রদান করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এর আগে শুক্রবার ভোরে সাবিনা তার সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগস্থ বাড়িতে পৌঁছায়। ওই দিন সকাল সাড়ে ১০ টায় সাবিনাকে সু-সজ্জিত একটি ছাদখোলা গাড়িতে করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রথমে সার্কিট হাউজে নিয়ে আসেন। পরে তাকে ছাদখোলা গাড়িতে করে পুরো সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করানো হয় এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেয়া হয় রাজকীয় সংবর্ধনা।
সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক বলেন, অধিনায়ক সাবিনা ও ডিফেন্ডার মাসুরা সাতক্ষীরার মুখ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করেছে। তারা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নারী খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সাবিনা ও মাসুরা দেশের মুখ উজ্জ্বল করেছে। তাদের মুখ উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। সাবিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উঞ্চ সংবর্ধনা দেয়া হলো।
তিনি বলেন, সাফ জয়ী ডিফেন্ডার মাসুরা পারভিন এখনো সাতক্ষীরার মাটিতে পা রাখেননি। মাসুরা সাতক্ষীরায় আসার পর একইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকেও সংবর্ধনা দেয়া হবে।
আরও পড়ুন: দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কারে দেবেন প্রধানমন্ত্রী
বাঘিনীদের রাজসিক বরণ
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ না পেয়ে মোদি সরকারের সমালোচনায় মমতা
ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ না পেয়ে কেন্দ্রীয় সরকারের ওপর চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার কলকাতা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের এক সম্মেলনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি চমৎকার সম্পর্কের অংশীদার, অথচ ভারতের কেন্দ্রীয় সরকার তার সফরের সময় আমাকে আমন্ত্রণ জানায়নি।’
পড়ুন: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মমতাকে পাঠানো হলো ১ টন হাড়িভাঙ্গা আম
মমতা বলেন, ‘আমি দ্বিপক্ষীয় পররাষ্ট্রনীতি বিষয়ে বলতে চাই না। কিন্তু আমি জানতে পেরেছি যে অন্য কোন রাষ্ট্র কর্তৃক যাতে আমি আমন্ত্রিত না হই কেন্দ্রীয় সরকার সে চেষ্টাই করছে। আমি জানতে চাই কেন কেন্দ্রীয় সরকার বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমার দেখা করা নিয়ে বিচলিত।’
বৃহস্পতিবার দেশের রাজধানী থেকে ৩৫০ কিলোমিটার দূরের রাজস্থানের খাজা মঈনুদ্দিন
পড়ুন: কলকাতায় মমতা ব্যানার্জীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
চিশতীর মাজার আজমীর শরীফ পরিদর্শনের মধ্য দিয়ে শেখ হাসিনা চারদিনে ভারত সফর শেষ করেছেন।
তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে মমতার সঙ্গে দেখা করতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘মমতা আমার বোন। আমি চাইলেই তার সঙ্গে দেখা করতে পারি। সবসময় আমাদের ভালো সম্পর্ক আছে।’
আরও পড়ুন: ভাগ্নে অভিষেকেই আস্থা মমতার
সড়কে নৈরাজ্যের জন্য সরকারের সমালোচনা বিএনপির
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার দেশের পুরো সড়ক ব্যবস্থাপনাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দামী স্যুট পরে সুন্দরভাবে বলেছেন, আওয়ামী লীগ যা করছে, তা অতীতে কখনো হয়নি। কিন্তু আপনি তো পুরো সড়ক ব্যবস্থাপনাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন।’
শনিবার চলমান লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা এবং জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এই বিএনপি নেতা বলেন, সড়কে বিশৃঙ্খলার কারণে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। ‘আমরা দেখেছি যে গতকাল মাইক্রোবাসে করে ১১ জন শিক্ষার্থী যাচ্ছিল, ট্রেন সবাইকে হত্যা করেছে। এমন অসংখ্য নজির আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি।’
সরকার দেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে নস্যাৎ করছে বলে এসময় অভিযোগ করেন ফখরুল।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার চুরি, ডাকাতি ও লোভের কারণে গণতন্ত্র, বিচার বিভাগ ও ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন,‘বাংলা সাহিত্যে একটি কথা আছে যে রাজার দোষে রাজ্য নষ্ট হয়, কিন্তু জনগণ কষ্ট পায়।আমরা যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছি তার জন্য শেখ হাসিনার সরকার দায়ী।’
তিনি বিএনপির নেতা-কর্মীদের এক দফা দাবিতে ‘দানব’ ‘ফ্যাসিবাদী’ সরকারকে উৎখাতের শপথ গ্রহণের আহ্বান জানান।
ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে বর্তমান স্বৈরাচারী সরকারের দুঃশাসনের হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। জনগণের আন্দোলনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে অবশ্যই সকল সমস্যার সমাধান করে এদেশকে সত্যিকারের জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।
আরও পড়ুন: মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য সরকার কম জনসংখ্যা দেখাচ্ছে: ফখরুল
আ.লীগের ‘মেগা দুর্নীতি’ দেশকে অন্ধকার খাদের প্রান্তে পৌঁছে দিয়েছে: ফখরুল
নেতাদের সমালোচনা নয়, সরকারের উন্নয়নের কথা বলুন: কাজী জাফর উল্লাহ
নেতাদের সমালোচনা না করে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, ‘দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। অযথা নিজেরে মধ্যে ভাঙন ধরাবেন না। দলের নেতাদের সমালোচনা না করে, সরকারের উন্নয়নের কথা বলুন।’
বুধবার ফরিদপুরের ভাঙ্গায় নিজ বাড়ী কাউলি বেড়া জেলা আওয়ামী লীগ ও উপজেলার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জাফর উল্লাহ বলেন, ‘আমরা নেতারা যদি সকলেই মিলেমিশে চলতে পারি তাহলে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হবে, আর এতে আওয়ামী লীগ শক্তিশালী হবে।
পড়ুন: মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বিএনপির গণঅনশন কর্মসূচি
তিনি বলেন, নিজেরদের গীবত করে যদি কেউ বাহবাহ নিতে চান, তারা নিশ্চয় বোকার স্বর্গের বাস করছেন, নিজের যেমন ক্ষতি করছেন, তেমনি দলেরও।
আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। নিজেকে এবং দেশের মানুষকে ভালো রাখেতে হলে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই।
এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন: দ্রব্যমূল্য কমায় জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে: তথ্যমন্ত্রী
সমালোচনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি চান এলজিআরডিমন্ত্রী
সমালোচনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি দেয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সমালোচনার বাক্সবাহী বিএনপিসহ অনেকেই জনগণের পাশে নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার বলেছেন, করোনা মহামারির এসময় সমালোচনার বাক্স নিয়ে বসে থাকা বিএনপি ও এমন অনেকেই জনগণের পাশে নেই।
যশোরে স্বর্ণের বারসহ আটকদের চোখ বেঁধে রাখায় সমালোচনার ঝড়
যশোরের বেনাপোল বড়আঁচড়ার ভাঙ্গার মোড় থেকে শনিবার ৩০টি স্বর্ণের বারসহ দুজনকে আটকের পর বিজিবির সদস্যরা তাদের চোখ ও হাত বেঁধে কার্যালয়ে বসিয়ে রাখার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।