জেলা আওয়ামী লীগ
মাশরাফি ও জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন
নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে আলাদাতপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা।
সোমবার (৫ আগস্ট) বিকালে দফায় দফায় এসব হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার ভাঙল দুর্বৃত্তরা, ৫০০ বন্দির পলায়ন
এ ছাড়া পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা আগুন দিচ্ছে, ভাঙচুর করছে এবং লুটপাট করছে তা আমাদের জানা নেই। আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি আমরা।’
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘আমরা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’
আরও পড়ুন: শিক্ষার্থী-আন্দোলনকারীদের তারেক রহমানের অভিনন্দন
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
৪৮৬ দিন আগে