৩ জনের পদত্যাগ
হাবিপ্রবির উপাচার্য, প্রক্টর ও উপদেষ্টাসহ ৩ জনের পদত্যাগ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য, প্রক্টর ও ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টাসহ তিন কর্মকর্তা নিজ নিজ দ্বায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগ করা তিনজন হলেন- হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহবুবব হোসেন।
আরও পড়ুন: ১০ দফা দাবিতে হাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক ও সরকার ব্যবস্থায় পরিবর্তনের ফলে শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত দ্বায়িত্ব থেকে পদত্যাগের ঘটনা ঘটেছে।
এদিকে, উপাচার্যের পদত্যাগের খবর উৎফুল্লতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকেই উপযুক্ত শিক্ষককে নতুন উপাচার্য হিসেবে পেতে চাইছেন তারা।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আগামী ১৮ আগষ্ট বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে তার আগেই হলে ফিরতে চান শিক্ষার্থীরা।
অবশ্য নিরাপত্তার প্রশ্নে কিছুটা আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতরা।
আরও পড়ুন: হাবিপ্রবিতে র্যাগিংয়ের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ১, হাবিপ্রবির ২ নেপালি শিক্ষার্থী আহত
৪৮৩ দিন আগে