একদিনের বেতন
বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি’র কর্মীরা
সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় নিজেদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের রাইডারভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি’র কর্মকর্তা-কর্মচারীরা।
ফুডির মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দান সেনা সদস্যদের
বন্যার্তদের পাশে থাকতে আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুডি’র সারাদেশের মাঠ পর্যায়ের কর্মীরাসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে ফুডির কর্মীরা।
ফুডিতে বর্তমানে ১ হাজার ৫০০ জন কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: বন্যার্তদের সহযোগিতায় ১ দিনের বেতন দিচ্ছেন কুয়েট শিক্ষকরা
৪৬৬ দিন আগে
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দান সেনা সদস্যদের
বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আইএসপিআর জানায়, বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।
আরও পড়ুন: ‘৫০ বছরে ফটিকছড়িতে এমন বন্যা দেখিনি’
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই অর্থ দেওয়া হয়েছে।
এদিকে চলমান বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১টি জেলার ৪৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বন্যায় ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ লাখ ৮৭ হাজারের বেশি পরিবার এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল
৪৬৮ দিন আগে