ফ্যাসিস্ট সরকার
পতিত ফ্যাসিস্টের মতোই দেশ চালাচ্ছে সরকার: এনসিপি
অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই এই সরকারও দেশ চালাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা এমন অভিযোগ করেন।
গতকাল জাতীয় শোকদিবস পালনের পর আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি নেতারা। এর আগে সকালে সার্কিট হাউসে গত ২৪’র জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতা সারজিস আলম, হাসনাতআব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা সাক্ষাত করেন।
পরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের শহীদদের স্মরণে একটি শোকমিছিল বের করা হয়। এতে কালো ব্যাজ পড়ে নেতৃত্ব দেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ। এর পর চাঁদপুর বাসস্ট্যান্ডে জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে দুপুর ১২টায় পথসভা করেন তারা।
২৪’র জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক সারজিস আলম, নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, চাঁদপুরে কোনো প্রকার চাঁদাবাজি ও বালু উত্তোলন চলবে না। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি।
আরও পড়ুন: এবার চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড করে দিল বিএনপি নেতাকর্মীরা
দুপুরের কাঠফাটা রোদ উপেক্ষা করে কয়েক হাজার স্কুল কলেজ মাদসার ছাত্র ছাত্রী নারী শিক্ষক-জনতা এতে যোগ দেন। আশপাশে প্রচুর পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেলা এনসিপির সংগঠক মেহেদী হাসান তানিম, সদর উপজেলা এনসিপি আহবায়ক তামিম খান, এনসিপি জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিমান দুর্ঘটনায় যেসব শিক্ষকও শিশুরা প্রাণ হারিয়েছেন ও ২৪’র জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে গেছেন—তাদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পথসভায় সারজিস আলম বলেন, বিমান দুঘর্টনায় যারা মারা গেছেন এই সরকারকে নিরপেক্ষভাবে বিমান দুর্ঘটনার তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। তিনি বলেন, আমাদের জুলাই আন্দোলনে চাঁদপুরের মোট ৩১ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। তাদের পরিবারের পাশে এ সরকারকে থাকতে হবে। এ দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। তবে দলের ভিতরে কোনো শত্রু ও ফ্যাসিস্ট সরকারের কেউ থাকতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম শুরু।
নাসির উদ্দীন পাটোয়ারি বলেন, চাঁদপুরে বেআইনীভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী সিকস্তির বহু মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর জুলাই আন্দোলনের পর একটি সুন্দর বাংলাদেশ গড়তে। কিন্তু আমরা হতাশ।
অন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের মতোই এ সরকার দেশ চালাচ্ছে। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মেহেরিন মেডামকে যথাযথ শহীদের মর্যাদা দিতে পারিনি। তিনি স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার চিত্র তুলে ধরে অবিলম্বে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করার আহবান জানান। বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার কিছুই বুঝে না। নিজেই চিকিৎসা নিতে বিদেশে যান।
আরও পড়ুন: ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সমাবেশ স্থগিত করল এনসিপি
তিনি বলেন, বিমান বাহিনীর প্রধান হাসিনার আমলের। তিনি তিন হাজার কোটি টাকা বানিয়েছেন হাসিনার আমলে। ফ্যাসিস্ট আ লীগ ছাত্র লীগ ও যুবলীগ যদি মাথাচারা দিয়ে উঠতে চায় তাদের এদেশ থেকে নির্মুল করা হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে আর চায় না। তাদের রাজনীতি, মুজিববাদের রাজনীতি এদেশে আর চলবে না। তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের সুস্থতা কামনা করেন।
১৩৫ দিন আগে
ফ্যাসিস্ট সরকার আমাদের বুকে চেপে বসেছিল: মির্জা ফখরুল
দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এ নির্বাচনেই মুক্ত হবে গণতন্ত্র। বিগত অবৈধ ফ্যাসিস্ট সরকার একটা পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল।’
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ক্রীড়াঙ্গন বলেন, সংস্কৃতি বলেন, ও সুশাসন প্রতিষ্ঠা করতে গণতন্ত্র প্রয়োজন। আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনই হচ্ছে একমাত্র পথ।’
‘গত ১৫ বছর আমরা ভয়ঙ্কর সময় পার করেছি। বিগত অবৈধ ফ্যাসিস্ট সরকার একটা পাথরের মতো আমাদের বুকে ছিল। তারা দানবের মতো দেশের সব প্রতিষ্ঠানসহ আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গত বছর ছাত্র-জনতার হাত ধরে ভূমিকম্প হয়ে গেল। তাদের গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সৃষ্টি। একটি রাজনৈতিক দল আজ সারা দেশে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে।’
আরও পড়ুন: আগে জাতীয়, পরে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
এসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমিরা উপস্থিত ছিলেন।
দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ দলীয়করণ করেছিল। ফলে ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গেছে। আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়মুক্ত করতে চাই। আর তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এ ব্যাপারে কাজ করছি।’
২৯২ দিন আগে
ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ছাত্র জনতার আত্মত্যাগ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে। আমরা একটি বিশেষ অবস্থা পার করছি।
তিনি বলেন, আমরা যদি সেই পরিবর্তনটা আনতে না পারি, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে। তাদের কাছে ঋণী হয়ে থাকব।
আরও পড়ুন: বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: উপদেষ্টা নাহিদ
তিনি আরও বলেন, আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তাহলে পরিবর্তনটা আসবে। কারণ ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে।
রবিবার (৬ অক্টোবর) ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ জেলা পরিষদ আয়োজিত ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট সরকার ছিল না। কোনো অঘটন ঘটেনি। আপনারা দায়িত্ব পালন করেছেন, কাজ চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবর্তনের ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কর্মকর্তারা মোকাবিলা করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের একটি হলো-নিরাপত্তা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের প্লাস পয়েন্ট। এতে করে পরে ওই ধরনের ঘটনা কম ঘটবে।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও বন্যাজনিত রোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণ করতে পারবেন: সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন
৪২৪ দিন আগে