ভাই
শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড
খুলনায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামাতা ও তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন—দৌলতপুর থানা এলাকার আতিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া মো. শেখ তুজাম শেখের ছেলে মো. শেখ রাশেদ এবং তার ছোট ভাই মো. শেখ রকিবুল ইসলাম।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মোবাইলে কথা বলতে বলতে আ. রশিদ ঢালী বাড়ি থেকে বের হয়ে যান। রাত ৮টার দিকে তিনি তার মেয়ে তিন্নিকে কল দিয়ে বলেন, তিনি ফুলবাড়িগেটে অবস্থান করছেন। তখন তিন্নি বাবাকে বাড়িতে দ্রুত আসার জন্য তাড়া দিতে থাকেন।
আরও পড়ুন: ঢাবি ছাত্র সাম্য হত্যার ঘটনায় আটক ৩
বাবা বাড়িতে ফিরে না আসায় সাড়ে ৮টার দিকে পুনরায় বাবার ফোন কল দিলে বিপরীত থেকে বন্ধ আছে বলে জানতে পারেন তিন্নি। রাত ৯টার দিকে বাবার ফোন থেকে কল আসে ও অজ্ঞাতনামা এক ব্যক্তি জানান ওই নম্বরটি তিনি রাস্তায় পেয়েছেন।
তখন তিন্নি তার অবস্থান জানতে চাইলে সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়ে ফোনটি বন্ধ করে দেন। তখন তিন্নি তার স্বামী রাশেদকে ফোন দিলে শ্বশুর রশিদের বাড়িতে আসেন ও সবাই মিলে রশিদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করতে বের হন। পরবর্তীতে দুই দিন পর পরিবারের লোকজন জানতে পারেন, আড়ংঘাটা থানাধীন তেলীগাতি বাইপাস মহাসড়কের পাশে রিপন ফকিরের মাছের ঘেরের পাশে একটি লাশ পড়ে আছে। তারা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
২৪ অক্টোবর নিহতের স্ত্রী ফারজানা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মামলা করেন।
২০৫ দিন আগে
চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা, ভাইয়ের যাবজ্জীবন
নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী সদর উপজেলার বীরগ্রামের দিলীপ বৈরাগীর ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে প্রতিদিনের মতো হৃত্তিকা তার কাকা দিলীপের বাড়িতে খেলতে যায়। ওইদিন রাত হয়ে গেলেও হৃত্তিকা বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। পরদিন বাড়ির পাশে পুকুর পাড়ে হৃত্তিকার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে জানতে পারেন তার কাকার বাড়িতে যাওয়ার পরে তার চাচাতো ভাই হৃদয় তার সঙ্গে খেলা করা অবস্থায় তাদের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা এবং রাতের অন্ধকারে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়।
এর পরের দিন ৩০ ডিসেম্বর হৃত্তিকার বাবা দশরথ বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয়ের নামে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না।
২১৮ দিন আগে
মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
মাছ ধরাকে কেন্দ্র করে সাতক্ষীরায় আপন ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।
আরও পড়ুন: পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘ইতোমধ্যে ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি বলেন,‘হাসপাতালের আপডেট পাওয়ার পর আমরা বিস্তারিত জানাতে পারব।’
২৪৩ দিন আগে
পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ভাইয়ের পা বিচ্ছিন্ন
পিরোজপুরে জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আবু সালেহ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহতের ছোট ভাই আবুল বাশার রুবেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আবু সালেহ ও রুবেল পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আহত রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রেক্সোনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত আবু সালেহের বোন আফসানা মিমি বলেন, ‘আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম সুমন, রুম্মান, নজরুল ইসলাম বাবুল চৌকিদার, নান্না, লিটন, মিরাজ, সবুজ, মাসুম শরিফসহ অনুমান ১০-১৫ জন দলবদ্ধ হয়ে ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবশে করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসা. সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে সন্ত্রাসীরা আবু সালেহকেও কুপিয়ে জখম করে পাশের একটি ডোবায় ফেলে রাখে।’
নিহত আবু সালেহর স্ত্রী সোনালী আক্তার বলেন, ‘আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম, রাতে আমার দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি, সুমন ও আরও লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে।’
তিনি বলেন, ‘আমাদের ঘরে ঢুকে ১ লাখ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণের বিভিন্ন অলঙ্কার নিয়ে যায়।’
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু সালেহ ও রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে আবু সালেহর মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনাকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।’
২৫৪ দিন আগে
পগবাকে অপহরণ মামলায় ভাইয়ের ৩ বছরের জেল
নিজের ভাইকে অপহরণ ও চাঁদাবাজির দায়ে ফরাসি ফুটবলার পল পগবার ভাই মাথিয়াস পগবাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্যারিসের অপরাধ আদালত মাথিয়াসকে মামলায় দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
আগে থেকেই জেলে থাকা মাথিয়াসকে অবশ্য তিন বছরই শাস্তি ভোগ করতে হচ্ছে না। দুই বছর তিনি জেল খাটায় বাকি এক বছর এখন তাকে গৃহবন্দি ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশি নজরদারিতে থাকতে হবে।
ঘটনাটি ২০২২ সালের। ওই বছরের মার্চে বন্দুকের মুখে পগবাকে তুলে নেয় কয়েক ব্যক্তি। এরপর তার কাছে ১৩ মিলিয়ন ইউরো দাবি করে তারা।
ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে, মাথিয়াস এবং পগবার শৈশবের বন্ধুরা মিলে তাকে অপহরণ ও চাঁদাবাজির ষড়যন্ত্র করে। এরপর তিনি তাদের ১ লাখ ইউরো দিলেও তারা আরও টাকার জন্য তাকে চাপ দিতে থাকে।
এমনকি ভাইয়ের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে হুমকিও দেন মাথিয়াস। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ফরাসি মিডফিল্ডার।
আরও পড়ুন: আমি প্রতারক নই: ডোপ নিষেধাজ্ঞা নিয়ে পগবা
এ ঘটনায় মাথিয়াস ছাড়া আরও পাঁচজনের নামে মামলা হয়। দুই বছর পর ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের মধ্যে থেকে রুশদেন নামের একজনকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অন্য চার অভিযুক্তকেও চার থেকে আট বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওই ঘটনায় পল পগবা আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে বলে জানায় আদালত। আদালতের রায় অনুযায়ী, সে সময় তার মোট ১ লাখ ৯৭ হাজার ইউরো আর্থিক ক্ষতি হয়। এছাড়া যে মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে তাকে ওই সময় পার করতে হয়েছে, আর্থিক মূল্যে তার পরিমাণ ৫০ হাজার ইউরো নির্ধারণ করেছে আদালত। এই অর্থের মোট অঙ্ক মাথিয়াস ছাড়া বাকি পাঁচজনকে পরিশোধ করারও আদেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানিতে প্রকাশ পায়, মাথিয়াস ওই ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অবশ্য মাথিয়াসের আইনজীবী এই শাস্তিকে অত্যন্ত কঠোর বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আইনজীবীর দাবি, মাথিয়াসকে এই ষড়যন্ত্রে জড়িত হতে প্রলুব্ধ করা হয়েছিল।
২০২৩ সালে ডোপ টেস্টের ফল পজিটিভ আসায় পেশাদার ফুটবলে নিষিদ্ধ হন পল পগবা। তারপর সম্প্রতি তার শাস্তি কমানো হলেও এরই মধ্যে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউভেন্তুস।
তবে সব প্রতিকূলতা কাটিয়ে শিগগিরই মাঠে ফেরার প্রত্যয় ঝরেছে ২০১৮ বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলারের কণ্ঠে।
৩৫০ দিন আগে
সিলেটে ভাইয়ের সঙ্গে জমির বিরোধে খুনের অভিযোগ
সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে সুলতান আহমদ নামের এক যুবক আপন চাচাতো ভাই হুসেন আহমদকে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।
এদিকে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
স্থানীয়রা জানান, জমি নিয়ে হুসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে সুলতান ধারালো অস্ত্র দিয়ে আপন চাচাতো ভাই হুসেনকে গলকেটে হত্যা করে।
এসময় সুলতানকে গ্রামবাসীরা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সুলতানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
৩৯১ দিন আগে
হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই ভুট্টু গ্রেপ্তার
রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে ভুট্টুকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
ভুট্টু কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত করিম উদ্দিন আহমেদের ছেলে এবং লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই।
গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপপরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্নাসহ ৪ জন আওয়ামী লীগ নেতা নিহত হন। এ ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে ১২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ১৬ নম্বর আসামি শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যুবদলের ২ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
৪০২ দিন আগে
ইয়াছিন হত্যাকাণ্ড: এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন
কুমিল্লায় ইয়াছিন মিয়া হত্যা মামলার আসামি দুই ভাইয়ের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে হেরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন মো. শাহজাহান মিয়া (৩৭) এবং তার ভাই আসামি সেলিম মিয়াকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফকিরমূড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি নুরুল ইসলাম জানান, প্রেমের জের ২০২০ সালের ১৮ মে রাত সোয়া ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। এ ব্যাপারে নিহতের বড়ভাই মো. মিজানুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ও কুমিল্লা পিবিআইয়ের এসআই আব্দুর রজ্জাক সর্দার ২০২০ সালের ২১ মে আসামি শাহজাহান ও ১১ জুন আসামি সেলিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে ঘটনার মূল রহস্য উদঘাটন হয়।
এরপর ২০২১ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও শুনানির মাধ্যমে আসামি শাহজাহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দীন টিপু বলেছেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।
আরও পড়ুন: শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
৪৯২ দিন আগে
চিনি ভেবে বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই মৃত্যুশয্যায়
কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিমের ভাই আলিফকে (৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু
প্রতিবেশি জুয়েল আলী বলেন, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। এ দিকে ওই দুই শিশু ঘরের মধ্যে খেলছিল। এক পর্যায়ে চিনি ভেবে তারা ঘরে রাখা ইদুর মারার বিষ খেয়ে ফেলে।
পরে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্য হয়।
অসুস্থ আলিফ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
৫১৯ দিন আগে
সিলেটের গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন
গোয়াইনঘাটে দুই শতক জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই রুহুল আমিনের রডের আঘাতে ছোট ভাই ইব্রাহিমের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
নিহত ইব্রাহিম নিয়াগুল গ্রামের হোসেন আহমদ ওরফে হুরু হুনার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আহমদের দুই ছেলের মধ্যে দুই শতক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো দিয়ে ইব্রাহিমের গলায় পোঁচ দেন রুহুল আমিন। এতে ইব্রাহীম মাটিতে লুটিয়ে পড়েন ও প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মূল ঘাতক রুহুল আমিন ও তার স্ত্রী রাবেয়া বেগম পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠান।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত ঘটনার জেরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ও হামলার ঘটনা ঘটে। এতে দুই ভাইয়ের একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মূল ঘাতকসহ জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে বলে জানান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
জমি নিয়ে বিরোধ: বাগেরহাটে ভাইয়ের হাতে ভাই খুন
৫৩৭ দিন আগে