ভারতীয় মালামাল জব্দ
সিলেটে গরু ও সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
সুনামগঞ্জের রঙ্গারচরের হরিণাপাটি গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকার বাজারমূল্যের ভারতীয় শাড়ি, লেহঙ্গা ও কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। আর সিলেটের জৈন্তাপুরে পাঁচটি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) ভোরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, ২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক রফিকুল ইসলাম অভিযান চালিয়ে এসব পণ্য ও গরু জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ২ নম্বর রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে অভিযান চালিয়ে ৪ হাজার ২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, ৪ হাজার ৯২২টি কসমেটিক্র সামগ্রী ও ২০ হাজার ১২০টি চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
আরও পড়ুন: গাজীপুরে চোর অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা, কারখানা বন্ধ ঘোষণা
এ বিষয়ে ২৮ বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে পুলিশ। আজ ভোর সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী খেলার মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মালিকবিহীন ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ করে। যার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
পুলিশের ধারণা, ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে গরুগুলো।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৫৮ দিন আগে
বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল জব্দ, ট্রাকচালক গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আসা প্রায় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মালামালগুলো বহন করা ট্রাকচালককে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় ট্রাকচালক ফিরোজ রহমান (৩৪) কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বিজিবি জানায়, সীমান্তের ৮৪২/১ এস নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে মালামালসহ ভারতীয় ট্রাক ও ট্রাকচালক ফিরোজ রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মদ এক বোতল, ত্বক ফর্সা করা ক্রিম ৩৯০টি, শীসা তেল ১৬টি, পোকো মোবাইল একটি, ভারতীয় সিম একটি, ভারতীয় মুদ্রা ১ হাজার ১৯০ রুপি, সৌদি মুদ্রা ৫ রিয়াল জব্দ করা হয়।
জব্দ মালামালের মূল্য প্রায় ১লাখ ৪৫ হাজার ২৩৫ টাকা হবে বলেও জানান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে।’
আরও পড়ুন: সিলেটে দুইদিনে পৌনে ২ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
৩৫৫ দিন আগে