যুবদল নেতা নিহত
আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত
পাবনা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫)।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, দুই নেতা বহিষ্কার
স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল পাভেলদের। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের সামনে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। পরে আশপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৩ দিন আগে
শরীয়তপুরে আ. লীগ সমর্থকদের হামলায় যুবদল নেতা নিহত
শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় যুবদল নেতা এমদাদ হাওলাদার (৫০) নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) সকালে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ভোজেশ্বর বাজারে হামলায় নিহত হন।
নিহত এমদাদ হাওলাদার জপসা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জপসা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল শিকদারের ছোট ভাই তুহিন সিকদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন এমদাদের ওপর হামলা চালায়। হামলায় তার বড় ছেলে রাজিব হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এমদাদ হাওলাদারকে মৃত ঘোষণা করেন। তার ছেলে রাজিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের ছোট বোন ফিনসি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই কারো ক্ষতি করেনি। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, তাই বলে এভাবে প্রাণ নিতে হবে? আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শহীদুল শিকদার বা তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে রাজি হননি।
নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুরুজ উদ্দিন আহাম্মেদ বলেন, ‘ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলমান। এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১৭৮ দিন আগে
কুড়িগ্রামে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবদল নেতা নিহত
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল পৌর শহরের ক্যাবল টিভি ব্যবসায়ী আয়নাল হকের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দুদিনে ২ বাংলাদেশি নিহত
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তার সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘আমারা জানতে পেরেছি ধাক্কাধাক্কির ঘটনায় একজন মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন।’
আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৯
৩৪২ দিন আগে