চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল স্বাভাবিক
চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল স্বাভাবিক
মেঘনা নদীতে ঘন কুয়াশা কেটে গেলে চাঁদপুরের হরিণা-শরীয়তপুর আলুর বাজার ফেরি ঘাটের মধ্যে নৌচলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশায় নৌদুর্ঘটনা রোধে বুধবার ১২টা থেকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ১০টায় ফের নৌচলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: ৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চলাচল স্বাভাবিক
বিআইডব্লিউটিসির হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সল আলম চৌধুরী বলেন, সকাল ১০টার দিকে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং কুয়াশাও কেটে গেছে। যে কারণে নৌযান চলাচল শুরু করা হয়েছে।
এরআগে ফেরিঘাটের উভয় পাশে শতাধিক পণ্যবাহী হালকা, ভারী ও মাঝারি যানবাহন আটকা পড়েছিল। ঘন কুয়াশায় চাঁদপুর শহর ও আশপাশ এলাকা ঢাকা পড়ে যায়। এ সময় শহর ও আশপাশের এলাকায় পথঘাটে যাত্রী ও রিকশা-অটোরিকশা কম দেখা গেছে।
আরও পড়ুন: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি চলাচল স্বাভাবিক
৩১৬ দিন আগে