স্বাস্থ্যঝুঁকি
ড্রেনেজ ও সড়ক অব্যবস্থাপনায় স্বাস্থ্যঝুঁকিতে চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দারা
বর্ষা মৌসুম মানেই চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দাদের ভোগান্তি। দীর্ঘ জলাবদ্ধতাসহ জমে যায় পানি, ড্রেন উপচে পড়ে ময়লা পানি। ফলে সাধারণ মানুষের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে রোগ-জীবাণুর ঝুঁকিও। আর এমন সব নাগরিক দুর্ভোগের প্রধান কারণই হলো চুয়াডাঙ্গা পৌরসভার ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা।
পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই সমস্যা প্রকট আকারে দেখা দিলেও বিশেষভাবে বুজরুকগড়গড়ী বনানীপাড়া, শান্তিপাড়া, সবুজপাড়া, সাদেক আলী মল্লিকপাড়া, পলাশপাড়া, গুলশানপাড়া, মুক্তিপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া ও মসজিদপাড়ার অবস্থা সবচেয়ে করুণ। কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ড্রেন ভেঙে পানি ছড়িয়ে পড়েছে রাস্তায়। অনেক স্থানে ড্রেনের মুখে জমে থাকা আবর্জনার স্তূপের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং তা বসতবাড়ির ভেতরেও ঢুকে পড়ছে।
স্থানীয়রা বলছেন, বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
পলাশপাড়ার বাসিন্দা পিয়াল খান বলেন, ‘বর্ষা এলেই আতঙ্ক শুরু হয়। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। রাতে শিশুদের নিয়ে চলাচল করাটা একপ্রকার দুঃসাহসিক অভিযানে পরিণত হয়।’
গুলশানপাড়ার মুস্তাফিজুর রহমান কনক অভিযোগ করে বলেন, ‘তিন বছরেও ড্রেন পরিষ্কার হয়নি। মুখ বন্ধ হয়ে আছে, পানি বের হতে পারে না। বর্ষায় পুরো এলাকা ডুবে থাকে।’
আরও পড়ুন: স্বাস্থ্যখাতের উন্নয়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনভোগান্তি
বনানীপাড়ার আক্তার হোসেন বলেন, ‘অনেকবার অভিযোগ জানিয়েছি। কাউন্সিলর এসে ছবি তোলে, আশ্বাস দেয়, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয় না। বর্ষায় ঘরের ভেতর পর্যন্ত ড্রেনের পানি ঢুকে পড়ে।’
১১৮ দিন আগে
প্লাস্টিক দূষণে বছরে দেড় লাখ কোটি ডলারের স্বাস্থ্যঝুঁকি
বিশ্ব এখন প্লাস্টিক দূষণের সংকটে রয়েছে, যা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত একটি পর্যালোচনার বরাতে রোববার (৩ আগস্ট) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই সংকটের কারণে জন্ম থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে প্রতি বছর অন্তত ১.৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারের সমপরিমাণ স্বাস্থ্যব্যবস্থার ক্ষতি হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৫০ সাল থেকে প্লাস্টিক উৎপাদন ২০০ গুণেরও বেশি বেড়েছে। অনুমান করা হচ্ছে, ২০৬০ সালের মধ্যে এটি তিনগুণ বেড়ে বছরে এক বিলিয়ন টনে পৌঁছাবে। সবচেয়ে দ্রুত বেড়েছে একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম ইউস) প্লাস্টিকের ব্যবহার—যেমন পানির বোতল ও ফাস্টফুডের প্যাকেট।
বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে শুরু করে গভীর সমুদ্রে পর্যন্ত ৮০০ কোটি টনের বেশি প্লাস্টিক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পুনর্ব্যবহার হয় মাত্র ১০ শতাংশেরও কম।
বিশেষজ্ঞরা জানান, প্লাস্টিক শুধু ব্যবহারের সময়ই নয়, বরং এর কাঁচামাল (তেল, গ্যাস ও কয়লা) উত্তোলন, উৎপাদন, ব্যবহার ও বর্জনের প্রতিটি ধাপে মানবদেহ ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এতে বায়ুদূষণ, বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ এবং মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের ঝুঁকি তৈরি হয়। এমনকি প্লাস্টিকে জমে থাকা পানি মশার প্রজননস্থল হওয়ায় রোগবাহী মশার সংখ্যাও বাড়ছে।
পড়ুন: দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবনের দাবি বাকৃবি গবেষকদের
এই পর্যালোচনার প্রধান লেখক ও বস্টন কলেজের শিশু ও মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক ফিলিপ ল্যান্ডরিগান বলেন, ‘প্লাস্টিক দূষণের প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর। এর বিপুল পরিমাণ অর্থনৈতিক খরচ রয়েছে। তাই এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’
প্লাস্টিকশিল্প ও পেট্রোস্টেট (জ্বালানিনির্ভর দেশ) গোষ্ঠীগুলোর দাবি, প্লাস্টিকের উৎপাদন নয় বরং পুনর্ব্যবহারই হওয়া উচিত মূল লক্ষ্য। তবে প্রতিবেদনে বলা হয়েছে, কাগজ, কাচ বা ধাতুর তুলনায় প্লাস্টিক সহজে পুনর্ব্যবহারযোগ্য নয়। তাই কেবল রিসাইক্লিংয়ের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব নয়।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৯৮ শতাংশ প্লাস্টিক জীবাশ্ম জ্বালানি—তেল, গ্যাস ও কয়লা থেকে উৎপাদিত হয়। এতে বছরে ২ বিলিয়ন টনের সমপরিমাণ কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ হয়। পাশাপাশি উন্মুক্ত স্থানে পুড়িয়ে ফেলা প্লাস্টিক থেকেও মারাত্মক বায়ুদূষণ ঘটে।
বিশ্বজুড়ে ব্যবহৃত প্লাস্টিক পণ্যে ১৬ হাজারেরও বেশি রাসায়নিক উপাদান থাকে—যার মধ্যে আছে রং, ফিলার, ফ্লেম রিটারডেন্ট ও স্ট্যাবিলাইজার।
দ্য ল্যানসেটে প্রকাশিত পর্যালোচনায় বলা হয়, এসব রাসায়নিকের অনেকগুলোই মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় এসব উপাদানের সংস্পর্শে গর্ভপাত, অপরিণত বা মৃত সন্তানের জন্ম, জন্মগত ত্রুটি, ফুসফুসের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, শৈশবের ক্যানসার এবং পরবর্তী জীবনে প্রজনন সমস্যার ঝুঁকি বাড়ে।
পড়ুন: টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি: পরিবেশ উপদেষ্টা
প্লাস্টিক বর্জ্য ক্ষয়প্রাপ্ত হয়ে মাইক্রো ও ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, যা পানি, খাবার ও বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। গবেষণায় দেখা গেছে, এসব কণা মানুষের রক্ত, মস্তিষ্ক, বুকের দুধ, গর্ভনালির প্লাসেন্টা, শুক্রাণু ও অস্থিমজ্জায় পর্যন্ত পাওয়া গেছে।
গবেষকদের মতে, এসব ক্ষুদ্র কণা স্ট্রোক ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়। তাই এখনই সতর্ক হওয়া জরুরি।
অত্যন্ত ব্যয়বহুল এই ‘সস্তা’ উপাদান
বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিককে সাধারণত সস্তা উপকরণ হিসেবে বিবেচনা করা হলেও এর স্বাস্থ্যগত ক্ষতি বিশ্লেষণ করলে এটি অত্যন্ত ব্যয়বহুল।
একটি পর্যালোচনায় দেখা গেছে, শুধু তিনটি রাসায়নিক—পিবিডিই, বিপিএ ও ডিইএইচপি—ব্যবহারজনিত কারণে ৩৮টি দেশে স্বাস্থ্যক্ষতির বার্ষিক আর্থিক ক্ষতি দাঁড়ায় প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার।
চুক্তি নিয়ে টানাপোড়েন
বর্তমানে বিশ্বজুড়ে প্লাস্টিক সংকট মোকাবেলায় একটি বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তি নিয়ে শেষ ধাপের আলোচনা চলছে। যদিও ১০০টির বেশি দেশ প্লাস্টিক উৎপাদন সীমিত করার পক্ষে, তবে সৌদি আরবসহ কিছু তেলনির্ভর দেশ এতে বাধা দিচ্ছে।
পড়ুন: আমরা ধীরে ধীরে মরে যাচ্ছি: ক্ষুধার্ত গাজাবাসীর আর্তনাদ
এই বিষয়ে পর্যালোচনার সহলেখক ও জ্যেষ্ঠ আইনজীবী মার্গারেট স্প্রিং বলেন, ‘এই প্রতিবেদনগুলো বিশ্বের নীতিনির্ধারকদের জন্য নিরপেক্ষ ও তথ্যনির্ভর উৎস হয়ে উঠবে, যা কার্যকর নীতিমালা তৈরিতে সহায়তা করবে।’
১২২ দিন আগে
‘অস্বাস্থ্যকর বাতাস’ নিয়ে বিশ্বে চতুর্থ দূষিত শহর ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। নগরীর এই বাতাসকে বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় ১৫১ একিউআই স্কোর নিয়ে শহরটি মানুষের স্বাস্থ্যঝুঁকিকে বাড়িয়ে তুলেছে। বায়ুর মান ও দূষণের শহরের অবস্থান অনুযায়ী আজ (মঙ্গলবার) ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি এবং সৌদি আরবের রিয়াদ শহরগুলো যথাক্রমে ২৪২, ১৯৩ এবং ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ’সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: সংবেদনশীলদের জন্য ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ’অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ’খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ’বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
২২০ দিন আগে
কুমিল্লার চান্দিনায় বেহাল সড়কে ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ
কুমিল্লার চান্দিনায় মাত্র দেড় কিলোমিটার সড়কের ভগ্ন দশায় এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে ভোগান্তিতে পড়েছেন পাঁচটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। উপজেলার এতবারপুর থেকে মাইজখার পর্যন্ত ওই আঞ্চলিক সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছে বেহাল অবস্থায়। শীতকালে ধুলা-বালি আর বর্ষায় কাদা পথচারীদের প্রতিনিয়তই ফেলছে বিপদে। পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্কুলগামী কোমলমতি শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। সড়কের এই অংশটি মেরামত করে পিচঢালাই করা হলে গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হবে।
আরও পড়ুন: নরসিংদীতে বাইপাস সড়ক নির্মাণ বন্ধে চার দিনের আল্টিমেটাম
পূর্ব মাইজখার মহিলা দাখিল মাদরাসা থেকে আলীকামোড়া পর্যন্ত ১ কিলোমিটার ও চিলোড়া বাশার হুজুরের বাড়ির পূর্ব পাশ থেকে চিলোড়া বাজার পর্যন্ত আধা কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। কয়েকবছর আগে ইটের সলিং করা হলেও দীর্ঘদিন সংস্কার না করায় ইট নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কটিতে। কয়েক জায়গায় পুকুর ও মৎস্য প্রকল্পের কারণে পাড় হিসেবে ব্যবহার হচ্ছে সড়কটি, ফলে অনেক স্থান ভেঙ্গে গেছে।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাফেরা করেন মাইজখার, পূর্ব অম্বরপুর, চিলোড়া, আলীকামোড়া, এওয়াজবন্দসহ আশেপাশের গ্রামগুলোর প্রায় ১৫ হাজার মানুষ। চলতি বছর বর্ষা মৌসুমে এই মানুষগুলো আরও দুর্ভোগে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৯০ দিন আগে
খুলনা সিটি করপোরেশনে ই-বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
প্রতিদিনই খুলনা নগরীতে জমা হচ্ছে কয়েক শত কেজি ইলেট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য। কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা নেই খুলনা সিটি করপোরেশনের (কেসিসি)। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
সংশ্লিষ্টরা জানান, পরিত্যক্ত টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, এয়ারকন্ডিশনার, মাইক্রোওভেন, সিএফএল বাতি, ওয়াশিং মেশিন, মুঠোফোন, ডিভিডি প্লেয়ার, ইলেকট্রনিক খেলনাসামগ্রী ইত্যাদি ই-বর্জ্যের প্রধান উৎস।
আরও পড়ুন: কেসিসি’র ৬০৮ কোটি টাকার বাজেট ঘোষণা
ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে গেলেও উপাদানগুলো নিঃশেষ হয় না, বর্জ্যের মধ্যেই থেকে যায়। এগুলো পচনশীল নয়, বিধায় পরিবেশের ক্ষতিসাধন করে।
কেসিসি থেকে জানা গেছে, নগরীতে দৈনিক উৎপাদিত হয় প্রায় এক হাজার টন বর্জ্য। এর মধ্যে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা ৮০০ টন বর্জ্য সংগ্রহ করে রাজবাঁধ ও শলুয়া ডাম্পিং গ্রাউন্ডে ফেলে। বাকি ২০০ টন বর্জ্য ড্রেনে বা খালে পড়ে।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুল আজিজ বলেন, নগরীতে প্রতিদিন এক টনের কাছাকাছি ই-বর্জ্য উৎপাদন হয়। কিন্তু পৃথকভাবে এই বর্জ্য ব্যবস্থাপনার দক্ষতা তৈরি হয়। গৃহস্থালী বর্জ্যের মতো এগুলো রাজবাঁধে ফেলা হয়। ড্রেন থেকে আসা বিপুল পরিমাণ টিভি-কম্পিউটারসহ বৈদ্যুতিক সরঞ্জামের খোলস রূপসা স্লুইচগেট এলাকায় জমা হয়। সেগুলোও সংগ্রহ করে রাজবাঁধে ফেলা হয়।
প্রায় ১৫ বছর ধরে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত মো. কবির বলেন, এখানে আগে টিভি, বিদ্যুতের মিটার, ব্যাটারি, পানির মোটর বেশি আসতো। গত সাত থেকে আট বছর ধরে বিভিন্ন ধরনের মোবাইল, ছোট মটর বিক্রি বেড়েছে।
তিনি আরও বলেন, পণ্য খুলে পরিষ্কার করে বিক্রির জন্য রাখা হয়। কখনও কেউ সুরক্ষা সামগ্রী ব্যবহারের কথা বলেনি।
নগরীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে পণ্য কিনে নিয়ে শেখপাড়ায় বিক্রি করেন দুলাল।
তিনি জানান, অনেকে নষ্ট জিনিস কিনে নিয়ে মেরামত করেন। বাকিটা ভাঙারি হিসেবে বিক্রি হয়। তার পুড়িয়ে তামা বের করি। বাকিটা ফেলে দেই। এসব কাজ করতে গিয়ে হাতে ফুসকুড়ির মতো উঠেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, ই-বর্জ্যের মধ্যে সিসা, ক্যাডমিয়াম, পারদসহ নানা ধরনের রাসায়নিক থাকে। যার ক্ষতিকর রশ্মি পরিবেশ ও প্রাণিকূলের জন্য ক্ষতিকর। অনেক সময় এগুলো প্রাণির রূপান্তরকেও ব্যাহত করে।
এছাড়া পারদ বিভিন্ন প্রক্রিয়ায় পরিবেশ ও মানবদেহে প্রবেশ করে। পারদ মস্তিষ্কের ক্ষতি করে, শ্রবণশক্তি হ্রাস ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ই-বর্জ্যের সিসা নবজাতকের স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতিসাধন করে।
মো. আবদুল আজিজ জানান, কেসিসিতে বর্জ্য ব্যবস্থাপার ওপর মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এছাড়া শলুয়ায় আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ হচ্ছে। সেখানে সব ধরনের বর্জ্য পৃথক করে ব্যবস্থাপনা করা হবে।
প্রকল্পের কাজ শেষ হলে ই-বর্জ্য ব্যবস্থাপনার আওতায় চলে আসবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় কেসিসির টোল আদায়কারী নিহত
কেসিসির ৮৬১ কোটি টাকার বাজেট ঘোষণা
৯৬৫ দিন আগে
মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারী সাময়িক বরখাস্ত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মচারী মো. জাকির হোসনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি।
এতে বলা হয়েছে, মাস্ক পরিধান না করার কারণে নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথিসহ অন্যান্যদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা সরকারি নির্দেশনা অবজ্ঞার শামিল এবং সরকারি চাকরির নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: করোনা সংক্রমণ এড়াতে কোরবানির সময় যা যা মেনে চলবেন
উল্লেখ্য, গত ১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি ফেরি 'কদম' ও 'কুঞ্জলতা' উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক লাগালেও 'সময় টিভিতে' প্রচারিত ছবিতে কর্মচারী মো. জাকির হোসেনের মুখে মাস্ক দেখা যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেয়া শুরু
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শামসুল আলম
১৬০০ দিন আগে
ঢাকার বাতাসের মানের ক্রমাগত অবনতি করোনার উদ্বেগ আরও বাড়াচ্ছে
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রবিবার সকালে দূষিত বাতাসের শহরের তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) পঞ্চম খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
১৮৩৮ দিন আগে
কোভিড-১৯: ঝুঁকির মধ্যে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও তিন দেশের পরিচ্ছন্নতাকর্মীরা
অল্প স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম ও সীমিত হ্যান্ডওয়াশ এবং অন্যান্য জীবাণুমুক্তকরণ সুবিধাহীনতার মধ্যেই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে ওয়াটারএইডের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে।
১৯১৯ দিন আগে
১৪ দিনের মধ্যে চলে আসবে কোভিড-১৯ টিকা: রুশ স্বাস্থ্যমন্ত্রী
আর মাত্র ১৪ দিনের মধ্যেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য চলে আসবে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক।
১৯৪০ দিন আগে
করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে
করোনাভাইরাস পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা, নারী ও মেয়েশিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে বলে সিএসডিএফের অনলাইন আলোচনা সভায় বক্তারা জানিয়েছেন।
১৯৮৯ দিন আগে