বিদ্যুৎ উপদেষ্টা
এসি ২৫ ডিগ্রির নিচে চালালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন: বিদ্যুৎ উপদেষ্টা
বাসাবাড়ি, মার্কেট, মসজিদসহ সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো হলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘জেলা প্রশাসকদের কাছে আমরা আমাদের সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছি। আমরা অন্তর্বর্তী সরকার একটা খাদের ভেতরে অর্থনীতি পেয়েছি।’
তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালে ছিল ৪২ বিলিয়ন ডলার, সেখান থেকে ২০ বিলিয়ন ডলারে চলে এসেছে। অর্থ পাচার হয়ে গেছে। এসব কারণে জ্বালানি বা বিদ্যুতের মূল্য পরিশোধে সমস্যা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা রমজান মাসে বিদ্যুতের সরবরাহ সম্পূর্ণ আয়োজন করেছি। আমরা আশা করি রমজান মাসে ও গ্রীষ্মে বিদ্যুতের যে চাহিদা তা মেটাতে সক্ষম হব।’
তিনি আরও বলেন, শীত মৌসুমের তুলনায় দেশে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা দ্বিগুনের বেশি থাকে। এর একটি কারণ হলো সেচ। সেচের জন্য প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত লাগে। সেচ না হলে খাদ্য উৎপাদন হবে না। সেজন্য সেচের বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে।
আরও পড়ুন: এসি, মোটরসাইকেল ও ফ্রিজ শিল্পে দ্বিগুণ করের বোঝা
উপদেষ্টা বলেন, ঢাকা শহর বা জেলা শহরের নয়, দেশের সব জায়গায় এসি পৌঁছে গেছে। এতে অতিরিক্ত ৫-৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। ২৫ বা তার ওপরে চালালে ২-৩ হাজার মেগাওয়াট সাশ্রয় করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হবে।
উপদেষ্টা নিশ্চিত করেন, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে কোনো বিধি নিষেধ নেই। কিন্তু এটাকে ২৫ বা তার বেশি ডিগ্রিতে রাখতে হবে। সচিবালয়ের আধা সরকারি চিঠি দেওয়া হবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য।
রমজান মাসে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে ভালো একটা অবস্থা দেখতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
এছাড়াও উপদেষ্টা বলেন, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রত্যেকের একাধিক মনিটরিং টিম রাখা হবে বিষয়টি দেখাশোনা করার জন্য। নিয়ম মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি।
কোনো কারণে লোডশেডিং দেওয়ার প্রয়োজন হলেও তা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
২৯০ দিন আগে