ভারতীয় নাগরিক গ্রেপ্তার
বেনাপোলে মাদক ও চোরাই পণ্যসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
বেনাপোল সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় অমলেশ মণ্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অমলেশ মণ্ডল ভারতের চব্বিশপরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের বাসিন্দা।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি ও আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাবার, শাড়ি, থ্রিপিচ, চায়না দোয়ারি জাল ও প্রসাধনসামগ্রী জব্দ করে। এ সময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মণ্ডল নামের ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।
চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১০০ দিন আগে
খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
খাগড়াছড়ির পানছড়িতে জেমসিং ত্রিপুরা (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ছাগল জব্দ করা হয়। পরে তাকে আইনি ব্যবস্থার জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটক জেমসিং ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন দুই দিনের রিমান্ডে
বিজিবি সূত্র জানায়, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জেমসিং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি লোগাং বাজার থেকে দুইটি ছাগল কিনে ভারতে ফেরার পথে খাগড়াছড়ি বিজিবির বৌদ্ধনগরপাড়া বিওপির একটি টহল দল তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন টহল দলের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘জেমসিং ত্রিপুরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’
১২৬ দিন আগে
পঞ্চগড়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার সতীশ রায় ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে জানা গেছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২৭১ দিন আগে