প্রধান ঈদ জামাত
নারীদের নামাজের ব্যবস্থা থাকছে বগুড়ার প্রধান ঈদ জামাতে
বগুড়ায় আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাতে নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।
ঈদের দিন সকাল সাড়ে ৮টায় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯টায় কেন্দ্রীয় (বড়) জামে মসজিদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও ডিসি অফিস মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজার সভাপতিত্বে সম্প্রতি ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শহরের প্রায় শতাধিক ঈদগাহে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় ঈদগাাহ পরিদর্শন করেন ঈদগাহ কমিটির সভাপতি ডিসি হোসনা আফরোজা। এ সময়ে পাশের মাকার্স মসজিদে একই জামাতে নারীদের নামাজের জন্য ব্যবস্থা নিতে কমিটির সদস্যদের পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?
তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদসহ কমিটির সদস্যরা।
এই মাঠে এবারই প্রথম নারীরা পুরুষের সঙ্গে একই জামাতে ঈদের নামাজ আদায় করবেন। এ সিদ্ধান্তে শহরের নারী মুসল্লিরা আনন্দিত।
২৫০ দিন আগে